চলতি বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো সম্প্রসারণের জন্য ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে মেটার সিইও মার্ক জাকারবার্গ। ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং এআই প্রযুক্তিতে শীর্ষস্থানীয় কোম্পানির তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এই বিশাল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মেটা।
এই বিনিয়োগের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত পদের জন্য নিয়োগ বাড়ানোর পাশাপাশি ২ গিগাওয়াট ক্ষমতার একটি বিশাল ডেটা সেন্টার নির্মাণ করবে মেটা। সেন্টারটির আকার এত বড় হবে যে, এটি যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহরের একটি বড় অংশের সমান হবে।
মেটার পরিকল্পনা অনুসারে, ২০২৫ সালের মধ্যে তাদের কাছে ১ দশমিক ৩ মিলিয়ন গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) থাকবে এবং ১ গিগাওয়াট কম্পিউটিং ক্ষমতা অনলাইনে আনবে।
এই বিনিয়োগ সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেন, ‘এআই প্রযুক্তির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর। আগামী বছরগুলোতে আমাদের মূল পণ্য ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে এই বিশাল বিনিয়োগ।
এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের ক্ষেত্রে একা নয় মেটা। সম্প্রতি ‘স্টারগেট’ প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে ওপেনএআই, সফটব্যাংক ও ওরাকল। এ ছাড়া, চলতি বছর এআইতে প্রায় ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট। আর ২০২৪ সালের চেয়ে আরও বেশি বিনিয়োগ করতে চলেছে আমাজন।
মার্কিন আর্থিক সেবা কোম্পানি ডি এ ডেভিডসনের বিশ্লেষক গিল লুরিয়া বলেছেন, জাকারবার্গ বাজারকে সংকেত দিয়েছেন যে, তিনি এআই প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে থাকতে চান না। স্টারগেটের প্রকল্পের কারণে সময়োপযোগীভাবে এই বার্তা দিলেন তিনি।
এআই খাতে মেটার প্রচেষ্টা এবং বিনিয়োগের ফলে কোম্পানিটির শেয়ারের দাম ১ শতাংশ বেড়েছে।
ইতিমধ্যে এআই চ্যাটবট, রে-ব্যান স্মার্ট গ্লাস এবং ওপেন সোর্স উদ্যোগের মাধ্যমে এআই প্রযুক্তির খাতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটি আশা করছে যে,২০২৫ সালের মধ্যে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট ১ বিলিয়ন মানুষকে সেবা দেবে। ২০২৪ সালে ছিল ৬০০ মিলিয়ন ব্যবহারকারীকে এই সেবা দিয়েছিল অ্যাসিস্ট্যান্টটি।
এআই খাতে মেটার ৬০-৬৫ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা গত বছরের ৩৮-৪০ বিলিয়ন ডলার খরচের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এই বিনিয়োগের পরিমাণ বিশ্লেষকদের ৫০ দশমিক ২৫ বিলিয়ন ডলার অনুমানকেও ছাড়িয়ে গেছে।
মেটা তাদের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন ২৯ জানুয়ারি প্রকাশ করার কথা রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
চলতি বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামো সম্প্রসারণের জন্য ৬৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে মেটার সিইও মার্ক জাকারবার্গ। ওপেনএআই ও গুগলের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে এবং এআই প্রযুক্তিতে শীর্ষস্থানীয় কোম্পানির তালিকায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে এই বিশাল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মেটা।
এই বিনিয়োগের অংশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত পদের জন্য নিয়োগ বাড়ানোর পাশাপাশি ২ গিগাওয়াট ক্ষমতার একটি বিশাল ডেটা সেন্টার নির্মাণ করবে মেটা। সেন্টারটির আকার এত বড় হবে যে, এটি যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহরের একটি বড় অংশের সমান হবে।
মেটার পরিকল্পনা অনুসারে, ২০২৫ সালের মধ্যে তাদের কাছে ১ দশমিক ৩ মিলিয়ন গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) থাকবে এবং ১ গিগাওয়াট কম্পিউটিং ক্ষমতা অনলাইনে আনবে।
এই বিনিয়োগ সম্পর্কে মার্ক জাকারবার্গ বলেন, ‘এআই প্রযুক্তির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বছর। আগামী বছরগুলোতে আমাদের মূল পণ্য ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবে এই বিশাল বিনিয়োগ।
এআই প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগের ক্ষেত্রে একা নয় মেটা। সম্প্রতি ‘স্টারগেট’ প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্রে ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে ওপেনএআই, সফটব্যাংক ও ওরাকল। এ ছাড়া, চলতি বছর এআইতে প্রায় ৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে মাইক্রোসফট। আর ২০২৪ সালের চেয়ে আরও বেশি বিনিয়োগ করতে চলেছে আমাজন।
মার্কিন আর্থিক সেবা কোম্পানি ডি এ ডেভিডসনের বিশ্লেষক গিল লুরিয়া বলেছেন, জাকারবার্গ বাজারকে সংকেত দিয়েছেন যে, তিনি এআই প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে থাকতে চান না। স্টারগেটের প্রকল্পের কারণে সময়োপযোগীভাবে এই বার্তা দিলেন তিনি।
এআই খাতে মেটার প্রচেষ্টা এবং বিনিয়োগের ফলে কোম্পানিটির শেয়ারের দাম ১ শতাংশ বেড়েছে।
ইতিমধ্যে এআই চ্যাটবট, রে-ব্যান স্মার্ট গ্লাস এবং ওপেন সোর্স উদ্যোগের মাধ্যমে এআই প্রযুক্তির খাতে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে কোম্পানিটি। প্রতিষ্ঠানটি আশা করছে যে,২০২৫ সালের মধ্যে তাদের এআই অ্যাসিস্ট্যান্ট ১ বিলিয়ন মানুষকে সেবা দেবে। ২০২৪ সালে ছিল ৬০০ মিলিয়ন ব্যবহারকারীকে এই সেবা দিয়েছিল অ্যাসিস্ট্যান্টটি।
এআই খাতে মেটার ৬০-৬৫ বিলিয়ন ডলার খরচের পরিকল্পনা গত বছরের ৩৮-৪০ বিলিয়ন ডলার খরচের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এই বিনিয়োগের পরিমাণ বিশ্লেষকদের ৫০ দশমিক ২৫ বিলিয়ন ডলার অনুমানকেও ছাড়িয়ে গেছে।
মেটা তাদের চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন ২৯ জানুয়ারি প্রকাশ করার কথা রয়েছে।
তথ্যসূত্র: রয়টার্স
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
২১ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
২ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
৩ দিন আগে