ভিডিও দেখার অভিজ্ঞতাকে উপভোগ্য করে তোলার জন্য প্রায় বিভিন্ন ফিচার রয়েছে ইউটিউবে। তবে প্ল্যাটফর্মটির মাধ্যমে বিভিন্ন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যায়। এসব ভুয়া তথ্য ঠেকাতে ‘ভিউয়ারস নোটস’ ফিচার নিয়ে আসছে ইউটিউব। এটি এক্স প্ল্যাটফর্মের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো কাজ করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯ টুফাইভগুগল বলছে, পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখার জন্য ইউটিউব ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছে। এর মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দূর করবে ইউটিউব।
কোনো ভিডিও ‘ভুয়া বা বিভ্রান্তিকর’ বলে মনে হলে ইউটিউব ভিডিওর নিচে একটি নোট লেখা যাবে। ভিডিওটি কেন বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে তার কারণও ব্যাখ্যা করা যাবে এই নোটে। ভিডিওর কোনো অংশে ভুয়া তথ্য আছে তার সময় বা টাইমস্ট্যাম্পও উল্লেখ করা যাবে। নোটটি ভিডিওর নিচে দেখানো হবে কিনা তার সিদ্ধান্ত দিতে পারবে ইউটিউব কমিউনিটির অন্যান্য সদস্যরা।
চলতি বছরের জুনে ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে ইউটিউব। আর নির্দিষ্ট ব্যবহারকারীদের কাছে ফিচারটি উন্মোচন করেছে। তবে ফিচারটি এখন আরও বেশ কিছু ব্যবহারকারীর সামনে নিয়ে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ফিচারটি শুধু স্মার্টফোন ও ট্যাবলেটে অ্যাপে কাজ করবে।
পরীক্ষা–নিরীক্ষার পর ফিচারটি ইউটিউবের অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করা হবে।
এসব নোটে তথ্যের উৎস উল্লেখ করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ইউটিউব। আর নোটগুলো লেখার ভাষা যেন সহজবোধ্য হয় তা খেয়াল রাখতে হবে।
বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে ফিচারটি ‘সহায়ক’ হলেই কেবল চূড়ান্তভাবে ইউটিউবে এটি যুক্ত করা হবে। এ ছাড়া নোটটি প্রকাশ হলে ইউটিউব ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন পাঠাবে।
ফিচারটি কীভাবে কাজ করে, নোটগুলো কীভাবে লিখতে হবে, নোটটি প্রকাশের পর কী হবে–এই ধরনের বিস্তারিত তথ্য ইউটিউবের ‘সাপোর্ট পেজে’ তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
ভিডিও দেখার অভিজ্ঞতাকে উপভোগ্য করে তোলার জন্য প্রায় বিভিন্ন ফিচার রয়েছে ইউটিউবে। তবে প্ল্যাটফর্মটির মাধ্যমে বিভিন্ন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যায়। এসব ভুয়া তথ্য ঠেকাতে ‘ভিউয়ারস নোটস’ ফিচার নিয়ে আসছে ইউটিউব। এটি এক্স প্ল্যাটফর্মের (সাবেক টুইটার) ‘কমিউনিটি নোটস’ ফিচারের মতো কাজ করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ৯ টুফাইভগুগল বলছে, পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখার জন্য ইউটিউব ব্যবহারকারীদের ইমেইল পাঠাচ্ছে। এর মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দূর করবে ইউটিউব।
কোনো ভিডিও ‘ভুয়া বা বিভ্রান্তিকর’ বলে মনে হলে ইউটিউব ভিডিওর নিচে একটি নোট লেখা যাবে। ভিডিওটি কেন বিভ্রান্তিকর বলে মনে হচ্ছে তার কারণও ব্যাখ্যা করা যাবে এই নোটে। ভিডিওর কোনো অংশে ভুয়া তথ্য আছে তার সময় বা টাইমস্ট্যাম্পও উল্লেখ করা যাবে। নোটটি ভিডিওর নিচে দেখানো হবে কিনা তার সিদ্ধান্ত দিতে পারবে ইউটিউব কমিউনিটির অন্যান্য সদস্যরা।
চলতি বছরের জুনে ফিচারটি নিয়ে পরীক্ষা–নিরীক্ষা শুরু করেছে ইউটিউব। আর নির্দিষ্ট ব্যবহারকারীদের কাছে ফিচারটি উন্মোচন করেছে। তবে ফিচারটি এখন আরও বেশ কিছু ব্যবহারকারীর সামনে নিয়ে আসা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ফিচারটি শুধু স্মার্টফোন ও ট্যাবলেটে অ্যাপে কাজ করবে।
পরীক্ষা–নিরীক্ষার পর ফিচারটি ইউটিউবের অন্যান্য প্ল্যাটফর্মেও যুক্ত করা হবে।
এসব নোটে তথ্যের উৎস উল্লেখ করার জন্য ব্যবহারকারীদের পরামর্শ দিয়েছে ইউটিউব। আর নোটগুলো লেখার ভাষা যেন সহজবোধ্য হয় তা খেয়াল রাখতে হবে।
বেশি সংখ্যক ব্যবহারকারীর কাছে ফিচারটি ‘সহায়ক’ হলেই কেবল চূড়ান্তভাবে ইউটিউবে এটি যুক্ত করা হবে। এ ছাড়া নোটটি প্রকাশ হলে ইউটিউব ব্যবহারকারীর কাছে একটি নোটিফিকেশন পাঠাবে।
ফিচারটি কীভাবে কাজ করে, নোটগুলো কীভাবে লিখতে হবে, নোটটি প্রকাশের পর কী হবে–এই ধরনের বিস্তারিত তথ্য ইউটিউবের ‘সাপোর্ট পেজে’ তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্র: স্যাম মোবাইল
বিশ্বজুড়েই ম্যারাথনে মানুষই দৌড়ায়। তবে চীনে দেখা গেল ভিন্ন দৃশ্য। সেখানে হাফ ম্যারাথনে দৌড়াল রোবট। একটি কিংবা দুটি নয়, ২০টি রোবট দৌড়াল সেই ম্যারাথনে।
৭ ঘণ্টা আগেবর্তমান ডিজিটাল যুগে ব্যবসার প্রসারে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যে অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম ফেসবুক, যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ সক্রিয় থাকেন। ব্যবসাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে ও পণ্য বা সেবার ব্যাপারে বিশ্বাস তৈরি করতে ফেসবুক বিজনেস পেজ তৈরি করা
১৭ ঘণ্টা আগেআগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
১৭ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১৭ ঘণ্টা আগে