প্রযুক্তি ডেস্ক
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই দেখা দেয় চিপ-সংকট। ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় প্রযুক্তি ও গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে গতকাল শুক্রবার ইনটেল করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চিপ তৈরির জন্য যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিশ্বের বৃহত্তম কমপ্লেক্স তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট জেলসিঙ্গারের এই উদ্যোগকে একটি কৌশল হিসেবে দেখেছেন বিশ্লেষকেরা। তাঁদের এ প্রকল্প বাস্তবায়িত হলে চিপ তৈরিতে আধিপত্য পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটি অনেকটাই সফল হবে। তা ছাড়া এ খাতে এশিয়ান ম্যানুফ্যাকচারিং হাবের বলয় থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসতে সক্ষম হবে বলেও ধারণা করা হচ্ছে।
জেলসিঙ্গার রয়টার্সকে জানান, বিশ্বের বৃহত্তম এ চিপ কারখানা ওহাইওর নিউ আলবানিতে এক হাজার একর জায়গার ওপর নির্মাণ করা হবে। এতে প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এ প্রকল্পে চিপ তৈরির জন্য মোট ৮টি প্ল্যান্ট থাকবে। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। প্রকল্পটি শেষ হলে এখানে ৩ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়াতে সম্প্রতি বেশ জোর দিয়েছে বাইডেন প্রশাসন। তারা বেশ কদিন ধরেই এ খাতে ৫২ বিলিয়ন ডলারের ভর্তুকি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের ওপর চাপ প্রয়োগ করে আসছে।
এর আগে এক বিবৃতিতে সেমিকন্ডাক্টর চিপের বিশ্ব বাজার দখলের জন্য চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
গতকাল শুক্রবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, শিগগিরই সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ চেইনকে শক্তিশালী করতে কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হবে। যেখানে ৫২ বিলিয়ন ডলারে ভর্তুকির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই দেখা দেয় চিপ-সংকট। ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় প্রযুক্তি ও গাড়ি তৈরিকারী প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে গতকাল শুক্রবার ইনটেল করপোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, চিপ তৈরির জন্য যুক্তরাষ্ট্রের ওহাইওতে বিশ্বের বৃহত্তম কমপ্লেক্স তৈরি করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে তারা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট জেলসিঙ্গারের এই উদ্যোগকে একটি কৌশল হিসেবে দেখেছেন বিশ্লেষকেরা। তাঁদের এ প্রকল্প বাস্তবায়িত হলে চিপ তৈরিতে আধিপত্য পুনরুদ্ধারে প্রতিষ্ঠানটি অনেকটাই সফল হবে। তা ছাড়া এ খাতে এশিয়ান ম্যানুফ্যাকচারিং হাবের বলয় থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে আসতে সক্ষম হবে বলেও ধারণা করা হচ্ছে।
জেলসিঙ্গার রয়টার্সকে জানান, বিশ্বের বৃহত্তম এ চিপ কারখানা ওহাইওর নিউ আলবানিতে এক হাজার একর জায়গার ওপর নির্মাণ করা হবে। এতে প্রাথমিকভাবে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এ প্রকল্পে চিপ তৈরির জন্য মোট ৮টি প্ল্যান্ট থাকবে। যেখানে ক্রমান্বয়ে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। প্রকল্পটি শেষ হলে এখানে ৩ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন বাড়াতে সম্প্রতি বেশ জোর দিয়েছে বাইডেন প্রশাসন। তারা বেশ কদিন ধরেই এ খাতে ৫২ বিলিয়ন ডলারের ভর্তুকি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের ওপর চাপ প্রয়োগ করে আসছে।
এর আগে এক বিবৃতিতে সেমিকন্ডাক্টর চিপের বিশ্ব বাজার দখলের জন্য চীনের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
গতকাল শুক্রবার মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি জানিয়েছেন, শিগগিরই সেমিকন্ডাক্টর চিপের সরবরাহ চেইনকে শক্তিশালী করতে কংগ্রেসে একটি বিল উত্থাপন করা হবে। যেখানে ৫২ বিলিয়ন ডলারে ভর্তুকির বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে।
প্রযুক্তি সম্পর্কিত আরও পড়ুন:
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১০ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১১ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৩ ঘণ্টা আগে