Ajker Patrika

জেমিনিকে ডিফল্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেট করবেন যেভাবে

অনলাইন ডেস্ক
Thumbnail image

অ্যান্ড্রয়েড ফোনে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাসিস্ট্যান্ট হিসেবে জেমিনি মডেলকে সেট করা যায়। স্মার্টফোনে গুগল অ্যাসিস্ট্যান্টের পরিবর্তে জেমিনিকে সেট করার জন্য জোর দিচ্ছে গুগল। এর মাধ্যমে’ হেই গুগল’ বললেই সরাসরি চ্যাটবটের অ্যাকসেস পাবেন ব্যবহারকারীরা। 

গুগল ইতিমধ্যেই অ্যাসিস্ট্যান্টকে জেমিনির মাধ্যমে প্রতিস্থাপনের জন্য কাজ করছে। তাই হুট করে অ্যাসিস্ট্যান্টের সুবিধা পরিবর্তন করার আগে ব্যবহারকারীকে অভ্যস্ত হওয়ার সুযোগ দিচ্ছে গুগল। 

অ্যাসিসটেন্ট হিসেবে জিমিনি কেন ব্যবহার করবেন 
জেমিনি ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা হল—এই এআই সিস্টেম গুগল অ্যাসিস্টেন্টের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এর মাধ্যমে হোম বাটন থেকে সরাসরি ছবি, মেসেজ, টেক্সট ও ইমেইল তৈরির নির্দেশনা দেওয়া যাবে। অথবা শুধু ‘হেই গুগল’ বলেই এসব তৈরির নির্দেশনা দিতে পারবে ব্যবহারকারীরা। 

যেসব সুবিধা ব্রাউজারে পাওয়া যায় সেগুলোই জেমিনি অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ফোনেই পাওয়া যাবে। 

ডিফল্ট অ্যাসিস্টেন্ট হিসেবে জেমিনিকে যেভাবে সেট করবেন 
গুগল অ্যাসিস্টেন্টের পরিবর্তে খুব সহজেই জেমিনি ব্যবহার করা যায়। ডিফল্ট অ্যাসিস্টেন্ট হিসেবে জেমিনিকে সেট করা জন্য নিচের ধাপগুলো অনুসরন করুন—
 ১. গুগলের প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপ ডাউনলোড করুন। 
২. গুগল অ্যাকাউন্ট দিয়ে অ্যাপটিতে লগ ইন করুন। 
৩. লগ ইনের পর জেমিনিকে ডিফল্ট অ্যাসিস্টেন্ট হিসেবে সেট করার জন্য অ্যাপটি অনুমতি চাইবে। অনুমতি দেওয়া হলে স্বয়ক্রিয়ভাবে এটি ডিফল্ট অ্যাসিস্টেন্ট হিসেবে সেট হয়ে যাবে। 

যদি এই অনুমতি কোনোভাবে বাদ পড়ে যায়। তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন—
 ১. ফোনের সেটিংসে যান। 
২. সেটিংস থেকে অ্যাপ অপশনে প্রবেশ করুন। 
৩. এরপর ডিফল্ট অ্যাপ অপশন নির্বাচন করুন। 
৪. ডিজিটাল অ্যাসিস্টেন্ট অ্যাপ হিসেবে জেমিনিকে নির্বাচন করুন। 

আর জিমিনিকে অ্যাসিস্টেন্ট হিসেবে ব্যবহার করতে না চাইলে ওপরের ধাপগুলো অনুসরণ করে গুগল অ্যাসিস্টেন্টকে নির্বাচন করুন। 

অ্যাসিস্টেন্ট হিসেবে জেমিনির সীমাবদ্ধতা 
অন্যান্য অ্যাপগুলোর সঙ্গে মিথষ্ক্রিয়ার জন্য জেমিনি এখনো পুরোপুরিভাবে তৈরি নয়। এর মাধ্যমে অ্যালার্ম সেট করাসহ অন্যান্য কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। তবে আশা করা হচ্ছে নতুন নতুন আপডেটের মাধ্যমে এসব সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠবে এই এআই অ্যাসিস্টেন্ট। 

তথ্যসূত্র:লাইফ হ্যাকার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত