প্রযুক্তি ডেস্ক
দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৪— এর পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি আনে গুগল। তবে সব ফোনে ইনস্টল করা যাবে না এই বেটা সংস্করণ। নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু মডেলে চলবে এটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ১৪- এর বেটা সংস্করণ যেসব ফোনে ব্যবহার করা যাবে, সেগুলো হলো পিক্সেল ৪এ (ফাইভজি), পিক্সেল ৫, পিক্সেল৫এ, পিক্সেল৬, পিক্সেল৬প্রো, পিক্সেল৬এ, পিক্সেল৭, পিক্সেল৭ প্রো, পিক্সেল৭এ, পিক্সেল ফোল্ড, ভিভো এক্স৯০প্রো, ভিভো আইকিউওও১১, নাথিং ফোন, অপো ফাইন্ড এন২, অপো ফাইন্ড এন২ ফ্লিপ, ওয়ান প্লাস ১১, টেকনো ক্যামন ২০ সিরিজ, রিয়েলমি জিটি ২ প্রো, শাওমি ১৩, শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি।
গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৪- এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করে গুগল। নতুন এই সংস্করণে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হলো প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলার সুবিধা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমস এর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করে রাখা অ্যাপসের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব অ্যাপ মুছে ফেলা বা আনইনস্টল করা সম্ভব হয় না। তবে অ্যান্ড্রয়েড ১৪-এ ‘অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ নামের একটি গোপন মেন্যুর মাধ্যমে এই সমস্যাটি সমাধানের সুবিধা আনা হচ্ছে। তবে ভবিষ্যতে সরাসরি এই মেন্যুটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গুগল জানায়, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে স্মার্টফোনে আগে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকে। মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল থাকা সব অ্যাপ থাকার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।
দুটি ডেভেলপার প্রিভিউ সংস্করণের পর সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৪— এর পরিকল্পিত চারটি সর্বজনীন বেটা সংস্করণের প্রথমটি আনে গুগল। তবে সব ফোনে ইনস্টল করা যাবে না এই বেটা সংস্করণ। নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু মডেলে চলবে এটি।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ১৪- এর বেটা সংস্করণ যেসব ফোনে ব্যবহার করা যাবে, সেগুলো হলো পিক্সেল ৪এ (ফাইভজি), পিক্সেল ৫, পিক্সেল৫এ, পিক্সেল৬, পিক্সেল৬প্রো, পিক্সেল৬এ, পিক্সেল৭, পিক্সেল৭ প্রো, পিক্সেল৭এ, পিক্সেল ফোল্ড, ভিভো এক্স৯০প্রো, ভিভো আইকিউওও১১, নাথিং ফোন, অপো ফাইন্ড এন২, অপো ফাইন্ড এন২ ফ্লিপ, ওয়ান প্লাস ১১, টেকনো ক্যামন ২০ সিরিজ, রিয়েলমি জিটি ২ প্রো, শাওমি ১৩, শাওমি ১৩ প্রো ও শাওমি ১২টি।
গত ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৪- এর প্রথম ডেভেলপার প্রিভিউ চালু করে গুগল। নতুন এই সংস্করণে থাকা বিভিন্ন সুবিধার মধ্যে অন্যতম একটি হলো প্রি-ইনস্টলড অ্যাপ মুছে ফেলার সুবিধা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকটাইমস এর প্রতিবেদন অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে আগে থেকে ইনস্টল করে রাখা অ্যাপসের অধিকাংশই অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এসব অ্যাপের কিছু আনইনস্টল করা গেলেও সব অ্যাপ মুছে ফেলা বা আনইনস্টল করা সম্ভব হয় না। তবে অ্যান্ড্রয়েড ১৪-এ ‘অ্যাপস ইনস্টলড ইন দ্য ব্যাকগ্রাউন্ড’ নামের একটি গোপন মেন্যুর মাধ্যমে এই সমস্যাটি সমাধানের সুবিধা আনা হচ্ছে। তবে ভবিষ্যতে সরাসরি এই মেন্যুটি পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
গুগল জানায়, ডিভাইস উৎপাদনকারী ও তাদের সহযোগীদের কারণে স্মার্টফোনে আগে থেকে বিভিন্ন অ্যাপ ইনস্টল করা থাকে। মোবাইল ফোনে আগে থেকে ইনস্টল থাকা সব অ্যাপ থাকার প্রয়োজন নেই। ব্যবহারকারী চাইলে সেগুলো ডিলিট বা আনইনস্টল করতে পারবেন।
ইউটিউব এখন শুধু বিনোদন নয়; তথ্য, শিক্ষা ও আয়ের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এখানে হাজার হাজার নতুন ভিডিও প্রকাশিত হচ্ছে। এই প্রতিযোগিতার ভিড়ে একজন কনটেন্ট ক্রিয়েটরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ দর্শকদের দৃষ্টি আকর্ষণ করা। আর সেই দৃষ্টি আকর্ষণের প্রথম ধাপ হলো, একটি আকর্ষণীয় ও কার্যকর টাইটেল।
৯ মিনিট আগেচ্যাটজিপিটি বা অন্যান্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই অ্যাপে) থেরাপি বা মানসিক সহায়তা নেওয়ার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক হওয়া উচিত। কারণ, এখনো এই প্রযুক্তিতে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করার উপযুক্ত আইনি কাঠামো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান।
১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সাবেক নৌবাহিনী কর্মকর্তাদের প্রতিষ্ঠিত স্টার্টআপ স্পিয়ার এআই প্রথমবারের মতো বাইরের কোনো উৎস থেকে বিনিয়োগ পেয়েছে। কোম্পানিটি সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে সংগৃহীত জটিল ডেটা বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে থাকে।
১৮ ঘণ্টা আগেবিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল তাদের ইতিহাসের অন্যতম বড় পুনর্গঠনের পথে হাঁটছে। মার্কিন এই কোম্পানি ২০২৫ সালের মধ্যে প্রায় ২৪ হাজার কর্মী ছাঁটাই করবে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি। খরচ কমাতে এবং কোম্পানিটিকে লাভজনক করতে নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিপ-বু টান এর নেতৃত্বে...
১৮ ঘণ্টা আগে