ইউটিউবে ভিডিও আপলোডের জন্য নতুন সুবিধা চালু করল গুগল। এখন থেকে কোম্পানিটির ‘ড্রিম স্ক্রিন’ এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিওগুলো শর্টসে আপলোড করা যাবে। আজ শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে গুগল। এই ফিচারের মাধ্যমে আরও আকর্ষণীয়ভাবে গল্প বলতে পারবেন ক্রিয়েটররা। এভাবে এআই দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে আরও আয়ের সুযোগ সৃষ্টি করবে টেক জায়ান্টটি।
গুগলের নতুন টুলটির উল্লেখযোগ্য বিষয় হলো—এটি এখন স্ট্যান্ডঅ্যালোন ভিডিও তৈরি করতে পারে অর্থাৎ, ভিডিও তৈরির জন্য ব্যবহারকারীদের আর অতিরিক্ত ফুটেজের প্রয়োজন হবে না। শুধু নির্দেশনা দিলেই এআই টুলটি ভিডিও তৈরি করে দেবে।
এক ব্লগ পোস্টে গুগল বলছে, ‘আজ থেকে আরও একটি বড় আপগ্রেড পাচ্ছে ড্রিম স্ক্রিন। এটি গুগল ডিপমাইন্ডের নতুন ভিডিও জেনারেশন মডেল, ভিও ২-এর মাধ্যমে সম্ভব হবে। এই মডেল ড্রিম স্ক্রিনকে আরও শক্তিশালী করেছে। এ ছাড়া আরও একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছি, যা ব্যবহারকারীদের স্ট্যান্ডঅ্যালোন ভিডিও ক্লিপ তৈরি করতে সাহায্য করবে, যা তারা শর্টসে যুক্ত করতে পারবেন। উল্লেখ্য, শর্টস হলো ইনস্টাগ্রাম রিলসের মতো একটি ফিচার।
গুগল আরও বলেছে, কোনো ভিডিও ফুটেজ না থাকলেও সমস্যা নেই। কোনো কল্পনা বাস্তবে রূপ দিতে চাইলে শুধু একটি টেক্সট প্রম্পট ব্যবহার করে ভিডিও ক্লিপ তৈরি করা যাবে। এসব ভিডিও ক্রিয়েটরের কাহিনির সঙ্গে মানানসই হবে। এছাড়া সম্পূর্ণ নতুন একটি জগৎ তৈরিতে সাহায্য করবে এই টুল।
খুব সহজে ব্যবহার করা যাবে এই টুল। ফিচারটি ব্যবহারের জন্য শর্টস ফিচারের ক্যামেরা অপশনে ট্যাপ করতে হবে। এরপর ‘গ্রিন স্ক্রিন’ অপশন নির্বাচন করে ড্রিম স্ক্রিন ফিচার চালু করতে হবে। এখানে বিভিন্ন টেক্সট প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করা যাবে। এর আগে এই ফিচারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরি করা সম্ভব ছিল, কিন্তু এখন পুরো ভিডিও তৈরি করা যাবে।
এই নতুন ফিচার আগামী বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হতে যাচ্ছে। তবে, ফিচারটি ব্যবহারের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের।
ইউটিউবে ভিডিও আপলোডের জন্য নতুন সুবিধা চালু করল গুগল। এখন থেকে কোম্পানিটির ‘ড্রিম স্ক্রিন’ এআই প্রযুক্তি দিয়ে তৈরি ভিডিওগুলো শর্টসে আপলোড করা যাবে। আজ শুক্রবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে গুগল। এই ফিচারের মাধ্যমে আরও আকর্ষণীয়ভাবে গল্প বলতে পারবেন ক্রিয়েটররা। এভাবে এআই দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে আরও আয়ের সুযোগ সৃষ্টি করবে টেক জায়ান্টটি।
গুগলের নতুন টুলটির উল্লেখযোগ্য বিষয় হলো—এটি এখন স্ট্যান্ডঅ্যালোন ভিডিও তৈরি করতে পারে অর্থাৎ, ভিডিও তৈরির জন্য ব্যবহারকারীদের আর অতিরিক্ত ফুটেজের প্রয়োজন হবে না। শুধু নির্দেশনা দিলেই এআই টুলটি ভিডিও তৈরি করে দেবে।
এক ব্লগ পোস্টে গুগল বলছে, ‘আজ থেকে আরও একটি বড় আপগ্রেড পাচ্ছে ড্রিম স্ক্রিন। এটি গুগল ডিপমাইন্ডের নতুন ভিডিও জেনারেশন মডেল, ভিও ২-এর মাধ্যমে সম্ভব হবে। এই মডেল ড্রিম স্ক্রিনকে আরও শক্তিশালী করেছে। এ ছাড়া আরও একটি নতুন ফিচার চালু করতে যাচ্ছি, যা ব্যবহারকারীদের স্ট্যান্ডঅ্যালোন ভিডিও ক্লিপ তৈরি করতে সাহায্য করবে, যা তারা শর্টসে যুক্ত করতে পারবেন। উল্লেখ্য, শর্টস হলো ইনস্টাগ্রাম রিলসের মতো একটি ফিচার।
গুগল আরও বলেছে, কোনো ভিডিও ফুটেজ না থাকলেও সমস্যা নেই। কোনো কল্পনা বাস্তবে রূপ দিতে চাইলে শুধু একটি টেক্সট প্রম্পট ব্যবহার করে ভিডিও ক্লিপ তৈরি করা যাবে। এসব ভিডিও ক্রিয়েটরের কাহিনির সঙ্গে মানানসই হবে। এছাড়া সম্পূর্ণ নতুন একটি জগৎ তৈরিতে সাহায্য করবে এই টুল।
খুব সহজে ব্যবহার করা যাবে এই টুল। ফিচারটি ব্যবহারের জন্য শর্টস ফিচারের ক্যামেরা অপশনে ট্যাপ করতে হবে। এরপর ‘গ্রিন স্ক্রিন’ অপশন নির্বাচন করে ড্রিম স্ক্রিন ফিচার চালু করতে হবে। এখানে বিভিন্ন টেক্সট প্রম্পট দিয়ে ভিডিও তৈরি করা যাবে। এর আগে এই ফিচারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড তৈরি করা সম্ভব ছিল, কিন্তু এখন পুরো ভিডিও তৈরি করা যাবে।
এই নতুন ফিচার আগামী বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চালু হতে যাচ্ছে। তবে, ফিচারটি ব্যবহারের জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে যুক্তরাজ্যের ব্যবহারকারীদের।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল ১৯ অক্টোবর থেকে যদি কোনো সংবাদপত্র (অনলাইন ভার্সনসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারিত হয় তবে বিনা নোটিশে সেই সাইট ব্লক করে দেওয়া হবে।
২ দিন আগেপ্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
৪ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ দিন আগে