Ajker Patrika

গুগল ক্রোমে চালু হলো পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’ ফিচার

প্রযুক্তি ডেস্ক
গুগল ক্রোমে চালু হলো পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’ ফিচার

ক্রোম ব্রাউজারে ‘পাসকি’ ফিচার চালু করেছে গুগল। এই ফিচারের ফলে ব্যবহারকারীকে আর পাসওয়ার্ড টাইপ করে লগইন করতে হবে না এই ব্রাউজার থেকে। অক্টোবর মাস থেকে টানা কয়েক সপ্তাহ নতুন ফিচারটি নিয়ে পরীক্ষা চালিয়েছে গুগল। এরপর চলতি সপ্তাহে ক্রোম ওএসের স্টেবল ভার্সনেও পাসওয়ার্ডবিহীন নিরাপদ লগইন প্রক্রিয়াটি কার্যকর করেছে তারা।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভার্জ এর এক প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফট এর উইন্ডোজ ১১, অ্যাপলের ম্যাকওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ডিভাইস গুলোতে কাজ করবে নতুন ফিচারটি। অ্যান্ড্রয়েড বা অন্যান্য ডিভাইস থেকে পাসকি যুক্ত করার সুযোগও রেখেছে গুগল। তাদের নিজস্ব পাসওয়ার্ড ম্যানেজার ছাড়াও ‘ওয়ান পাসওয়ার্ড’ অথবা ‘ড্যাশলেইন’-এর মতো তৃতীয় পক্ষের পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ্লিকেশনের মাধ্যমেও পাসকি যুক্তের কাজটি করতে পারবেন ব্যবহারকারী। 

‘ইউনিক আইডেনটিটি কি’ হিসেবে ডিভাইসে সংরক্ষণ করতে হয় পাসকি। পাসওয়ার্ড ফাঁস হওয়ার বা হ্যাক হওয়ার শঙ্কা না থাকায় ‘পাসকি’ ফিচার ব্যবহার তুলনামূলক নিরাপদ। অ্যাপল, গুগল ও মাইক্রোসফটের মত টেক জায়ান্টরাও এ প্রযুক্তি সর্বজনীন ফিচার হিসেবে প্রচলনের চেষ্টা করছে। এতে করে অদূর ভবিষ্যতে ডিভাইস ও প্ল্যাটফর্ম নির্বিশেষে ‘পাসকি’ ফিচার থাকবে বলে আশা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত