নওরোজ চৌধুরী
বাইক চালাতে চালাতে কল ধরা যে কত কষ্টকর তা বাইকারমাত্রই জানেন; কিংবা দীর্ঘ পথে বাইক চালিয়ে যাওয়ার সময় গান শোনার ইচ্ছা হলেও তা ছিল বেশ দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বময় ঘটছে নানা ধরনের প্রযুক্তির উন্নতি। সেই উন্নতির হাত ধরেই বাইকারদের ইচ্ছাপূরণের সময় এসেছে। তাঁদের সুবিধার্থেই তৈরি হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি হেলমেট; যা ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। নিত্যনতুন প্রযুক্তির সংযোগ ঘটিয়ে চলেছে বিভিন্ন হেলমেট প্রতিষ্ঠান।
আর সেই প্রতিযোগিতাতেই নাম লেখাল এক নয়া হেলমেট; যার ভেতরে রয়েছে ওয়্যারলেস সিস্টেম, আইএসআই এবং ডিওটি সার্টিফায়েড হেলমেট। জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা আর্থার। সম্প্রতি আর্থারের নির্মিত স্মার্ট হ্যালো হেলমেটটির দুই ধরনের ডিজাইন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। একটি হাফ ফেস, আরেকটি ফুল ফেস হেলমেট। সম্প্রতি একটি স্কুটির সঙ্গে এই স্মার্ট হ্যালো হেলমেট লঞ্চ করেছে আর্থার সংস্থা। মজবুত উপাদান দিয়ে তৈরি হয়েছে এই স্মার্ট হ্যালো হেলমেট; যা স্ক্র্যাচ ফি। কোথাও ঘর্ষণ লাগলে দাগ পড়বে না এই হেলমেটের গায়ে।
লঞ্চ হওয়া স্মার্ট হ্যালো হেলমেটের যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো ব্লুটুথ কানেকটিভিটি। ফলে ফোনের সঙ্গে হেলমেট কানেক্ট করে সহজে ফোন কল ধরা যাবে। অটোমেটিক স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য রয়েছে একাধিক সেন্সর। রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা; যা একবার চার্জ দিলে চলবে পুরো সপ্তাহ। তবে ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং সময় কতক্ষণ লাগবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রস্তুতকারী সংস্থাটি।
হ্যালো হেলমেটে রয়েছে দুটি স্পিকার; যা এয়ার ভেন্ট এবং হারমোন কারডোন দ্বারা নির্মিত। এতে যুক্ত করা হয়েছে দুটি মাইক্রোফোন—যে স্পিকার ও মাইক্রোফোনের মাধ্যমে ফোনে কথা বলা যাবে। পাশাপাশি গানও শোনা যাবে। তবে আশঙ্কা থেকে যায়, স্পিকার থাকার ফলে বাইক আরোহী অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ির হর্ন বা আশপাশের আওয়াজ শুনতে পাবেন তো? এমন প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অবশ্যই শোনা যাবে।
শুধু তা-ই নয়, স্মার্ট হেলমেটে থাকা অত্যাধুনিক একটি ফিচার হলো চিটচ্যাট। যে ফিচারের কাজ হলো বাইক আরোহী ও পিলিওনের বার্তালাপের সংযোগ ঘটানো। অনেক সময় বাইক চলাকালে পিলিওন রাইডারদের কথা শুনতে পান না। তবে পিলিওন ও রাইডার—উভয়ের মাথায় যদি এই হেলমেট থাকে, তাহলে তাঁরা স্পিকার ও মাইক্রোফোন থাকায় নির্বিঘ্নে একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন। পাশাপাশি দুজন একই মিউজিক শুনতে পারবেন।
হাফ ফেস হেলমেটটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার এবং ফুল ফেস প্রায় ১৫ হাজার টাকা। কোম্পানির ওয়েবসাইট এবং শোরুম থেকে অর্ডার করা যাবে।
সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
বাইক চালাতে চালাতে কল ধরা যে কত কষ্টকর তা বাইকারমাত্রই জানেন; কিংবা দীর্ঘ পথে বাইক চালিয়ে যাওয়ার সময় গান শোনার ইচ্ছা হলেও তা ছিল বেশ দুষ্কর। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বময় ঘটছে নানা ধরনের প্রযুক্তির উন্নতি। সেই উন্নতির হাত ধরেই বাইকারদের ইচ্ছাপূরণের সময় এসেছে। তাঁদের সুবিধার্থেই তৈরি হচ্ছে ব্লুটুথ কানেকটিভিটি হেলমেট; যা ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে ধীরে ধীরে। নিত্যনতুন প্রযুক্তির সংযোগ ঘটিয়ে চলেছে বিভিন্ন হেলমেট প্রতিষ্ঠান।
