রুবিক’স কিউব কে কত দ্রুত সময়ে সমাধান করতে পারে তা নিয়ে প্রতিযোগিতা রয়েছে বিশ্বজুড়ে। এবার এক সেকেন্ডেরও কম সময়ে রুবিকস কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়ল জাপানের এক রোবট। বলা যায়, চোখের পলক না ফেলতেই এই ধাঁধার সমাধান করে ফেলে রোবটটি।
‘মিতসুবিশি ইলেকট্রিক’ কোম্পানির তৈরি করা ‘টোকুফাস্টবট’ নামের রোবটটি মাত্র ০.৩০৫ সেকেন্ডে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত বছর জুনে আয়োজিত এক প্রতিযোগিতায় ৩.১৩ সেকেন্ডে রুবিক’স কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মার্ক পার্ক। তবে এর চেয়ে ১০ গুণ দ্রুত ধাঁধাটির সমাধান করে রোবটটি।
মিতসুবিশি বলেছে, গত ৭ মে জাপানে রুবিক’স কিউব সমাধান করে রোবটটি রেকর্ড করেছে। তবে আগের রেকর্ডের তুলনায় এবার ০.০৭৫ সেকেন্ড দ্রুত ধাঁধাটি সমাধান করে এই রোবট। এ জন্য রোবটিতে রং চেনার অ্যালগরিদমসহ উচ্চ শক্তির সংকেত-প্রতিক্রিয়াশীল সার্ভোমোটর যুক্ত করা হয়। ফলে মাত্র ০.০০৯ সেকেন্ডে কিউবটির ৯০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে রোবটটি। এটি প্রায় হামিং বার্ড পাখির একবার পাখা ঝাপটানোর সময়ের সমান।
শুধুমাত্র তাড়াতাড়ি রুবিক’স কিউব ঘুরিয়ে ফেলার ক্ষমতা অর্জন করে কোনো লাভ নেই, যদি না রঙের ব্লকগুলো সঠিকভাবে মেলানো যায়।
এমনকি সামান্য ভুলও প্রক্রিয়াটিকে ধীর করে দেবে বা খেলনাটি আটকেও যেতে পারে। তাই প্রতিটি কিউবের ঘূর্ণন অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। এটি নিশ্চিত করার জন্য রোবটটিতে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করেছেন মিতসুবিশির প্রকৌশলীরা।
রংগুলো সঠিকভাবে চিনতে ও মেলানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সিস্টেমের সামনে নিজের ছায়া থাকলেও ধাঁধাটি মিলিয়ে ফেলতে পারে রোবটটি। মিতসুবিশি বলেন, লাল ও কমলা ব্লকগুলোর রং কাছাকাছি হওয়ায় দুটির মধ্যে পার্থক্য বোঝানো বেশ কঠিন ছিল। তবে একবার রং শনাক্ত করার পর কত কমসংখ্যকবার ঘুরিয়ে ধাঁধাটি মেলানো যায় তার সূত্র বের করে প্রোগ্রামটি।
গিনিস রেকর্ডকে ‘টোকুফাস্টবট’ এর দলনেতা বলেন, ‘কিউব সমাধানের সময় যতটা সম্ভব কমিয়ে আনা খুব জটিল বিষয় হলেও একইসঙ্গে রোমাঞ্চকরও ছিল।’
রোবটটির গিনেস রেকর্ড ভাঙার প্রথমবার প্রচেষ্টার সময় রুবিক’স কিউবটি আটকে যায়। কারণ কিউবের ব্লকটি অনেক দ্রুত ঘোরানো যায়। ২০০৯ সালে আরেক রোবটও এই ধাঁধা সমাধান করে। সেই রোবট ধাঁধাটি সমাধানের জন্য ১ মিনিট চার সেকেন্ড সময় নিয়েছিল। তবে ২০১৬ সালের আগে কোনো রোবটই মানুষের চেয়ে দ্রুত সময়ে রুবিক’স কিউবের সমাধান করতে পারেনি। ২০১৬ সালে এক রোবট মাত্র ১ মিনিটে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। তবে রোবটের দ্রুতগতিতে সমাধানের পাশপাশি রুবিক্স কিউব যেন ভেঙে না যায়, সেদিকেও বিজ্ঞানীদের নজর দিতে হয়।
তথ্যসূত্র:পপুলার নিউজ
রুবিক’স কিউব কে কত দ্রুত সময়ে সমাধান করতে পারে তা নিয়ে প্রতিযোগিতা রয়েছে বিশ্বজুড়ে। এবার এক সেকেন্ডেরও কম সময়ে রুবিকস কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়ল জাপানের এক রোবট। বলা যায়, চোখের পলক না ফেলতেই এই ধাঁধার সমাধান করে ফেলে রোবটটি।
‘মিতসুবিশি ইলেকট্রিক’ কোম্পানির তৈরি করা ‘টোকুফাস্টবট’ নামের রোবটটি মাত্র ০.৩০৫ সেকেন্ডে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গত বছর জুনে আয়োজিত এক প্রতিযোগিতায় ৩.১৩ সেকেন্ডে রুবিক’স কিউব সমাধান করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মার্ক পার্ক। তবে এর চেয়ে ১০ গুণ দ্রুত ধাঁধাটির সমাধান করে রোবটটি।
মিতসুবিশি বলেছে, গত ৭ মে জাপানে রুবিক’স কিউব সমাধান করে রোবটটি রেকর্ড করেছে। তবে আগের রেকর্ডের তুলনায় এবার ০.০৭৫ সেকেন্ড দ্রুত ধাঁধাটি সমাধান করে এই রোবট। এ জন্য রোবটিতে রং চেনার অ্যালগরিদমসহ উচ্চ শক্তির সংকেত-প্রতিক্রিয়াশীল সার্ভোমোটর যুক্ত করা হয়। ফলে মাত্র ০.০০৯ সেকেন্ডে কিউবটির ৯০ ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে রোবটটি। এটি প্রায় হামিং বার্ড পাখির একবার পাখা ঝাপটানোর সময়ের সমান।
শুধুমাত্র তাড়াতাড়ি রুবিক’স কিউব ঘুরিয়ে ফেলার ক্ষমতা অর্জন করে কোনো লাভ নেই, যদি না রঙের ব্লকগুলো সঠিকভাবে মেলানো যায়।
এমনকি সামান্য ভুলও প্রক্রিয়াটিকে ধীর করে দেবে বা খেলনাটি আটকেও যেতে পারে। তাই প্রতিটি কিউবের ঘূর্ণন অবশ্যই সুনির্দিষ্ট হতে হবে। এটি নিশ্চিত করার জন্য রোবটটিতে গতি নিয়ন্ত্রণ প্রযুক্তি যুক্ত করেছেন মিতসুবিশির প্রকৌশলীরা।
রংগুলো সঠিকভাবে চিনতে ও মেলানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। ক্যামেরা সিস্টেমের সামনে নিজের ছায়া থাকলেও ধাঁধাটি মিলিয়ে ফেলতে পারে রোবটটি। মিতসুবিশি বলেন, লাল ও কমলা ব্লকগুলোর রং কাছাকাছি হওয়ায় দুটির মধ্যে পার্থক্য বোঝানো বেশ কঠিন ছিল। তবে একবার রং শনাক্ত করার পর কত কমসংখ্যকবার ঘুরিয়ে ধাঁধাটি মেলানো যায় তার সূত্র বের করে প্রোগ্রামটি।
গিনিস রেকর্ডকে ‘টোকুফাস্টবট’ এর দলনেতা বলেন, ‘কিউব সমাধানের সময় যতটা সম্ভব কমিয়ে আনা খুব জটিল বিষয় হলেও একইসঙ্গে রোমাঞ্চকরও ছিল।’
রোবটটির গিনেস রেকর্ড ভাঙার প্রথমবার প্রচেষ্টার সময় রুবিক’স কিউবটি আটকে যায়। কারণ কিউবের ব্লকটি অনেক দ্রুত ঘোরানো যায়। ২০০৯ সালে আরেক রোবটও এই ধাঁধা সমাধান করে। সেই রোবট ধাঁধাটি সমাধানের জন্য ১ মিনিট চার সেকেন্ড সময় নিয়েছিল। তবে ২০১৬ সালের আগে কোনো রোবটই মানুষের চেয়ে দ্রুত সময়ে রুবিক’স কিউবের সমাধান করতে পারেনি। ২০১৬ সালে এক রোবট মাত্র ১ মিনিটে রুবিক’স কিউব মিলিয়ে ফেলে। তবে রোবটের দ্রুতগতিতে সমাধানের পাশপাশি রুবিক্স কিউব যেন ভেঙে না যায়, সেদিকেও বিজ্ঞানীদের নজর দিতে হয়।
তথ্যসূত্র:পপুলার নিউজ
অ্যাপটির চুরি হওয়া ছবির মধ্যে ১৩ হাজার সেলফি ও ফটো আইডি রয়েছে, যেগুলো অ্যাকাউন্ট যাচাইয়ের জন্য ব্যবহারকারীরা দিয়েছিলেন। এ ছাড়া, পোস্ট, মন্তব্য ও ডাইরেক্ট মেসেজ থেকে সংগৃহীত আরও ৫৯ হাজার ছবি হ্যাকারদের হাতে পড়েছে।
১৯ মিনিট আগেইউটিউব এখন শুধু বিনোদন নয়; তথ্য, শিক্ষা ও আয়ের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এখানে হাজার হাজার নতুন ভিডিও প্রকাশিত হচ্ছে। এই প্রতিযোগিতার ভিড়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। আর সেই দৃষ্টি আকর্ষণের প্রথম ধাপ হলো, একটি আকর্ষণীয় ও কার্যকর টাইটেল।
১ ঘণ্টা আগেচ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১৯ ঘণ্টা আগে