নিলামে বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান মেরি ক্রিসমাস লেখা বিশ্বের প্রথম এসএমএসটি বিক্রি করে এক লাখ ২১ হাজার ডলার বা এক কোটি তিন লাখ টাকায়। নিলামে বিজয়ী এনএফটি হিসেবে পরিচিত একটি অভিনব ডিজিটাল টোকেনের মাধ্যমে পাবেন এই এসএমএসটি। নিলামে বার্তাটি কে ক্রয় করেছেন তা প্রকাশ করা হয়নি।
এনএফটি হলো ডিজিটাল বিশ্বে ‘এরকম একটিই আছে’ ধরনের সম্পদ যা অন্য যে কোনো সম্পদের মতো কেনা যায় বা বিক্রি করা যায়। কিন্তু এর কোনো নিজস্ব বাহ্যিক আকার নেই যেটি ধরা বা ছোঁয়া সম্ভব। এই ডিজিটাল টোকেনকে তুলনা করা যায় অনেকটা ভার্চুয়াল বা বাস্তব বিশ্বের কোনো সম্পদের মালিকানার সনদ হিসেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই এসএমএসটি ৩ ডিসেম্বর ১৯৯২ সালে পাঠানো হয়েছিল ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোনের মাধ্যমে। ২৯ বছর আগে দুই কেজি ওজনের একটি মোবাইল ফোনে এই এসএমএসটি এসেছিল।
ভোডাফোনের বিজ্ঞানী নিল পাপওয়ার্থ এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন যুক্তরাজ্যের ভোডাফোনের ব্যবস্থাপকের মোবাইল ফোনে।
প্যারিসের আগুটেস অকশন হাউসের কর্মকর্তা ম্যাক্সিমিলিয়েন আগুটেস বলেন , বছরের শেষের অনুষ্ঠানটির মাঝামাঝি সময়ে মেরি ক্রিসমাস বার্তাটি পাঠানো হয়েছিল। ফ্রান্সে হাতে ছোঁয়া যায় না, এমন জিনিস নিলামে তোলার নিয়ম নেই। তাই বার্তাটি একটি ডিজিটাল ফ্রেমের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তহবিলে।
নিলামে বিক্রি হলো বিশ্বের প্রথম এসএমএস। গতকাল মঙ্গলবার ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি নিলামকারী প্রতিষ্ঠান মেরি ক্রিসমাস লেখা বিশ্বের প্রথম এসএমএসটি বিক্রি করে এক লাখ ২১ হাজার ডলার বা এক কোটি তিন লাখ টাকায়। নিলামে বিজয়ী এনএফটি হিসেবে পরিচিত একটি অভিনব ডিজিটাল টোকেনের মাধ্যমে পাবেন এই এসএমএসটি। নিলামে বার্তাটি কে ক্রয় করেছেন তা প্রকাশ করা হয়নি।
এনএফটি হলো ডিজিটাল বিশ্বে ‘এরকম একটিই আছে’ ধরনের সম্পদ যা অন্য যে কোনো সম্পদের মতো কেনা যায় বা বিক্রি করা যায়। কিন্তু এর কোনো নিজস্ব বাহ্যিক আকার নেই যেটি ধরা বা ছোঁয়া সম্ভব। এই ডিজিটাল টোকেনকে তুলনা করা যায় অনেকটা ভার্চুয়াল বা বাস্তব বিশ্বের কোনো সম্পদের মালিকানার সনদ হিসেবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওই এসএমএসটি ৩ ডিসেম্বর ১৯৯২ সালে পাঠানো হয়েছিল ব্রিটিশ টেলিকম কোম্পানি ভোডাফোনের মাধ্যমে। ২৯ বছর আগে দুই কেজি ওজনের একটি মোবাইল ফোনে এই এসএমএসটি এসেছিল।
ভোডাফোনের বিজ্ঞানী নিল পাপওয়ার্থ এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন যুক্তরাজ্যের ভোডাফোনের ব্যবস্থাপকের মোবাইল ফোনে।
প্যারিসের আগুটেস অকশন হাউসের কর্মকর্তা ম্যাক্সিমিলিয়েন আগুটেস বলেন , বছরের শেষের অনুষ্ঠানটির মাঝামাঝি সময়ে মেরি ক্রিসমাস বার্তাটি পাঠানো হয়েছিল। ফ্রান্সে হাতে ছোঁয়া যায় না, এমন জিনিস নিলামে তোলার নিয়ম নেই। তাই বার্তাটি একটি ডিজিটাল ফ্রেমের মাধ্যমে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের তহবিলে।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
৫ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
৬ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
৭ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
৭ ঘণ্টা আগে