Ajker Patrika

জিপিটি স্টোর চালুর সময় পেছাল ওপেনএআই

অনলাইন ডেস্ক
Thumbnail image

জিপিটি স্টোর চালুর সময় পিছিয়ে দিয়েছে চ্যাটজিপিটি প্রস্তুতকারক কোম্পানি ওপেনএআই। এক মেমোর বরাত দিয়ে সংবাদ সংস্থা রয়টার্স বলেছে, ২০২৪ সালের আগে এ স্টোর বাজারে ছাড়া হবে না। 

ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টমানের বরখাস্ত ও পুর্নবহালের এবং কর্মীদের পদত্যাগের হুমকির নাটকীয় ঘটনার জন্য এই বিলম্ব হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। 

নভেম্বরের প্রথম ডেভেলপার কনফারেন্সে ওপেনএআই কাস্টম জিপিটি ও স্টোর উন্মোচন করে। গত মাসেই এটি বাজারে ছাড়ার কথা ছিল। 

মেমোতে বলা হয়, কোম্পানিটি গ্রাহকদের প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করে জিপিটির আরও ‘উন্নতিসাধন’ করবে। 

নতুন জিপিটিগুলো এআই অ্যাস্টিটেন্টের প্রাথমিক সংষ্করণ। এটি প্লেনের টিকিট কাটার মত দৈনন্দিন কাজে মানুষকে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কাস্টম জিপিটি তৈরি করে গ্রাহকেরা তা শেয়ার করতে পারবে ও জিপিটি ব্যবহারের ওপর নির্ভর করে তা থেকে আয়ও করা যাবে। 

নভেম্বরের ডেভেলপার কনফারেন্সে জিপিটি–৪ টার্বো উন্মোচন করা হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা কাস্টম চ্যাটবট তৈরি করতে সক্ষম হবে। বিভিন্ন কোম্পানি ও ব্যবসায়ীদের চ্যাটজিপটিতে নিজস্ব ডেটা আপলোড করার সুযোগ দেওয়া হবে। এর মাধ্যমে চ্যাটবটকে নিজস্ব চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ ও কাস্টমাইজও করা যাবে। গ্রাহকরা অনেক জায়গায় ব্যক্তিকৃত এআই চ্যাটবট দেখতে পাবে। এর মধ্যে আছে গ্রাহকদের নিয়মিত ব্যবহৃত অ্যাপ ও ওয়েবসাইট। 

কোম্পানি জিপিটি–৪ টার্বো সম্পর্কে বলেছিল, যে কেউ সহজেই নিজস্ব জিপিটি তৈরি করতে পারবে। এর জন্য কোডিংয়ের প্রয়োজন নেই। নিজের ব্যবহারের জন্য বা কোম্পানির অভ্যন্তরে বা সবার ব্যবহারের জন্য তৈরি করা যাবে। কথোপকথন শুরুর মতোই এটি তৈরিও সহজ, শুধু নির্দেশনা ও একটু বাড়তি জ্ঞান দিতে হবে। ওয়েব সার্চ, ছবি তৈরি করা বা ডেটা বিশ্লেষণ যেমনভাবে করে, তেমনি ব্যক্তিকৃত জিপিটি তৈরির কাজও করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত