টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের ওপর আরোপিত আমদানি শুল্ক কিছুটা কমিয়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৬ মার্চ) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ৫ এপ্রিলের মধ্যে টিকটক বিক্রির ব্যাপারে একটি মৌলিক চুক্তি হতে পারে।
গত বছর বাইডেন প্রশাসনের অধীনে একটি আইন পাস হয়েছিল। এই আইন অনুযায়ী, চলতি বছরের ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হতো। এই সময়সীমার মধ্যে বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হতো। তবে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ৭৫ দিন বাড়ান ট্রাম্প।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘টিকটকের ক্ষেত্রে চীনকে সম্ভবত অনুমোদনের মাধ্যমে অবশ্যই একটি ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি তারা সেটি করবে।’
তিনি আশা করেন, ৫ এপ্রিলের সময়সীমার মধ্যে অন্তত চুক্তির রূপরেখা চূড়ান্ত হবে।
যুক্তরাষ্ট্রে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এমন মন্তব্য করলেন ট্রাম্প। টিকটক ব্যবসা বিক্রির ক্ষেত্রে প্রধান বাধা সব সময়ই ছিল বেইজিংয়ের অনুমোদন নিশ্চিত করা, যা ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের।
এর আগেও আলোচনা সম্পর্কিত সুবিধা অর্জনের জন্য শুল্ককে একটি কৌশল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন ট্রাম্প। তার প্রথম মেয়াদে, তিনি টিকটক নিষিদ্ধ করার আহ্বান জানালেও বর্তমানে নিজেই প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন এবং তার ১৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম দিন ২০ জানুয়ারি চীনকে সতর্ক করে ট্রাম্প বলেন, যদি তারা টিকটক চুক্তিতে সম্মতি না দেয়, তবে আরও শুল্ক আরোপ করা হবে।
এদিকে এ মাসে চীনের সমস্ত আমদানির ওপর শুল্ক ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এটি ৪ ফেব্রুয়ারিতে ট্রাম্প আরোপিত শুল্কের দ্বিগুণ।
চীন পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে গত ১০ ফেব্রুয়ারি কিছু মার্কিন কৃষিপণ্যের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়।
তথ্যসূত্র: বিবিসি
টিকটক বিক্রির চুক্তি সম্পন্ন করতে চীনের ওপর আরোপিত আমদানি শুল্ক কিছুটা কমিয়ে দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৬ মার্চ) সাংবাদিকদের ট্রাম্প বলেন, ৫ এপ্রিলের মধ্যে টিকটক বিক্রির ব্যাপারে একটি মৌলিক চুক্তি হতে পারে।
গত বছর বাইডেন প্রশাসনের অধীনে একটি আইন পাস হয়েছিল। এই আইন অনুযায়ী, চলতি বছরের ১৯ জানুয়ারির মধ্যে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্সকে অ্যাপটি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হতো। এই সময়সীমার মধ্যে বিক্রি না করলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ হতো। তবে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর নিষেধাজ্ঞা কার্যকরের সময়সীমা ৭৫ দিন বাড়ান ট্রাম্প।
সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘টিকটকের ক্ষেত্রে চীনকে সম্ভবত অনুমোদনের মাধ্যমে অবশ্যই একটি ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি তারা সেটি করবে।’
তিনি আশা করেন, ৫ এপ্রিলের সময়সীমার মধ্যে অন্তত চুক্তির রূপরেখা চূড়ান্ত হবে।
যুক্তরাষ্ট্রে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর এমন মন্তব্য করলেন ট্রাম্প। টিকটক ব্যবসা বিক্রির ক্ষেত্রে প্রধান বাধা সব সময়ই ছিল বেইজিংয়ের অনুমোদন নিশ্চিত করা, যা ১০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের।
এর আগেও আলোচনা সম্পর্কিত সুবিধা অর্জনের জন্য শুল্ককে একটি কৌশল হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছেন ট্রাম্প। তার প্রথম মেয়াদে, তিনি টিকটক নিষিদ্ধ করার আহ্বান জানালেও বর্তমানে নিজেই প্ল্যাটফর্মে সক্রিয় রয়েছেন এবং তার ১৫ মিলিয়ন ফলোয়ার রয়েছে।
হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম দিন ২০ জানুয়ারি চীনকে সতর্ক করে ট্রাম্প বলেন, যদি তারা টিকটক চুক্তিতে সম্মতি না দেয়, তবে আরও শুল্ক আরোপ করা হবে।
এদিকে এ মাসে চীনের সমস্ত আমদানির ওপর শুল্ক ২০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এটি ৪ ফেব্রুয়ারিতে ট্রাম্প আরোপিত শুল্কের দ্বিগুণ।
চীন পাল্টা প্রতিক্রিয়া দেখিয়ে গত ১০ ফেব্রুয়ারি কিছু মার্কিন কৃষিপণ্যের ওপর ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রকে যত দ্রুত সম্ভব আলোচনায় ফিরে আসার আহ্বান জানায়।
তথ্যসূত্র: বিবিসি
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
২ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৪ দিন আগে