মাহবুব শুভ
বাজারের কোনো এয়ারপডে পানিরোধক সুবিধা নেই বললে চলে। অবশ্য কিছু মডেল ও এয়ারপড কেস আছে, যেগুলো পানি রোধ করতে পারে বটে; কিন্তু দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে সেগুলোও নষ্ট হওয়ার ঝুঁকি আছে। কিছু ডিভাইস আছে, যেগুলোর ভেতরে পানি ঢোকারই সুযোগ নেই, যত সময় কিংবা পানির যত গভীরেই থাকুক না কেন। এসব এয়ারপড সাধারণ ব্যবহারকারীদের নাগালের বাইরে সেগুলোর দামের কারণে। তাই জেনে নেওয়া ভালো, আপনার ব্যবহার করা এয়ারপডটি পানিতে ভিজে গেলে কী করতে পারেন।
পানিতে ভিজে গেলে
সুতি বা মাইক্রো ফাইবারযুক্ত শুকনো কাপড় দিয়ে এয়ারপড মুছে নিন। চাইলে কটন বাডও ব্যবহার করতে পারেন। এরপর শুকানোর জন্য খোলা জায়গায় কমপক্ষে দুই ঘণ্টা রেখে দিন। এ সময়ের মধ্যে এয়ারপড ব্যবহার করা যাবে না। সম্ভব হলে মৃদু হাওয়াযুক্ত ঠান্ডা ও শুকনো জায়গায় পুরো রাত রেখে দিন। চার্জিং কেসে ঢোকানোর আগে এয়ারপড পুরোপুরি শুকিয়েছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করে নিন। না হলে জমে থাকা পানির কারণে কেসের ক্ষতি হতে পারে।
কেস ভিজে গেলে সেখান থেকে এয়ারপড বের করে রাখুন। কেসটি শুকনো কাপড় দিয়ে মুছে কয়েক ঘণ্টা কিংবা সারা রাতের জন্য কেস খোলা জায়গায় রেখে দিন। যে যা-ই বলুক না কেন, শুকানোর জন্য কোনোমতেই চালের বস্তায় এয়ারপড রাখা যাবে না। চালে এমন কিছু নেই যে এটি পানিতে ক্ষতি হওয়া এয়ারপড ঠিক করে দিতে পারবে। বরং এতে ডিভাইসের ছিদ্রগুলোতে চাল আটকে যাওয়ার আশঙ্কা আছে। অতিরিক্ত গরম ও ঠান্ডা জায়গায় এয়ারপড বা তার ভেজা কেস রাখবেন না। দ্রুত শুকাতে রেডিয়েটর কিংবা হেয়ার ড্রায়ার জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। এতে বরং এয়ারপড গরম হয়ে ভেতরের সার্কিটের ক্ষতি হতে পারে।
পানি ছাড়া অন্য কিছু পড়লে
বিভিন্ন ধরনের তরল এয়ারপডের নানা রকম ক্ষতি করতে পারে। লোশন পানিরোধক পর্দা নষ্ট করে দিতে পারে, সোডা আঠালো হয়ে স্পিকারের মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে কফি সাদা প্লাস্টিকে দাগ বসিয়ে দেয়। সমুদ্রের পানি শুকিয়ে গেলে এয়ারপডের গায়ে লবণ এঁটে থাকতে পারে। পানি ছাড়া অন্য কিছু ঢুকলে শুকানোর আগে হালকা ভেজা কাপড় দিয়ে এয়ারপড মুছে ফেলুন। তবে কাপড় থেকে পানি যাতে ভেতরে ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরও ময়লা তরল পদার্থ দূর করতে না পারলে ভিন্ন পদ্ধতি অবলম্বন করুন।
যেহেতু এয়ারপড দীর্ঘ সময় পানিতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই চার্জিং কেস যাতে পুরোপুরি পানিরোধী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: মেক ইউজ অব
বাজারের কোনো এয়ারপডে পানিরোধক সুবিধা নেই বললে চলে। অবশ্য কিছু মডেল ও এয়ারপড কেস আছে, যেগুলো পানি রোধ করতে পারে বটে; কিন্তু দীর্ঘ সময় পানিতে পড়ে থাকলে সেগুলোও নষ্ট হওয়ার ঝুঁকি আছে। কিছু ডিভাইস আছে, যেগুলোর ভেতরে পানি ঢোকারই সুযোগ নেই, যত সময় কিংবা পানির যত গভীরেই থাকুক না কেন। এসব এয়ারপড সাধারণ ব্যবহারকারীদের নাগালের বাইরে সেগুলোর দামের কারণে। তাই জেনে নেওয়া ভালো, আপনার ব্যবহার করা এয়ারপডটি পানিতে ভিজে গেলে কী করতে পারেন।
পানিতে ভিজে গেলে
সুতি বা মাইক্রো ফাইবারযুক্ত শুকনো কাপড় দিয়ে এয়ারপড মুছে নিন। চাইলে কটন বাডও ব্যবহার করতে পারেন। এরপর শুকানোর জন্য খোলা জায়গায় কমপক্ষে দুই ঘণ্টা রেখে দিন। এ সময়ের মধ্যে এয়ারপড ব্যবহার করা যাবে না। সম্ভব হলে মৃদু হাওয়াযুক্ত ঠান্ডা ও শুকনো জায়গায় পুরো রাত রেখে দিন। চার্জিং কেসে ঢোকানোর আগে এয়ারপড পুরোপুরি শুকিয়েছে কি না, তা ভালোভাবে পরীক্ষা করে নিন। না হলে জমে থাকা পানির কারণে কেসের ক্ষতি হতে পারে।
কেস ভিজে গেলে সেখান থেকে এয়ারপড বের করে রাখুন। কেসটি শুকনো কাপড় দিয়ে মুছে কয়েক ঘণ্টা কিংবা সারা রাতের জন্য কেস খোলা জায়গায় রেখে দিন। যে যা-ই বলুক না কেন, শুকানোর জন্য কোনোমতেই চালের বস্তায় এয়ারপড রাখা যাবে না। চালে এমন কিছু নেই যে এটি পানিতে ক্ষতি হওয়া এয়ারপড ঠিক করে দিতে পারবে। বরং এতে ডিভাইসের ছিদ্রগুলোতে চাল আটকে যাওয়ার আশঙ্কা আছে। অতিরিক্ত গরম ও ঠান্ডা জায়গায় এয়ারপড বা তার ভেজা কেস রাখবেন না। দ্রুত শুকাতে রেডিয়েটর কিংবা হেয়ার ড্রায়ার জাতীয় কিছু ব্যবহার করা যাবে না। এতে বরং এয়ারপড গরম হয়ে ভেতরের সার্কিটের ক্ষতি হতে পারে।
পানি ছাড়া অন্য কিছু পড়লে
বিভিন্ন ধরনের তরল এয়ারপডের নানা রকম ক্ষতি করতে পারে। লোশন পানিরোধক পর্দা নষ্ট করে দিতে পারে, সোডা আঠালো হয়ে স্পিকারের মুখ বন্ধ করে দেয়। অন্যদিকে কফি সাদা প্লাস্টিকে দাগ বসিয়ে দেয়। সমুদ্রের পানি শুকিয়ে গেলে এয়ারপডের গায়ে লবণ এঁটে থাকতে পারে। পানি ছাড়া অন্য কিছু ঢুকলে শুকানোর আগে হালকা ভেজা কাপড় দিয়ে এয়ারপড মুছে ফেলুন। তবে কাপড় থেকে পানি যাতে ভেতরে ঢুকতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। এরপরও ময়লা তরল পদার্থ দূর করতে না পারলে ভিন্ন পদ্ধতি অবলম্বন করুন।
যেহেতু এয়ারপড দীর্ঘ সময় পানিতে থাকলে নষ্ট হয়ে যেতে পারে, তাই চার্জিং কেস যাতে পুরোপুরি পানিরোধী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সূত্র: মেক ইউজ অব
যুক্তরাষ্ট্রে বিক্রির জন্য নির্ধারিত সব আইফোন চীন থেকে সরিয়ে ভারতে উৎপাদনের পরিকল্পনা করছে অ্যাপল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চ হারে শুল্ক আরোপের সিদ্ধান্তের প্রেক্ষাপটে এই পরিবর্তন আনতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
১৭ মিনিট আগেবর্তমান ডিজিটাল যুগে অনলাইন শপিং হয়ে উঠেছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই ক্ষেত্রে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার ব্যবহারকারীদের জন্য এনেছে একটি সুবিধাজনক প্ল্যাটফর্ম—ফেসবুক মার্কেটপ্লেস। এটি এমন এক ডিজিটাল বাজার, যেখানে আপনি নানান ধরনের পণ্য সহজেই খুঁজে কিনতে পারেন, আবার নিজের ব্যবহৃত ব
১ দিন আগেঅ্যাপলের আগামী প্রজন্মের আইফোন বাজারে আসতে এখনো কয়েক মাস বাকি। তবে এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আইফোন ১৭ এয়ার। সম্প্রতি ফাঁস হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, এই মডেলটি হতে পারে অ্যাপলের ইতিহাসের সবচেয়ে পাতলা আইফোন—এমনকি একটি সাধারণ কাঠের পেন্সিলের চেয়েও পাতলা
২ দিন আগেব্যবহারকারীদের জন্য নতুন গোপনীয়তা সুরক্ষা ফিচার চালু করেছে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। ‘অ্যাডভান্সড চ্যাট প্রাইভেসি’ নামে ফিচারটি চ্যাট ও ছবির নিরাপত্তা আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে মেটা মালিকানাধীন প্রতিষ্ঠানটি।
২ দিন আগে