বেশ কয়েক বছর আগে ‘সোফিয়া’ নামের মানবাকৃতির রোবটের কথাবার্তা শুনে এবং মুখের অভিব্যক্তি দেখে চমকে গিয়েছিল পুরো বিশ্ব। এবার ইলন মাস্কের নতুন হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’–এর বুদ্ধিদীপ্ত কথা শুনে অবাক হলেন অনেকেই। এক ভিডিওতে রোবটটিকে বলতে দেখা যায়, তার জন্য সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ হওয়া। আর এই কথা শুনেই চমকে গেলেন সবাই।
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘উই রোবট’ ইভেন্টে বিভিন্ন ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন টেসলার সিইও ইলন মাস্ক। স্বয়ংক্রিয় গাড়ি ও ভ্যান ছাড়াও ‘অপটিমাস’ নামের একটি হিম্যানয়েড রোবট উন্মোচন করেন তিনি। ইভেন্টটিতে একাধিক ‘অপটিমাস’ রোবট চলাফেরা করতে এবং উপস্থিত অতিথিদের পানীয় পরিবেশন ও উপহার বিতরণ করতে দেখা যায়।
এখন একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে অপটিমাস রোবটটি একজন অতিথির সঙ্গে মানুষের মতো আলাপ করছে। ভিডিওতে এক অতিথি বলতে দেখা যায়, এটি খুবই অদ্ভুত যে, আমি একটি রোবটের সঙ্গে কথা বলছি!’
মজার ছলেই তিনি ‘অপটিমাস’–কে প্রশ্ন করে জানতে চান, ‘রোবট হওয়ার সবচেয়ে কঠিন অংশ কী? এর উত্তরে অপটিমাস বলে, ‘তোমাদের মতো মানুষ হতে শেখার চেষ্টা করা। এই উত্তর সবার জন্য এক বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়।
উত্তরটি শুধু বিস্ময়করই ছিল না রোবটটির ভাষা প্রয়োগও ছিল অত্যন্ত মানুষের মতো। রোবটটি মানুষের মতো হাত নাড়িয়ে কথা বলে। রোবটটি মানুষের মধ্যে কথোপকথনের ছোট ছোট বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছিল সেটি বেশ আকর্ষণীয়। রোবটটি বাক্যগুলোর মাঝে মাঝে বিরতি নিচ্ছিল। এটি বিভিন্ন প্রেক্ষাপট বুঝতে পারছিল ও উত্তরের সঙ্গে প্রশ্নও করতে পারছিল।
এমনকি ক্যামেরার দিকে ও মানুষের দিকে বারবার তাকাচ্ছিল রোবটটি। ঠিক যেমন কথাবার্তার সময় মানুষ যেমন ভঙ্গি করে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের ‘@cb_doge’ অ্যাকাউন্ট থেকে রোবটটির ভিডিওটি প্রকাশ করা হয়। গত কাল পর্যন্ত ভিডিওটি ৩৯ লাখ ভিউ হয়। ভিডিও দেখে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন অনেকেই।
অদূর ভবিষ্যতে অপটিমাস মানুষের সঙ্গে হাঁটাচলা করবে বলে ইলন মাস্ক দাবি করেন। তিনি বলেন, কেউ রোবটটির সামনে গেলে এটি রোবটটিকে পানীয় পরিবেশন করবে। মাস্ক অপটিমাস–এর ক্ষমতাগুলোকে প্রায় অসীম বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এটি কুকুর নিয়ে হাঁটতে পারে, শিশুর দেখাশোনা করতে পারে, গাছপালা কেটে ফেলতে পারে, এমনকি পানীয়ও পরিবেশন করতে পারে।
এটির মূল্য ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার হতে পারে।
অপটিমাস এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। রোবট খাতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে জেন ২ বা দ্বিতীয় প্রজন্মের অপটিমাস মডেলটি।
এছাড়া বহুল প্রতীক্ষিত ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করা হয় এই ইভেন্টে। এই স্বয়ংক্রিয় বা স্বচালিত গাড়ির প্রোটোটাইপ দেখানো হয়েছে। ২০২৬ সালের মধ্যে গাড়িটি উৎপাদন শুরু হতে পারে এবং এর মূল্য ৩০ হাজার ডলারের কম হবে। ইভেন্টটিতে সাইবার ভ্যানও উন্মোচন করা হয়। এটি একইসঙ্গে ২০ জন যাত্রী পরিবহন করতে পারবে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডে
বেশ কয়েক বছর আগে ‘সোফিয়া’ নামের মানবাকৃতির রোবটের কথাবার্তা শুনে এবং মুখের অভিব্যক্তি দেখে চমকে গিয়েছিল পুরো বিশ্ব। এবার ইলন মাস্কের নতুন হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’–এর বুদ্ধিদীপ্ত কথা শুনে অবাক হলেন অনেকেই। এক ভিডিওতে রোবটটিকে বলতে দেখা যায়, তার জন্য সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ হওয়া। আর এই কথা শুনেই চমকে গেলেন সবাই।
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘উই রোবট’ ইভেন্টে বিভিন্ন ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেন টেসলার সিইও ইলন মাস্ক। স্বয়ংক্রিয় গাড়ি ও ভ্যান ছাড়াও ‘অপটিমাস’ নামের একটি হিম্যানয়েড রোবট উন্মোচন করেন তিনি। ইভেন্টটিতে একাধিক ‘অপটিমাস’ রোবট চলাফেরা করতে এবং উপস্থিত অতিথিদের পানীয় পরিবেশন ও উপহার বিতরণ করতে দেখা যায়।
এখন একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে অপটিমাস রোবটটি একজন অতিথির সঙ্গে মানুষের মতো আলাপ করছে। ভিডিওতে এক অতিথি বলতে দেখা যায়, এটি খুবই অদ্ভুত যে, আমি একটি রোবটের সঙ্গে কথা বলছি!’
মজার ছলেই তিনি ‘অপটিমাস’–কে প্রশ্ন করে জানতে চান, ‘রোবট হওয়ার সবচেয়ে কঠিন অংশ কী? এর উত্তরে অপটিমাস বলে, ‘তোমাদের মতো মানুষ হতে শেখার চেষ্টা করা। এই উত্তর সবার জন্য এক বিস্ময়ের কারণ হয়ে দাঁড়ায়।
উত্তরটি শুধু বিস্ময়করই ছিল না রোবটটির ভাষা প্রয়োগও ছিল অত্যন্ত মানুষের মতো। রোবটটি মানুষের মতো হাত নাড়িয়ে কথা বলে। রোবটটি মানুষের মধ্যে কথোপকথনের ছোট ছোট বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছিল সেটি বেশ আকর্ষণীয়। রোবটটি বাক্যগুলোর মাঝে মাঝে বিরতি নিচ্ছিল। এটি বিভিন্ন প্রেক্ষাপট বুঝতে পারছিল ও উত্তরের সঙ্গে প্রশ্নও করতে পারছিল।
এমনকি ক্যামেরার দিকে ও মানুষের দিকে বারবার তাকাচ্ছিল রোবটটি। ঠিক যেমন কথাবার্তার সময় মানুষ যেমন ভঙ্গি করে।
এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মের ‘@cb_doge’ অ্যাকাউন্ট থেকে রোবটটির ভিডিওটি প্রকাশ করা হয়। গত কাল পর্যন্ত ভিডিওটি ৩৯ লাখ ভিউ হয়। ভিডিও দেখে বিস্ময় ও আনন্দ প্রকাশ করেন অনেকেই।
অদূর ভবিষ্যতে অপটিমাস মানুষের সঙ্গে হাঁটাচলা করবে বলে ইলন মাস্ক দাবি করেন। তিনি বলেন, কেউ রোবটটির সামনে গেলে এটি রোবটটিকে পানীয় পরিবেশন করবে। মাস্ক অপটিমাস–এর ক্ষমতাগুলোকে প্রায় অসীম বলে বর্ণনা করেছেন।
তিনি বলেন, এটি কুকুর নিয়ে হাঁটতে পারে, শিশুর দেখাশোনা করতে পারে, গাছপালা কেটে ফেলতে পারে, এমনকি পানীয়ও পরিবেশন করতে পারে।
এটির মূল্য ২০ হাজার থেকে ৩০ হাজার ডলার হতে পারে।
অপটিমাস এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। রোবট খাতে উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে জেন ২ বা দ্বিতীয় প্রজন্মের অপটিমাস মডেলটি।
এছাড়া বহুল প্রতীক্ষিত ‘সাইবারক্যাব’ নামের রোবোট্যাক্সি উন্মোচন করা হয় এই ইভেন্টে। এই স্বয়ংক্রিয় বা স্বচালিত গাড়ির প্রোটোটাইপ দেখানো হয়েছে। ২০২৬ সালের মধ্যে গাড়িটি উৎপাদন শুরু হতে পারে এবং এর মূল্য ৩০ হাজার ডলারের কম হবে। ইভেন্টটিতে সাইবার ভ্যানও উন্মোচন করা হয়। এটি একইসঙ্গে ২০ জন যাত্রী পরিবহন করতে পারবে।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডে
প্রযুক্তি খাতে আবারও নজির গড়েছে যুক্তরাষ্ট্রের সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। গত বৃহস্পতিবার সংক্ষেপে ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার বাজারমূল্যে পৌঁছায় কোম্পানিটি এর আগে কেবল এনভিডিয়া এ মাইলফলকে পৌঁছেছিল।
২১ মিনিট আগেসোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করতে এখন থেকে কমপক্ষে ১ হাজার ফলোয়ার থাকতে হবে। সেই সঙ্গে অ্যাকাউন্টটি অবশ্যই পাবলিক হতে হবে। প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ তথ্য নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগেচলতি বছরের প্রথম ছয় মাসেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নে রেকর্ড ১৫৫ বিলিয়ন ডলার বা ১৫ হাজার ৫০০ কোটি ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ২০২৫ সালের যুক্তরাষ্ট্র সরকারের শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক সেবা খাতে বরাদ্দকৃত বাজেটের চেয়েও বেশি এই ব্যয়।
৩ ঘণ্টা আগেগত এক দশকে ইউটিউব শুধু বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে নয়; বরং স্বাধীনভাবে কাজ করার একটি বড় মাধ্যম হিসেবে জনপ্রিয়তা পেয়েছে। অসংখ্য তরুণ-তরুণী ও সৃজনশীল মানুষ এখানে নিজেদের ভাবনা, দক্ষতা ও জ্ঞান ছড়িয়ে দিয়ে আয় করার পথ গড়ে তুলেছেন।
৫ ঘণ্টা আগে