প্রযুক্তি ডেস্ক, ঢাকা
অটোমোবাইল ব্র্যান্ড ইয়ামাহা ভারতের বাজারে নতুন হাইব্রিড স্কুটার এনেছে। এটির মডেল হচ্ছে ফ্যাসিনো ১২৫ এফআই। জানা গেছে, এই হাইব্রিড স্কুটারের ইঞ্জিন কোনও শব্দ ছাড়াই চালু হতে পারে। ভারতে এর ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম ৭০ হাজার রুপি। আর ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের দাম ৭৬ হাজার ৫৩০ রুপি।
ইয়ামাহা জানিয়েছে, এই স্কুটারের সর্বশেষ ভার্সনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন এই স্কুটারে লুকেও এসেছে পরিবর্তন। পাশপাশি স্কুটারের রং-এর ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া, নতুন আপডেট ভার্সনে দেওয়া হয়েছে খুব ভালো একটি ইঞ্জিন।
এই স্কুটারে রয়েছে একটি স্মার্ট মোটর জেনারেটর (এসএমজি) সিস্টেম। এই সিস্টেমটি একটি ইলেকট্রিক মোটর হিসাবে কাজ করতে পারে।
জানা গেছে, ব্লুটুথ কানেকশনসহ কানেক্ট এক্স অ্যাপের মাধ্যমে স্কুটারের নানান তথ্য পাওয়া যাবে মোবাইল ফোনেই।
মেটালিক ব্ল্যাক, ডার্ক ম্যাট ব্লু, সুভে কপার, কুল ব্লু মেটালিক, রেড স্পেশাল, ডার্ক ম্যাট ব্লু, সুভে কপার, ইয়েলো ককটেল, ম্যাট ব্ল্যাক স্পেশাল, কুল ব্লু মেটালিক, সায়ান ব্লু, ভার্ভিড রেড, ইয়েলো ককটেলসহ একাধিক রং-এ এই স্কুটারটি পাওয়া যাচ্ছে। শিগগিরই বাংলাদেশের বাজারে স্কুটারটি আসবে।
অটোমোবাইল ব্র্যান্ড ইয়ামাহা ভারতের বাজারে নতুন হাইব্রিড স্কুটার এনেছে। এটির মডেল হচ্ছে ফ্যাসিনো ১২৫ এফআই। জানা গেছে, এই হাইব্রিড স্কুটারের ইঞ্জিন কোনও শব্দ ছাড়াই চালু হতে পারে। ভারতে এর ড্রাম ব্রেক ভেরিয়েন্টের দাম ৭০ হাজার রুপি। আর ডিস্ক ব্রেক ভেরিয়েন্টের দাম ৭৬ হাজার ৫৩০ রুপি।
ইয়ামাহা জানিয়েছে, এই স্কুটারের সর্বশেষ ভার্সনে একাধিক পরিবর্তন আনা হয়েছে। নতুন এই স্কুটারে লুকেও এসেছে পরিবর্তন। পাশপাশি স্কুটারের রং-এর ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। এছাড়া, নতুন আপডেট ভার্সনে দেওয়া হয়েছে খুব ভালো একটি ইঞ্জিন।
এই স্কুটারে রয়েছে একটি স্মার্ট মোটর জেনারেটর (এসএমজি) সিস্টেম। এই সিস্টেমটি একটি ইলেকট্রিক মোটর হিসাবে কাজ করতে পারে।
জানা গেছে, ব্লুটুথ কানেকশনসহ কানেক্ট এক্স অ্যাপের মাধ্যমে স্কুটারের নানান তথ্য পাওয়া যাবে মোবাইল ফোনেই।
মেটালিক ব্ল্যাক, ডার্ক ম্যাট ব্লু, সুভে কপার, কুল ব্লু মেটালিক, রেড স্পেশাল, ডার্ক ম্যাট ব্লু, সুভে কপার, ইয়েলো ককটেল, ম্যাট ব্ল্যাক স্পেশাল, কুল ব্লু মেটালিক, সায়ান ব্লু, ভার্ভিড রেড, ইয়েলো ককটেলসহ একাধিক রং-এ এই স্কুটারটি পাওয়া যাচ্ছে। শিগগিরই বাংলাদেশের বাজারে স্কুটারটি আসবে।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার সব অপারেটরকে এই নির্দেশনা দেয়।
১১ ঘণ্টা আগেমহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১ দিন আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১ দিন আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগে