Ajker Patrika

অ্যাপল-আমাজনকে টেক্কা দিতে মাঠে স্পটিফাই 

প্রযুক্তি ডেস্ক
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৫: ১৫
অ্যাপল-আমাজনকে টেক্কা দিতে মাঠে স্পটিফাই 

অ্যাপল ও আমাজনের মিউজিক প্ল্যাটফর্মকে টেক্কা দিতে জোরেশোরে মাঠে নেমেছে স্পটিফাই। এবার গ্রাহকদের আকৃষ্ট করতে ‘নেটফ্লিক্স হাব’ চালু করেছে এই জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে স্পটিফাই জানিয়েছে, এই নতুন মিউজিক হাবের মাধ্যমে শ্রোতারা খুব সহজেই নেটফ্লিক্সের বিভিন্ন টিভি শো, সিনেমার সাউন্ডট্র্যাক ও পডকাস্ট উপভোগ করতে পারবেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক ব্লগপোস্টে নেটফ্লিক্স হাবকে একটি ‘ফিচার’ হিসেবে উল্লেখ করেছে স্পটিফাই। এই সুইডিশ কোম্পানি বলছে, প্রিমিয়াম ছাড়াও শ্রোতারা বিনা মূল্যেই মানি হেইস্ট ও ব্রিজারটনের মতো টিভি শোগুলোর অফিশিয়াল সাউন্ডট্র্যাক উপভোগ করতে পারবেন এখানে। শুধু তাই নয়, ‘ওকে’, ‘নেটফ্লিক্স ইজ আ ডেইলি জোক’ ও ‘দ্য ক্রাউন’-এর মতো পডকাস্টগুলো এতে পাওয়া যাবে। 

রয়টার্স বলছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এই মিউজিক প্ল্যাটফর্মের প্রিমিয়াম গ্রাহকের সংখ্যা উল্লেখজনক হারে বেড়েছে। করোনা মহামারিতে স্পটিফাই বেশ লাভবান হয়েছে। এ সময় মানুষের বিনোদনের বেশ বড় এক মাধ্যম হয়ে উঠেছিল স্পটিফাইয়ের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো। ধারণা করা হচ্ছে, অ্যাপল ও আমাজনের মিউজিক প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতেই তাদের এই নতুন সংস্করণ। 

আপাতত যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য ও ভারতের গ্রাহকেরা এই নতুন ফিচারের সুবিধা পাবেন বলে জানিয়েছে স্পটিফাই। এর আগে ২০১৯ সালের শুরুতে ডিজনির সহযোগিতায় স্পটিফাই চালু করেছিল ডিজনি হাব।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত