অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অডিও ও ভিডিও কলের সুবিধা আনল এক্স (টুইটার)। এখন অ্যান্ড্রয়েডের এক্স অ্যাপ ব্যবহারের করে খুবই সহজে অডিও ও ভিডিও কল করা যাবে। গত বছরের অক্টোবরে আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচার ব্যবহারের সুবিধা দেয় কোম্পানিটি। ফলে কয়েকমাস ধরেই আইফোন ও আইপ্যাডের গ্রাহকদের ফিচারটি ব্যবহার করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জকে এক্সের ডেভেলপার এনরিক ব্যারাগান বলেন, ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড গ্রাহকদের অ্যাপটি আপডেট করতে হতে পারে। এই ফিচারের মাধ্যমে যেকেউ ফোন রিসিভ করতে পারবে। কিন্তু কল করার সুবিধাটি এক্স প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য সংরক্ষিত।
সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আউটগোয়িং কল ও এক্সেটেন্টেড পোস্টের মতো ফিচারগুলো এক্স প্রিমিয়ামের জন্য সীমিত করা হয়েছে। এক্স প্রিমিয়ামের জন্য গ্রাহককে প্রতি মাসে ৮ ডলার ও প্রতিবছরে ৮৪ ডলার খরচ করতে হবে। তবে বিজ্ঞাপনসহ এক্স প্রিমিয়ামের বেসিক প্ল্যানের দাম ৩ ডলার। তবে কোন প্ল্যানের ক্ষেত্রে বর্হিগামী বা আউটগোর্য়িং কল করা যাবে তা এক্সের ওয়েবসাইটে জানানো হয়নি।
ফিচারটি ধীরে ধীরে সকল অ্যান্ড্রয়েড গ্রাহকের ফোনে পাওয়া যাবে। অডিও ও ভিডিও কলের অনুমতি দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যাপটির সেটিংসে যান।
২. প্রাইভেসি ও সেফটি খুঁজে বের করুন।
৩. এরপর ডাইরেক্ট মেসেজে যান।
৪. অডিও ও ভিডিও কল অপশনটি চালু করুন।
ফিচারটি চালু করলে কারা আপনাকে কল করতে পারবে তা নির্বাচন করার সুযোগও দেবে।
২০২৩ সালের আগস্টে অডিও ও ভিডিও কলের ফিচারটির ঘোষণা দেয় এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো। এসব প্ল্যাটফর্মটিকে ‘সবকিছুর অ্যাপ’ বানানোর ইলন মাস্কের পরিকল্পনার অংশ। এছাড়া এক্সের মাধ্যমে গ্রাহকেরা অর্থ আদান প্রদান করার ফিচারও নিয়ে আসা হচ্ছে। এজন্য কোম্পানিটি প্রয়োজনীয় ১৫ তম লাইসেন্সও পেয়েছে।
অবশেষে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে অডিও ও ভিডিও কলের সুবিধা আনল এক্স (টুইটার)। এখন অ্যান্ড্রয়েডের এক্স অ্যাপ ব্যবহারের করে খুবই সহজে অডিও ও ভিডিও কল করা যাবে। গত বছরের অক্টোবরে আইওএস ব্যবহারকারীদের জন্য এই ফিচার ব্যবহারের সুবিধা দেয় কোম্পানিটি। ফলে কয়েকমাস ধরেই আইফোন ও আইপ্যাডের গ্রাহকদের ফিচারটি ব্যবহার করছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ভার্জকে এক্সের ডেভেলপার এনরিক ব্যারাগান বলেন, ফিচারটি ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড গ্রাহকদের অ্যাপটি আপডেট করতে হতে পারে। এই ফিচারের মাধ্যমে যেকেউ ফোন রিসিভ করতে পারবে। কিন্তু কল করার সুবিধাটি এক্স প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য সংরক্ষিত।
সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আউটগোয়িং কল ও এক্সেটেন্টেড পোস্টের মতো ফিচারগুলো এক্স প্রিমিয়ামের জন্য সীমিত করা হয়েছে। এক্স প্রিমিয়ামের জন্য গ্রাহককে প্রতি মাসে ৮ ডলার ও প্রতিবছরে ৮৪ ডলার খরচ করতে হবে। তবে বিজ্ঞাপনসহ এক্স প্রিমিয়ামের বেসিক প্ল্যানের দাম ৩ ডলার। তবে কোন প্ল্যানের ক্ষেত্রে বর্হিগামী বা আউটগোর্য়িং কল করা যাবে তা এক্সের ওয়েবসাইটে জানানো হয়নি।
ফিচারটি ধীরে ধীরে সকল অ্যান্ড্রয়েড গ্রাহকের ফোনে পাওয়া যাবে। অডিও ও ভিডিও কলের অনুমতি দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. অ্যাপটির সেটিংসে যান।
২. প্রাইভেসি ও সেফটি খুঁজে বের করুন।
৩. এরপর ডাইরেক্ট মেসেজে যান।
৪. অডিও ও ভিডিও কল অপশনটি চালু করুন।
ফিচারটি চালু করলে কারা আপনাকে কল করতে পারবে তা নির্বাচন করার সুযোগও দেবে।
২০২৩ সালের আগস্টে অডিও ও ভিডিও কলের ফিচারটির ঘোষণা দেয় এক্সের সিইও লিন্ডা ইয়াকারিনো। এসব প্ল্যাটফর্মটিকে ‘সবকিছুর অ্যাপ’ বানানোর ইলন মাস্কের পরিকল্পনার অংশ। এছাড়া এক্সের মাধ্যমে গ্রাহকেরা অর্থ আদান প্রদান করার ফিচারও নিয়ে আসা হচ্ছে। এজন্য কোম্পানিটি প্রয়োজনীয় ১৫ তম লাইসেন্সও পেয়েছে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১১ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে