কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর ও বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
নতুন এসব লেন্সের মধ্যে কিছু অত্যন্ত আকর্ষণীয় ও মজার ইফেক্ট দেখা যাবে। যেমন: একটি লেন্স ব্যবহারকারীর কাঁধে একটি ভার্চুয়াল শিয়াল বসিয়ে দেবে, আরেকটি লেন্সে স্ক্রিনে একাধিক র্যাকুন (একধরনের প্রাণী) দৌড়ে বেড়াবে। আরও একটি লেন্স ব্যবহারকারীদের চারপাশে বসন্তের ফুল ফুটিয়ে তোলার পাশাপাশি একটি স্নিগ্ধ সিনেমাটিক জুম ইফেক্ট দেবে।
এসব ইফেক্ট ব্যবহারের জন্য প্রথমে একটি লেন্স নির্বাচন করতে হবে ব্যবহারকারীদের। এরপর ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে। ভিডিওটি ধারণের পর স্ন্যাপচ্যাট এআই ব্যবহার করে কনটেক্সট-অ্যাওয়ার অ্যানিমেশন তৈরি হবে, যা নির্বাচিত ইফেক্টের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। পরিশেষে, তৈরি করা ভিডিওটি ‘মেমোরিজ’-এ সেভ হয়ে যাবে। ফলে ভিডিওগুলো শেয়ার করা বা আবার দেখা যাবে।
বর্তমানে এই নতুন ভিডিও লেন্সগুলো শুধু স্ন্যাপচ্যাট প্লাস প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত। এই প্ল্যানে সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ১৫ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। এই প্ল্যানে ব্যবহারকারীদের কোনো বিজ্ঞাপন দেখানো হয় না।
এক ব্লগ পোস্টে স্ন্যাপচ্যাট বলেছে, এই লেন্সগুলো আমাদের নিজস্ব নির্মিত জেনারেটিভ ভিডিও মডেলের মাধ্যমে পরিচালিত। স্ন্যাপচ্যাট আজকের সবচেয়ে আধুনিক এআই টুলগুলোকে পরিচিত লেন্স ফরম্যাটে নিয়ে আসে। আমাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে আমরা প্রথম থেকে অ্যাডভান্সড এআর, এমএল এবং এআই টুলস কমিউনিটির কাছে সরাসরি পৌঁছে দিয়েছি এবং আমরা অপেক্ষা করছি ব্যবহারকারীরা এই নতুন ফিচারগুলো ব্যবহার করে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করবে।
প্রতি সপ্তাহেই নতুন নতুন লেন্স যোগ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীদের অভিজ্ঞতা সব সময় নতুন থাকবে।
স্ন্যাপচ্যাটে এআই প্রযুক্তির উন্নতির ফলে নতুন লেন্সগুলোর পার্সোনালাইজড ফিচার আগের লেন্সগুলোর থেকে অনেকটাই আলাদা। এর আগে স্ন্যাপচ্যাপ এআই টেক্সট-টু-ইমেজ মডেল উন্মোচন করেছিল, যা ভবিষ্যতে আরও নতুন ফিচারের জন্য কাজ করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক নতুন ভিডিও লেন্স নিয়ে আসছে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাপ। নিজস্ব এআই মডেল ব্যবহার করে এসব লেন্স তৈরি করেছে কোম্পানিটি। এটি ব্যবহারকারীদের আরও বিস্ময়কর ও বিনোদনমূলক উপায়ে তাদের ছবি বা ভিডিও শেয়ার করার সুযোগ দেবে।
নতুন এসব লেন্সের মধ্যে কিছু অত্যন্ত আকর্ষণীয় ও মজার ইফেক্ট দেখা যাবে। যেমন: একটি লেন্স ব্যবহারকারীর কাঁধে একটি ভার্চুয়াল শিয়াল বসিয়ে দেবে, আরেকটি লেন্সে স্ক্রিনে একাধিক র্যাকুন (একধরনের প্রাণী) দৌড়ে বেড়াবে। আরও একটি লেন্স ব্যবহারকারীদের চারপাশে বসন্তের ফুল ফুটিয়ে তোলার পাশাপাশি একটি স্নিগ্ধ সিনেমাটিক জুম ইফেক্ট দেবে।
এসব ইফেক্ট ব্যবহারের জন্য প্রথমে একটি লেন্স নির্বাচন করতে হবে ব্যবহারকারীদের। এরপর ফ্রন্ট বা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করতে হবে। ভিডিওটি ধারণের পর স্ন্যাপচ্যাট এআই ব্যবহার করে কনটেক্সট-অ্যাওয়ার অ্যানিমেশন তৈরি হবে, যা নির্বাচিত ইফেক্টের সঙ্গে পুরোপুরি মিলে যাবে। পরিশেষে, তৈরি করা ভিডিওটি ‘মেমোরিজ’-এ সেভ হয়ে যাবে। ফলে ভিডিওগুলো শেয়ার করা বা আবার দেখা যাবে।
বর্তমানে এই নতুন ভিডিও লেন্সগুলো শুধু স্ন্যাপচ্যাট প্লাস প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত। এই প্ল্যানে সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ১৫ দশমিক ৯৯ ডলার খরচ করতে হবে। এই প্ল্যানে ব্যবহারকারীদের কোনো বিজ্ঞাপন দেখানো হয় না।
এক ব্লগ পোস্টে স্ন্যাপচ্যাট বলেছে, এই লেন্সগুলো আমাদের নিজস্ব নির্মিত জেনারেটিভ ভিডিও মডেলের মাধ্যমে পরিচালিত। স্ন্যাপচ্যাট আজকের সবচেয়ে আধুনিক এআই টুলগুলোকে পরিচিত লেন্স ফরম্যাটে নিয়ে আসে। আমাদের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে, যেখানে আমরা প্রথম থেকে অ্যাডভান্সড এআর, এমএল এবং এআই টুলস কমিউনিটির কাছে সরাসরি পৌঁছে দিয়েছি এবং আমরা অপেক্ষা করছি ব্যবহারকারীরা এই নতুন ফিচারগুলো ব্যবহার করে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করবে।
প্রতি সপ্তাহেই নতুন নতুন লেন্স যোগ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে স্ন্যাপচ্যাট। ব্যবহারকারীদের অভিজ্ঞতা সব সময় নতুন থাকবে।
স্ন্যাপচ্যাটে এআই প্রযুক্তির উন্নতির ফলে নতুন লেন্সগুলোর পার্সোনালাইজড ফিচার আগের লেন্সগুলোর থেকে অনেকটাই আলাদা। এর আগে স্ন্যাপচ্যাপ এআই টেক্সট-টু-ইমেজ মডেল উন্মোচন করেছিল, যা ভবিষ্যতে আরও নতুন ফিচারের জন্য কাজ করবে।
ডিজিটাল যুগে যোগাযোগের অন্যতম সহজ ও দ্রুত মাধ্যম হয়ে উঠেছে মেসেঞ্জারের মতো বিভিন্ন মেসেজিং অ্যাপ্লিকেশন। এই অ্যাপের মাধ্যমে মানুষ খুব সহজেই বার্তা আদান-প্রদান করতে পারেন। অনেক সময় বার্তা পাঠানোর পর বানান ভুল, তথ্যগত ত্রুটি বা ভুল বোঝাবুঝির কারণে পাঠানো বার্তাটি সংশোধনের প্রয়োজন হয়। আগে মেসেঞ্জারে
১ ঘণ্টা আগেকাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
১৪ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
১৭ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
১৮ ঘণ্টা আগে