অবৈধভাবে ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করায় মেটাকে দেড় কোটি ডলার জরিমানা করল দক্ষিণ কোরিয়া। কোম্পানিটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করেছে বলে অভিযোগ করেছে দেশটির ডেটা নিরাপত্তা সংস্থা।
গত মঙ্গলবার সিউলের ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন জানিয়েছে, ফেসবুকের প্রায় ৯ কোটি ৮০ হাজার কোরীয় ফেসবুক ব্যবহারকারীদের রাজনৈতিক মতবাদ, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত যৌন জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে এবং বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করেছে। এরপর তথ্যগুলো ৪ হাজার বিজ্ঞাপনদাতা ব্যবহার করেছে।
এই ধরনের তথ্য ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার নিষেধাজ্ঞা রয়েছে। এই নিয়ম ভঙ্গ করায় দেশটির মেটাকে ১৫ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংস্থাটি জানায়, সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণের জন্য আইনি ভিত্তি স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও ডেটা অ্যাকসেসের জন্য ব্যবহারকারীদের অনুরোধে আন্তরিকভাবে সাড়া দেওয়ার জন্য মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন বলছে, ফেসবুক ব্যবহারকারীদের আচরণ সম্পর্কিত তথ্য যেমন–কে কোন পেজে লাইক দিয়েছে এবং কোন বিজ্ঞাপনে ক্লিক করেছে তা বিশ্লেষণ করে মেটা। এরপর এসব সংবেদনশীল তথ্য সম্পর্কিত বিজ্ঞাপন থিম তৈরি করে ও পরিচালনা করে।
সংস্থাটি আরও বলছে, নির্দিষ্ট ধর্ম, সমকামী, ট্রান্সজেন্ডার ইস্যু ও উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তি–এমন নানা বিষয়ে আগ্রহী ব্যবহারকারীদের শনাক্ত করতে বিভিন্ন বিজ্ঞাপনকে শ্রেণিবদ্ধ করে মেটা।
মেটা ব্যবহারকারীদের নিজের ব্যক্তিগত তথ্য অ্যাকসেস করার অনুরোধও প্রত্যাখ্যান করেছে। হ্যাকারদের কাছ থেকে ফেসবুক ব্যবহারকারীদের সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে মেটা। এ জন্য প্রায় ১০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় মেটার কার্যালয় রয়েছে। তারা বলছে, কমিশনের সিদ্ধান্ত ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করবে। তবে এ জরিমানার বিষয়ে কোনো মন্তব্য করেনি কোম্পানিটির দক্ষিণ কোরিয়ার মুখপাত্র।
কিছুদিন আগেই মেটা ও টিকটককের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করে ব্রাজিল। কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় এই মামলা করা হয়।
তথ্যসূত্র: রয়টার্স
অবৈধভাবে ফেসবুক ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য সংগ্রহ করায় মেটাকে দেড় কোটি ডলার জরিমানা করল দক্ষিণ কোরিয়া। কোম্পানিটি ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করে বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করেছে বলে অভিযোগ করেছে দেশটির ডেটা নিরাপত্তা সংস্থা।
গত মঙ্গলবার সিউলের ব্যক্তিগত তথ্য সুরক্ষা কমিশন জানিয়েছে, ফেসবুকের প্রায় ৯ কোটি ৮০ হাজার কোরীয় ফেসবুক ব্যবহারকারীদের রাজনৈতিক মতবাদ, ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত যৌন জীবন সম্পর্কিত তথ্য সংগ্রহ করেছে এবং বিজ্ঞাপনদাতাদের কাছে শেয়ার করেছে। এরপর তথ্যগুলো ৪ হাজার বিজ্ঞাপনদাতা ব্যবহার করেছে।
এই ধরনের তথ্য ব্যবহারের ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার নিষেধাজ্ঞা রয়েছে। এই নিয়ম ভঙ্গ করায় দেশটির মেটাকে ১৫ দশমিক ৬ মিলিয়ন ডলার জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার সংস্থাটি জানায়, সংবেদনশীল তথ্য প্রক্রিয়াকরণের জন্য আইনি ভিত্তি স্থাপন, নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও ডেটা অ্যাকসেসের জন্য ব্যবহারকারীদের অনুরোধে আন্তরিকভাবে সাড়া দেওয়ার জন্য মেটাকে নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন বলছে, ফেসবুক ব্যবহারকারীদের আচরণ সম্পর্কিত তথ্য যেমন–কে কোন পেজে লাইক দিয়েছে এবং কোন বিজ্ঞাপনে ক্লিক করেছে তা বিশ্লেষণ করে মেটা। এরপর এসব সংবেদনশীল তথ্য সম্পর্কিত বিজ্ঞাপন থিম তৈরি করে ও পরিচালনা করে।
সংস্থাটি আরও বলছে, নির্দিষ্ট ধর্ম, সমকামী, ট্রান্সজেন্ডার ইস্যু ও উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা ব্যক্তি–এমন নানা বিষয়ে আগ্রহী ব্যবহারকারীদের শনাক্ত করতে বিভিন্ন বিজ্ঞাপনকে শ্রেণিবদ্ধ করে মেটা।
মেটা ব্যবহারকারীদের নিজের ব্যক্তিগত তথ্য অ্যাকসেস করার অনুরোধও প্রত্যাখ্যান করেছে। হ্যাকারদের কাছ থেকে ফেসবুক ব্যবহারকারীদের সুরক্ষা দিতেও ব্যর্থ হয়েছে মেটা। এ জন্য প্রায় ১০ জন দক্ষিণ কোরিয়ার নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।
দক্ষিণ কোরিয়ায় মেটার কার্যালয় রয়েছে। তারা বলছে, কমিশনের সিদ্ধান্ত ‘সতর্কতার সঙ্গে পর্যালোচনা’ করবে। তবে এ জরিমানার বিষয়ে কোনো মন্তব্য করেনি কোম্পানিটির দক্ষিণ কোরিয়ার মুখপাত্র।
কিছুদিন আগেই মেটা ও টিকটককের বিরুদ্ধে ৫০ কোটি ডলারের ক্ষতিপূরণ মামলা করে ব্রাজিল। কোম্পানিগুলো অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হওয়ায় এই মামলা করা হয়।
তথ্যসূত্র: রয়টার্স
ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, বরং এটি অনেকের ব্যক্তিগত ডায়েরি বা স্মৃতির ভান্ডার হিসেবেও কাজ করে। প্রতিদিন লাখ লাখ মানুষ ছবি, লেখা, ভিডিও ও নানা তথ্য ফেসবুকে শেয়ার করে থাকেন। তবে কখনো কখনো ভুলবশত কোনো গুরুত্বপূর্ণ পোস্ট ডিলিট হয়ে যেতে পারে, তখন এসব পোস্ট ফিরিয়ে আনতে চান অনেকেই।
৩৮ মিনিট আগেবিশ্ববিখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশের বাজারে তাদের নতুন স্মার্টফোন অপো ‘এ৫ এক্স’ উন্মোচন করেছে। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের স্মার্ট ডিভাইসটির মূল্য রাখা হয়েছে মাত্র ১৩ হাজার ৯৯০ টাকা। তবে দামে সাশ্রয়ী হলেও স্মার্টফোনটি বেশ টেকসই।
১৬ ঘণ্টা আগেটিকটক ব্যবহারকারীরা এখন সহজেই স্থির ছবিকে অ্যানিমেটেড ভিডিওতে রূপান্তর করতে পারবেন। এজন্য অ্যাপটিতে চালু হয়েছে ‘এআই অ্যালাইভ’ নামের নতুন ফিচার, যা অ্যাপটির স্টোরি ক্যামেরা ব্যবহার করে স্থির ছবিকে গতিশীল, সৃজনশীল ও আবহপূর্ণ ছোট ভিডিওতে পরিণত করতে পারবে।
১৮ ঘণ্টা আগেভারতে অ্যাপলের চিপ উৎপাদন বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ফক্সকন। দেশটির আইটি জায়ান্ট এইচসিএল গ্রুপের সঙ্গে যৌথভাবে একটি সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন করতে যাচ্ছে এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি। প্রায় ৩ হাজার ৭০০ কোটি রুপি (৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার) ব্যয়ে কারখানাটি নির্মাণের অনুমোদন দিয়েছে ভারতের মন্ত্রিসভা।
১৯ ঘণ্টা আগে