অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ‘লিসেন টু দিস পেজ’ নামে নতুন ফিচার নিয়ে আসছে গুগল ক্রোম। ওয়েবপেজের টেক্সটগুলো বাংলাসহ বিভিন্ন ভাষায় পড়ে শোনাবে ফিচারটি। এ ছাড়া কোন কণ্ঠে শুনতে চান তাও নির্বাচন করতে পারবেন। ফলে অন্য কাজ করার সময় স্ক্রিনের দিকে না তাকিয়েই ওয়েবপেজে কী রয়েছে, তা জেনে নিতে পারবেন। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের ফিচারটি বেশি কাজে দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভের মতে, সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই শিগগিরই এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি ব্যবহার করে পডকাস্টের মতো পুরো ওয়েবপেজটির টেক্সট শুনতে পারবেন। পস, রিওয়াইন্ড, ফাস্ট ফরোয়ার্ড ও ১০ সেকেন্ড স্কিপ করা যাবে ক্রোমের ভয়েস অডিওটি। আপনার ক্রোম ব্রাউজারে এই ফিচার আছে কি না, তা জানতে ক্রোম ব্রাউজারের তিন ডট বাটনে ট্যাপ করুন। এই মেনুতে ফিচারটি দেখা যাবে।
এখন পর্যন্ত চারটি কণ্ঠে ওয়েবপেজের টেক্সটগুলো শোনার সুযোগ দেবে ক্রোম। সেগুলো হলো—রুবি, রিভার, ফিল্ড ও মস।
ওয়েবপেজের অভ্যন্তরীণ টেক্সটগুলো বিভিন্ন ভাষায় পড়ে শোনা যাবে। ফিচারটি ইংরেজি, হিন্দি, আরবি, ফরাসি, জার্মান, ইন্দোনেশিয়ান, জাপানিজ, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ওয়েবপেজের টেক্সটগুলো পড়ে শোনাবে।
তবে এই ফিচার সব ওয়েবসাইটে কাজ করবে না। যদিও নির্দেশনা দিলে যেকোনো ওয়েবসাইটের টেক্সট পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট, তবে নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে আরও নিয়ন্ত্রণ থাকবে। কারণ ভাষা ও কোন ধরনের কণ্ঠে শুনতে চান, তা নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ক্রোম অ্যাপের ১২৫ সংস্করণে ফিচারটি দেখতে পেয়েছে নাইন টু ভাইভ গুগল।
আইফোনের সাফারি ব্রাউজারে এই ফিচার রয়েছে। অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরির কণ্ঠে ওয়েবপেজগুলোর টেক্সট শোনা যায়।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
১. অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. পছন্দের ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩. এরপর ওপরের ডান দিকের তিন ডট বাটনে ট্যাপ করুন।
৪. এরপর ‘মোর’ অপশনে ট্যাপ করুন ও ‘লিসেন টু দিজ পেজে’-এ ট্যাপ করুন।
অডিওটি শোনা বন্ধ করতে চাইলে ‘ক্লোজ’ অপশনে ট্যাপ করুন।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য ‘লিসেন টু দিস পেজ’ নামে নতুন ফিচার নিয়ে আসছে গুগল ক্রোম। ওয়েবপেজের টেক্সটগুলো বাংলাসহ বিভিন্ন ভাষায় পড়ে শোনাবে ফিচারটি। এ ছাড়া কোন কণ্ঠে শুনতে চান তাও নির্বাচন করতে পারবেন। ফলে অন্য কাজ করার সময় স্ক্রিনের দিকে না তাকিয়েই ওয়েবপেজে কী রয়েছে, তা জেনে নিতে পারবেন। বিশেষ করে দৃষ্টিপ্রতিবন্ধীদের ফিচারটি বেশি কাজে দেবে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইন টু ফাইভের মতে, সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই শিগগিরই এই ফিচার পাওয়া যাবে।
ফিচারটি ব্যবহার করে পডকাস্টের মতো পুরো ওয়েবপেজটির টেক্সট শুনতে পারবেন। পস, রিওয়াইন্ড, ফাস্ট ফরোয়ার্ড ও ১০ সেকেন্ড স্কিপ করা যাবে ক্রোমের ভয়েস অডিওটি। আপনার ক্রোম ব্রাউজারে এই ফিচার আছে কি না, তা জানতে ক্রোম ব্রাউজারের তিন ডট বাটনে ট্যাপ করুন। এই মেনুতে ফিচারটি দেখা যাবে।
এখন পর্যন্ত চারটি কণ্ঠে ওয়েবপেজের টেক্সটগুলো শোনার সুযোগ দেবে ক্রোম। সেগুলো হলো—রুবি, রিভার, ফিল্ড ও মস।
ওয়েবপেজের অভ্যন্তরীণ টেক্সটগুলো বিভিন্ন ভাষায় পড়ে শোনা যাবে। ফিচারটি ইংরেজি, হিন্দি, আরবি, ফরাসি, জার্মান, ইন্দোনেশিয়ান, জাপানিজ, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় ওয়েবপেজের টেক্সটগুলো পড়ে শোনাবে।
তবে এই ফিচার সব ওয়েবসাইটে কাজ করবে না। যদিও নির্দেশনা দিলে যেকোনো ওয়েবসাইটের টেক্সট পড়ে শোনাবে গুগল অ্যাসিস্ট্যান্ট, তবে নতুন ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীর কাছে আরও নিয়ন্ত্রণ থাকবে। কারণ ভাষা ও কোন ধরনের কণ্ঠে শুনতে চান, তা নির্বাচন করতে পারবেন ব্যবহারকারীরা।
অ্যান্ড্রয়েড ক্রোম অ্যাপের ১২৫ সংস্করণে ফিচারটি দেখতে পেয়েছে নাইন টু ভাইভ গুগল।
আইফোনের সাফারি ব্রাউজারে এই ফিচার রয়েছে। অ্যাপলের অ্যাসিস্ট্যান্ট সিরির কণ্ঠে ওয়েবপেজগুলোর টেক্সট শোনা যায়।
ফিচারটি যেভাবে ব্যবহার করবেন
১. অ্যান্ড্রয়েড ডিভাইসের গুগল ক্রোম অ্যাপ চালু করুন।
২. পছন্দের ওয়েবসাইটে প্রবেশ করুন।
৩. এরপর ওপরের ডান দিকের তিন ডট বাটনে ট্যাপ করুন।
৪. এরপর ‘মোর’ অপশনে ট্যাপ করুন ও ‘লিসেন টু দিজ পেজে’-এ ট্যাপ করুন।
অডিওটি শোনা বন্ধ করতে চাইলে ‘ক্লোজ’ অপশনে ট্যাপ করুন।
যুক্তরাজ্যে পর্নোগ্রাফি দেখতে হলে এখন থেকে বয়স যাচাইয়ের জন্য সেলফি কিংবা ছবিসহ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক করা হয়েছে। গত শুক্রবার (২৫ জুলাই) থেকে কার্যকর হওয়া সরকারের নতুন নিয়ম অনুযায়ী, পর্নো কনটেন্ট প্রকাশ বা প্রদর্শনকারী যেকোনো ওয়েবসাইটকে ‘ব্যাপকভাবে কার্যকর’ বয়স যাচাইকরণ ব্যবস্থা চালু করতে হবে।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় চলতি মাসে অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) প্রশ্ন মানুষের মতো সমাধান করে ‘স্বর্ণপদকের মান’ (গোল্ড স্ট্যান্ডার্ড) অর্জন করেছে গুগল ডিপমাইন্ডের তৈরি একটি চ্যাটবট এআই সিস্টেম। ছয়টি সমস্যার মধ্যে পাঁচটির সমাধান করে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রথমবারের মতো এমন উচ্চস্তরের পারফরম্যা
৪ ঘণ্টা আগেবিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে সহযোগিতা বাড়াতে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করছে চীন। গতকাল শনিবার শাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এই প্রস্তাব দেন।
৫ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসের মূল প্রতিষ্ঠান মেটা চলতি বছরের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করে দেবে। নতুন আইনকে ‘অকার্যকরযোগ্য’ দাবি করে এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
৬ ঘণ্টা আগে