অনলাইন ডেস্ক
চলতি বছরে আরেকটি বড় পদক্ষেপ নিল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। কয়েক দিন আগে ও৩ মিনি মডেল প্রকাশের পর গত রোববার রাতে নতুন একটি ফিচার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ফিচারটি নাম হলো ‘ডিপ রিসার্চ’। এই নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি এখন হাজারো ওয়েবসাইট এবং অনলাইন উৎস থেকে তথ্য সংগ্রহ করে গবেষণামূলক বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি করে দেবে। পেশাদার গবেষক দলের কাজের সমতুল্য হবে এসব প্রতিবেদন।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু টেক্সটভিত্তিক প্রশ্নই করতে পারবেন না, তাঁরা পিডিএফ বা স্প্রেডশিট ফাইলও আপলোড করতে পারবেন। তারপর, এই তথ্য বিশ্লেষণে ৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত সময় নিবে চ্যাটজিপিটি এবং একটি সাইড প্যানেলে তার কাজের অগ্রগতি ও উৎস সম্পর্কে ব্যবহারকারীকে অবহিত করবে। ওপেনএআই দাবি করে জানায়, ফিচারটি এমন কাজ সম্পন্ন করে যা একজন মানুষ সম্পাদনে বহু ঘণ্টা সময় নেবে, কিন্তু এটি কেবল কয়েক মিনিটেই তা করে ফেলে।
ওপেনএআইর প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো—একটি মডেল তৈরি করা যা নিজে থেকে নতুন জ্ঞান আবিষ্কার করতে সক্ষম হবে। এটি আমাদের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) রোডম্যাপের একটি মূল উপাদান।’
তবে, এই ফিচারের কিছু সীমাবদ্ধতা এখনো রয়েছে। চ্যাটজিপিটি গভীর গবেষণা করার সময় কখনো কখনো ভুল তথ্য বা অদ্ভুত সিদ্ধান্ত নিতে পারে। তবে বাজারে থাকা অন্যান্য মডেলগুলোর তুলনায় চ্যাটজিপিটিতে এই ধরনের ভুল কম হয়। এ ছাড়া, কখনো কখনো তা প্রামাণিক তথ্য এবং গুজবের মধ্যে পার্থক্য করতে পারবে না, এবং কিছু ফরম্যাটিং ত্রুটি থাকতে পারে। তবে ওপেনএআই আশা করছে যে, আরও ব্যবহার এবং সময়ের সঙ্গে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
গুগলের অ্যাডভান্সড স্যুটের সঙ্গে ডিপ রিসার্চ ফিচারের কিছু মিল রয়েছে। তবে, একটি বড় পার্থক্য হল গুগল এর এই ফিচারটির জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হয়। অপরদিকে ওপেনএআইয়ের এই ফিচার ব্যবহারের জন্য প্রতি মাসে ২০০ ডলার দামের প্রো প্ল্যানে সাবস্ক্রিপশনের প্রয়োজন।
ওপেনএআই আরও জানায়, বর্তমানে এই ফিচারটি চ্যাটজিপিটিতে কম্পিউটেশনের জন্য অত্যন্ত ভারী, এ জন্য প্রো ব্যবহারকারীদের জন্য ১০০টি প্রশ্নের সীমা আরোপ করা হয়েছে।
তবে, ভবিষ্যতে আরও সাশ্রয়ী মডেল নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য কম খরচে সীমা বৃদ্ধি করা সম্ভব হবে।
ডিপ রিসার্চ ফিচারটি এখনো ইউরোপের দেশগুলোর জন্য চালু হয়নি। বিশেষ করে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত দেশগুলোতে এটি চালু হয়নি। ওপেনএআই জানিয়েছে, আগামী মাসে প্লাস ব্যবহারকারীদের জন্য এই টুলটি পরীক্ষামূলকভাবে চালু হবে, তবে এর আগে নিরাপত্তাবিষয়ক পরীক্ষা–নিরীক্ষা পরিচালনা করা হবে।
তথ্যসূত্র: এনগেজেট
চলতি বছরে আরেকটি বড় পদক্ষেপ নিল চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই। কয়েক দিন আগে ও৩ মিনি মডেল প্রকাশের পর গত রোববার রাতে নতুন একটি ফিচার উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। ফিচারটি নাম হলো ‘ডিপ রিসার্চ’। এই নতুন ফিচারের মাধ্যমে চ্যাটজিপিটি এখন হাজারো ওয়েবসাইট এবং অনলাইন উৎস থেকে তথ্য সংগ্রহ করে গবেষণামূলক বিশ্লেষণ ও প্রতিবেদন তৈরি করে দেবে। পেশাদার গবেষক দলের কাজের সমতুল্য হবে এসব প্রতিবেদন।
এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা শুধু টেক্সটভিত্তিক প্রশ্নই করতে পারবেন না, তাঁরা পিডিএফ বা স্প্রেডশিট ফাইলও আপলোড করতে পারবেন। তারপর, এই তথ্য বিশ্লেষণে ৫ থেকে ৩০ মিনিট পর্যন্ত সময় নিবে চ্যাটজিপিটি এবং একটি সাইড প্যানেলে তার কাজের অগ্রগতি ও উৎস সম্পর্কে ব্যবহারকারীকে অবহিত করবে। ওপেনএআই দাবি করে জানায়, ফিচারটি এমন কাজ সম্পন্ন করে যা একজন মানুষ সম্পাদনে বহু ঘণ্টা সময় নেবে, কিন্তু এটি কেবল কয়েক মিনিটেই তা করে ফেলে।
ওপেনএআইর প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন বলেন, ‘আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো—একটি মডেল তৈরি করা যা নিজে থেকে নতুন জ্ঞান আবিষ্কার করতে সক্ষম হবে। এটি আমাদের কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) রোডম্যাপের একটি মূল উপাদান।’
তবে, এই ফিচারের কিছু সীমাবদ্ধতা এখনো রয়েছে। চ্যাটজিপিটি গভীর গবেষণা করার সময় কখনো কখনো ভুল তথ্য বা অদ্ভুত সিদ্ধান্ত নিতে পারে। তবে বাজারে থাকা অন্যান্য মডেলগুলোর তুলনায় চ্যাটজিপিটিতে এই ধরনের ভুল কম হয়। এ ছাড়া, কখনো কখনো তা প্রামাণিক তথ্য এবং গুজবের মধ্যে পার্থক্য করতে পারবে না, এবং কিছু ফরম্যাটিং ত্রুটি থাকতে পারে। তবে ওপেনএআই আশা করছে যে, আরও ব্যবহার এবং সময়ের সঙ্গে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব হবে।
গুগলের অ্যাডভান্সড স্যুটের সঙ্গে ডিপ রিসার্চ ফিচারের কিছু মিল রয়েছে। তবে, একটি বড় পার্থক্য হল গুগল এর এই ফিচারটির জন্য ব্যবহারকারীদের প্রতি মাসে ২০ ডলার খরচ করতে হয়। অপরদিকে ওপেনএআইয়ের এই ফিচার ব্যবহারের জন্য প্রতি মাসে ২০০ ডলার দামের প্রো প্ল্যানে সাবস্ক্রিপশনের প্রয়োজন।
ওপেনএআই আরও জানায়, বর্তমানে এই ফিচারটি চ্যাটজিপিটিতে কম্পিউটেশনের জন্য অত্যন্ত ভারী, এ জন্য প্রো ব্যবহারকারীদের জন্য ১০০টি প্রশ্নের সীমা আরোপ করা হয়েছে।
তবে, ভবিষ্যতে আরও সাশ্রয়ী মডেল নিয়ে আসার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীদের জন্য কম খরচে সীমা বৃদ্ধি করা সম্ভব হবে।
ডিপ রিসার্চ ফিচারটি এখনো ইউরোপের দেশগুলোর জন্য চালু হয়নি। বিশেষ করে যুক্তরাজ্য, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত দেশগুলোতে এটি চালু হয়নি। ওপেনএআই জানিয়েছে, আগামী মাসে প্লাস ব্যবহারকারীদের জন্য এই টুলটি পরীক্ষামূলকভাবে চালু হবে, তবে এর আগে নিরাপত্তাবিষয়ক পরীক্ষা–নিরীক্ষা পরিচালনা করা হবে।
তথ্যসূত্র: এনগেজেট
ব্যাংকারদের জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের প্রক্রিয়া শুরু করছে আন্তর্জাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান শ্যাস। এআই ‘কর্মী’ তৈরির দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে প্রতিষ্ঠানটি প্রায় ১০ হাজার কর্মীকে ‘জিএস এআই অ্যাসিস্ট্যান্ট’ নামের এআই টুল ব্যবহার করতে দিয়েছে। সিএনবিসির প্রতিবেদনে এসব ত
৩ ঘণ্টা আগেদৈনন্দিন জীবনের বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলগুলোর ব্যবহার এখন অত্যন্ত সাধারণ বিষয় হয়ে উঠেছে। কনটেন্ট তৈরি থেকে শুরু করে সিভি, কভার লেটার এবং চাকরির আবেদন সম্পর্কিত বিভিন্ন ডকুমেন্ট তৈরি করতে সাহায্য করছে এআই। এবার চাকরির আবেদন ক্ষেত্রে এআই ব্যবহারে আরও একধাপ এগিয়ে গেছেন এক তরুণ...
৫ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়ে সম্প্রতি একটি নতুন আইন প্রণয়ন করেছে যুক্তরাজ্য সরকার। এই আইন অনুসারে, এআই টুল ব্যবহার করে শিশু যৌন নিপীড়নে ছবি তৈরি করাকে অপরাধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইন প্রণয়নের ক্ষেত্রে এটি বিশ্বের প্রথম দেশ।
৬ ঘণ্টা আগেইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাইবার অপরাধীরা বিশ্বাসযোগ্য কলার আইডি ব্যবহার করে নিজেকে গুগল সাপোর্টের সদস্য হিসেবে পরিচয় দিচ্ছে। এ ক্ষেত্রে তারা প্রথমে জিমেইল ব্যবহারকারী জানায় যে, তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং তারা সেটি পুনরুদ্ধার করতে সহায়তা করছে।
২০ ঘণ্টা আগে