আর সেই প্রতিযোগিতাতেই নাম লেখাল এক নয়া হেলমেট; যার ভেতরে রয়েছে ওয়্যারলেস সিস্টেম, আইএসআই এবং ডিওটি সার্টিফায়েড হেলমেট। জানিয়েছে প্রস্তুতকারী সংস্থা আর্থার। সম্প্রতি আর্থারের নির্মিত স্মার্ট হ্যালো হেলমেটটির দুই ধরনের ডিজাইন ভারতের বাজারে লঞ্চ হয়েছে। একটি হাফ ফেস, আরেকটি ফুল ফেস হেলমেট। সম্প্রতি একটি স্কুটির সঙ্গে এই স্মার্ট হ্যালো হেলমেট লঞ্চ করেছে আর্থার সংস্থা। মজবুত উপাদান দিয়ে তৈরি হয়েছে এই স্মার্ট হ্যালো হেলমেট; যা স্ক্র্যাচ ফি। কোথাও ঘর্ষণ লাগলে দাগ পড়বে না এই হেলমেটের গায়ে।
লঞ্চ হওয়া স্মার্ট হ্যালো হেলমেটের যেসব বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হলো ব্লুটুথ কানেকটিভিটি। ফলে ফোনের সঙ্গে হেলমেট কানেক্ট করে সহজে ফোন কল ধরা যাবে। অটোমেটিক স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করার জন্য রয়েছে একাধিক সেন্সর। রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা; যা একবার চার্জ দিলে চলবে পুরো সপ্তাহ। তবে ব্যাটারি ব্যাকআপ বা চার্জিং সময় কতক্ষণ লাগবে, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি প্রস্তুতকারী সংস্থাটি।
হ্যালো হেলমেটে রয়েছে দুটি স্পিকার; যা এয়ার ভেন্ট এবং হারমোন কারডোন দ্বারা নির্মিত। এতে যুক্ত করা হয়েছে দুটি মাইক্রোফোন—যে স্পিকার ও মাইক্রোফোনের মাধ্যমে ফোনে কথা বলা যাবে। পাশাপাশি গানও শোনা যাবে। তবে আশঙ্কা থেকে যায়, স্পিকার থাকার ফলে বাইক আরোহী অ্যাম্বুলেন্স বা অন্যান্য গাড়ির হর্ন বা আশপাশের আওয়াজ শুনতে পাবেন তো? এমন প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটি জানিয়েছে, অবশ্যই শোনা যাবে।
শুধু তা-ই নয়, স্মার্ট হেলমেটে থাকা অত্যাধুনিক একটি ফিচার হলো চিটচ্যাট। যে ফিচারের কাজ হলো বাইক আরোহী ও পিলিওনের বার্তালাপের সংযোগ ঘটানো। অনেক সময় বাইক চলাকালে পিলিওন রাইডারদের কথা শুনতে পান না। তবে পিলিওন ও রাইডার—উভয়ের মাথায় যদি এই হেলমেট থাকে, তাহলে তাঁরা স্পিকার ও মাইক্রোফোন থাকায় নির্বিঘ্নে একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন। পাশাপাশি দুজন একই মিউজিক শুনতে পারবেন।
হাফ ফেস হেলমেটটির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার এবং ফুল ফেস প্রায় ১৫ হাজার টাকা। কোম্পানির ওয়েবসাইট এবং শোরুম থেকে অর্ডার করা যাবে।
সূত্র: দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, ক্রিকেট খেলা বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জুয়ার বিজ্ঞাপন সাময়িকভাবে বন্ধ করেছে। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন তিনি।
১ দিন আগেজনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের স্ট্রিমিং প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের শত শত ব্যবহারকারী এই বিষয়ে অভিযোগ জানানোর পর ইউটিউব কর্তৃপক্ষ বিষয়টি সমাধান করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ দিন আগেএআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার প্রাপ্তবয়স্ক কনটেন্ট রাখার পরিকল্পনা করছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংস্থা ওপেনএআই। সংস্থার প্রধান স্যাম অল্টম্যান বলেছেন, প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা প্রাপ্তবয়স্কদের মতোই আচরণ করতে চান, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ দিন আগেভারতের অন্ধ্রপ্রদেশে বিশাল এক ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) হাব গড়ে তুলতে ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল। দক্ষিণ ভারতের এই রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এটি হবে দক্ষিণ এশিয়ায় অ্যালফাবেট ইনকরপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান গুগলের সবচেয়ে বড় বিনিয়োগ। রয়টার্সের এক প্রতিব
৩ দিন আগে