স্কুল ছুটির সময় ডিজিটাল আর্টওয়ার্ক বানিয়ে দুই লাখ ৯০ হাজার পাউন্ড বা ৩ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ২৩৮ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি আয় করেছে লন্ডনের ১২ বছর বয়সী এক শিক্ষার্থী। ‘উইয়ার্ড হোয়েল’ নামের ডিজিটাল আর্টওয়ার্কগুলো নন-ফানজিবল টোকেন বা এনএফটি হিসেবে বিক্রি করেছে।
এনএফটির একটি বড় সুবিধা হলো, একে ডিজিটাল টোকেনে রূপান্তর করে মালিকানার ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা যায়। ফলে মূল ধারার অনেক শিল্পীই এখন সৃস্টিকর্মের ডিজিটাল সংস্করণ অনলাইনে বিক্রি করছেন এনএফটি হিসেবে। এতে পাইরেসির হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রযুক্তি বাজারে লেনদেনের এই অভিনব পন্থার সুযোগটাই নিয়েছে ১২ বছর বয়সী বেনইয়ামিন আহমেদ। অথচ ওই ঘটনার আগে প্রচলিত কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিলো না তার। ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের বিনিময়ে নিজের ‘উইয়ার্ড হোয়েল’গুলো বিক্রি করেছে আহমেদ।
এনএফটির লেনদেনের মাধ্যমে ক্রেতার হাতে সাধারণত ডিজিটাল শিল্পকর্মের মূল কপি বা তার কপিরাইট যায়। ফলে ইন্টারনেটে ওই শিল্পকর্মের অনেকগুলো কপি থাকলেও মূল বা আসল কপি থাকে একটাই।
বেনইয়ামিনের বাবা ইমরান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে জানিয়েছে বিবিসি। পাঁচ ও ছয় বছর বয়সেই বেনইয়ামিনের আর তোর ছোট ভাই ইউসুফকে কোডিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়ূ, ‘উইয়ার্ড হোয়েল’ বেনইয়ামিনের দ্বিতীয় ডিজিটাল শিল্পকর্ম। এর আগে আরেকটি বেচলেও এতো বড় আকারের আয় আসেনি সেটি থেকে।
কয়েকটি জনপ্রিয় মিম আর পিক্সেল আর্ট থেকে অনুপ্রাণিত হয়ে ইমোজির আদলে তিন হাজার ৩৫০টি ‘উইয়ার্ড হোয়েল’-এর প্রোগ্রাম লিখেছিলো বেনইয়ামিন।
আপাতত সুপারহিরোদের নিয়ে একই রকমের প্রোগ্রাম লিখছে বেনইয়ামিন। আর উইয়ার্ড হোয়েল নিয়ে পানির নিচের গেইম বানাতে চায় বলেও জানিয়েছেন ওই শিশু।
স্কুল ছুটির সময় ডিজিটাল আর্টওয়ার্ক বানিয়ে দুই লাখ ৯০ হাজার পাউন্ড বা ৩ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ২৩৮ টাকা সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি আয় করেছে লন্ডনের ১২ বছর বয়সী এক শিক্ষার্থী। ‘উইয়ার্ড হোয়েল’ নামের ডিজিটাল আর্টওয়ার্কগুলো নন-ফানজিবল টোকেন বা এনএফটি হিসেবে বিক্রি করেছে।
এনএফটির একটি বড় সুবিধা হলো, একে ডিজিটাল টোকেনে রূপান্তর করে মালিকানার ডিজিটাল সার্টিফিকেট তৈরি করা যায়। ফলে মূল ধারার অনেক শিল্পীই এখন সৃস্টিকর্মের ডিজিটাল সংস্করণ অনলাইনে বিক্রি করছেন এনএফটি হিসেবে। এতে পাইরেসির হাত থেকে রেহাই পাওয়া যাচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রযুক্তি বাজারে লেনদেনের এই অভিনব পন্থার সুযোগটাই নিয়েছে ১২ বছর বয়সী বেনইয়ামিন আহমেদ। অথচ ওই ঘটনার আগে প্রচলিত কোনো ব্যাংক অ্যাকাউন্টও ছিলো না তার। ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়ামের বিনিময়ে নিজের ‘উইয়ার্ড হোয়েল’গুলো বিক্রি করেছে আহমেদ।
এনএফটির লেনদেনের মাধ্যমে ক্রেতার হাতে সাধারণত ডিজিটাল শিল্পকর্মের মূল কপি বা তার কপিরাইট যায়। ফলে ইন্টারনেটে ওই শিল্পকর্মের অনেকগুলো কপি থাকলেও মূল বা আসল কপি থাকে একটাই।
বেনইয়ামিনের বাবা ইমরান একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে জানিয়েছে বিবিসি। পাঁচ ও ছয় বছর বয়সেই বেনইয়ামিনের আর তোর ছোট ভাই ইউসুফকে কোডিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়ূ, ‘উইয়ার্ড হোয়েল’ বেনইয়ামিনের দ্বিতীয় ডিজিটাল শিল্পকর্ম। এর আগে আরেকটি বেচলেও এতো বড় আকারের আয় আসেনি সেটি থেকে।
কয়েকটি জনপ্রিয় মিম আর পিক্সেল আর্ট থেকে অনুপ্রাণিত হয়ে ইমোজির আদলে তিন হাজার ৩৫০টি ‘উইয়ার্ড হোয়েল’-এর প্রোগ্রাম লিখেছিলো বেনইয়ামিন।
আপাতত সুপারহিরোদের নিয়ে একই রকমের প্রোগ্রাম লিখছে বেনইয়ামিন। আর উইয়ার্ড হোয়েল নিয়ে পানির নিচের গেইম বানাতে চায় বলেও জানিয়েছেন ওই শিশু।
আগাগোড়াই স্মার্টফোনের সঙ্গে বড় হওয়া প্রথম প্রজন্ম জেনারেশন জেড বা জেন-জি। যাদের জন্ম ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে। নতুন এক গবেষণা বলছে, ভুল তথ্যে বিশ্বাস করার ক্ষেত্রে যেসব শ্রেণি বা গোষ্ঠীর মানুষেরা বেশি ঝুঁকিপূর্ণ তাদের মধ্যে প্রযুক্তির আশীর্বাদ নিয়ে জন্ম নেওয়া জেন-জি প্রজন্ম অন্যতম। সম্প্রতি কানাডা
৯ ঘণ্টা আগেচাকরির বাজারে এক নতুন হুমকির নাম—কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এই প্রযুক্তির সুযোগ নিয়ে প্রতারকেরা এখন তৈরি করছে ভুয়া প্রোফাইল। এসব ভুয়া প্রোফাইল দিয়ে অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে দূর থেকে কাজ করার সুযোগ পেতে চায় প্রতারকেরা।
১০ ঘণ্টা আগেপ্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো অনেকেরই প্রিয় অভ্যাস। তবে যতই দিকনির্দেশনার দক্ষতা থাকুক না কেন, প্রকৃতির গভীরে প্রবেশ করলে নির্ভরযোগ্য একটি জিপিএস ট্র্যাকারই হয় সবচেয়ে বড় সহায়। এ জন্য এমন এক উদ্ভাবনী ডিভাইস নিয়ে এসেছে গারমিন, যার রয়েছে যেকোনো পরিবেশে টিকে থাকার মতো স্থায়িত্ব, শক্তিশালী সিগন্যাল গ্রহণক্ষম
১০ ঘণ্টা আগেআজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় এ কথা জানান সংগঠনের সভাপতি ইমদাদুল হক।
১০ ঘণ্টা আগে