Ajker Patrika

বিশ্বের প্রথম এসএমএস বিক্রি হলো কোটি টাকায় 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০০: ৫৩
বিশ্বের প্রথম এসএমএস বিক্রি হলো কোটি টাকায় 

নিলামে বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান মেরি ক্রিসমাস লেখা বিশ্বের প্রথম এসএমএসটি বিক্রি করে এক লাখ ২১ হাজার ডলার বা এক কোটি তিন লাখ টাকায়। নিলামে বিজয়ী এনএফটি হিসেবে পরিচিত একটি অভিনব ডিজিটাল টোকেনের মাধ্যমে পাবেন এই এসএমএসটি। নিলামে বার্তাটি কে ক্রয় করেছেন তা প্রকাশ করা হয়নি।

এনএফটি হলো ডিজিটাল বিশ্বে ‘এরকম একটিই আছে’ ধরনের সম্পদ যা অন্য যে কোনো সম্পদের মতো কেনা যায় বা বিক্রি করা যায়। কিন্তু এর কোনো নিজস্ব বাহ্যিক আকার নেই যেটি ধরা বা ছোঁয়া সম্ভব। এই ডিজিটাল টোকেনকে তুলনা করা যায় অনেকটা ভার্চুয়াল বা বাস্তব বিশ্বের কোনো সম্পদের মালিকানার সনদ হিসেবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই এসএমএসটি ৩ ডিসেম্বর ১৯৯২ সালে পাঠানো হয়েছিল ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোনের মাধ্যমে। ২৯ বছর আগে দুই কেজি ওজনের একটি মোবাইল ফোনে এই এসএমএসটি এসেছিল। 

ভোডাফোনের বিজ্ঞানী নিল পাপওয়ার্থ এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন যুক্তরাজ্যের ভোডাফোনের ব্যবস্থাপকের মোবাইল ফোনে। 

প্যারিসের আগুটেস অকশন হাউসের কর্মকর্তা ম্যাক্সিমিলিয়েন আগুটেস বলেন , বছরের শেষের অনুষ্ঠানটির মাঝামাঝি সময়ে মেরি ক্রিসমাস বার্তাটি পাঠানো হয়েছিল।  ফ্রান্সে হাতে ছোঁয়া যায় না, এমন জিনিস নিলামে তোলার নিয়ম নেই। তাই বার্তাটি একটি ডিজিটাল ফ্রেমের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়। 

 নিলাম থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তহবিলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উত্তরায় বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম গ্রেপ্তার

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত