কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টের জন্য নতুন ‘পরিচয় নির্ধারণব্যবস্থা’ গ্রহণ করতে যাচ্ছে চীন। এসব কনটেন্টে মানুষের পঠনযোগ্য এবং মেশিন-পঠনযোগ্য নোটিফিকেশন (মেটাডেটা বা লেবেল) থাকবে। গত সপ্তাহে এআই নিয়ে এসব নতুন নিয়মাবলি ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।
নতুন নিয়মাবলি অনুসারে ছবি, ভিডিও, অডিও এবং ‘ভার্চুয়াল দৃশ্য’গুলোতে মেটাডেটা অন্তর্ভুক্ত করতে হবে। এসব মেটাডেটার মাধ্যমে সহজেই বোঝা যাবে এগুলো এআই দিয়ে তৈরি। স্পষ্ট নোটিফিকেশনগুলো এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করবে।
ভিডিও বা অডিও কনটেন্টের শুরুতে, মাঝখানে এবং শেষের দিকে এসব নোটিফিকেশন থাকতে হবে। এ ছাড়া, যেসব ফাইল ডাউনলোডে করা যাবে, সেগুলোকেও লেবেল দিতে হবে যাতে ব্যবহারকারীরা বুঝতে পারে তারা কী ধরনের কনটেন্ট ডাউনলোড করতে যাচ্ছেন।
এ ছাড়া, অ্যাপ স্টোরগুলোকেও এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। তবে ‘সামাজিক উদ্বেগ’ বা ‘শিল্পের প্রয়োজনে’ ব্যবহারকারীরা চাইলে এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল না দেওয়ার অনুরোধ করতে পারবে। তবে অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীকে এই নিয়মের বিষয়ে অবহিত করবে এবং এই তথ্য সংরক্ষণ করে রাতে পরবর্তীতে এআই কনটেন্ট চিহ্নিত করা সহজ হয়।
এ ছাড়া, এই লেবেল ও মেটাডেটা মুছে ফেলা বা পরিবর্তন করার কাজ নিষিদ্ধ করেছে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি)। একইভাবে, মানব তৈরি কনটেন্টের মধ্যে এআই লেবেল যোগ করা যাবে না। এ ছাড়া, এসব কাজের জন্য কোনো টুল সরবরাহ করাও নিষিদ্ধ।
চীনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলে, এই নিয়মের লক্ষ্য হলো মিথ্যা তথ্যের প্রচার রোধ করা এবং এআই শিল্পের উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার সমন্বয় সাধন করা।
এখন পর্যন্ত, কোনো ধরনের শাস্তির কথা ঘোষণা করেনি চীন। এআই নিয়ে এই ধরনের নিয়ম চীনই প্রথম প্রবর্তন করেনি। এর আগে ২০২৪ সালে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আইন’ প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এই লেবেলিং নিয়মাবলি আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি কনটেন্টের জন্য নতুন ‘পরিচয় নির্ধারণব্যবস্থা’ গ্রহণ করতে যাচ্ছে চীন। এসব কনটেন্টে মানুষের পঠনযোগ্য এবং মেশিন-পঠনযোগ্য নোটিফিকেশন (মেটাডেটা বা লেবেল) থাকবে। গত সপ্তাহে এআই নিয়ে এসব নতুন নিয়মাবলি ঘোষণা করেছে চীনা কর্তৃপক্ষ।
নতুন নিয়মাবলি অনুসারে ছবি, ভিডিও, অডিও এবং ‘ভার্চুয়াল দৃশ্য’গুলোতে মেটাডেটা অন্তর্ভুক্ত করতে হবে। এসব মেটাডেটার মাধ্যমে সহজেই বোঝা যাবে এগুলো এআই দিয়ে তৈরি। স্পষ্ট নোটিফিকেশনগুলো এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করবে।
ভিডিও বা অডিও কনটেন্টের শুরুতে, মাঝখানে এবং শেষের দিকে এসব নোটিফিকেশন থাকতে হবে। এ ছাড়া, যেসব ফাইল ডাউনলোডে করা যাবে, সেগুলোকেও লেবেল দিতে হবে যাতে ব্যবহারকারীরা বুঝতে পারে তারা কী ধরনের কনটেন্ট ডাউনলোড করতে যাচ্ছেন।
এ ছাড়া, অ্যাপ স্টোরগুলোকেও এই নিয়মগুলো অনুসরণ করতে হবে। তবে ‘সামাজিক উদ্বেগ’ বা ‘শিল্পের প্রয়োজনে’ ব্যবহারকারীরা চাইলে এআই দিয়ে তৈরি কনটেন্টে লেবেল না দেওয়ার অনুরোধ করতে পারবে। তবে অ্যাপ্লিকেশনটি ব্যবহারকারীকে এই নিয়মের বিষয়ে অবহিত করবে এবং এই তথ্য সংরক্ষণ করে রাতে পরবর্তীতে এআই কনটেন্ট চিহ্নিত করা সহজ হয়।
এ ছাড়া, এই লেবেল ও মেটাডেটা মুছে ফেলা বা পরিবর্তন করার কাজ নিষিদ্ধ করেছে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএসি)। একইভাবে, মানব তৈরি কনটেন্টের মধ্যে এআই লেবেল যোগ করা যাবে না। এ ছাড়া, এসব কাজের জন্য কোনো টুল সরবরাহ করাও নিষিদ্ধ।
চীনা কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলে, এই নিয়মের লক্ষ্য হলো মিথ্যা তথ্যের প্রচার রোধ করা এবং এআই শিল্পের উন্নয়ন ও জাতীয় নিরাপত্তার সমন্বয় সাধন করা।
এখন পর্যন্ত, কোনো ধরনের শাস্তির কথা ঘোষণা করেনি চীন। এআই নিয়ে এই ধরনের নিয়ম চীনই প্রথম প্রবর্তন করেনি। এর আগে ২০২৪ সালে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আইন’ প্রণয়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন।
এই লেবেলিং নিয়মাবলি আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।
মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
৯ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১০ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
২ দিন আগে