গুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম ‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল ও বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
এআই মোডে গুগল সার্চের মূল অভিজ্ঞতায় একটি চ্যাটবট যুক্ত হবে, যা বেশ কিছুটা ‘পারপ্লেক্সিটি’ বা ‘চ্যাটজিপিটি সার্চ’-এর মতো কাজ করবে। বর্তমানে এআই মোডটি শুধু ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে উপলব্ধ এবং এটি ব্যবহার করার জন্য তাদের গুগল সার্চের ‘ল্যাবস’ সেকশনে গিয়ে ফিচারটি চালু করতে হবে। এটি গুগলের জেমিনি ২.০ মডেলের ওপর ভিত্তি করে চলবে।
গুগলে অনুসন্ধান করার সময় আসলে এআই-ভিত্তিক ফলাফল দেখতে চান অনেক ব্যবহারকারী। তাই এআই মোড নিয়ে এসেছে গুগল। এই মোড চালু থাকলে (এটি সার্চ পেজে বা গুগল অ্যাপে একটি ট্যাব হিসেবে থাকবে, যেমন: ইমেজেস বা নিউজ ট্যাবের মতো) ব্যবহারকারীর প্রশ্নের উত্তর এআই দিয়ে তৈরি হবে। গুগলের সার্চ ইনডেক্সের ওপর ভিত্তি করে তৈরি হবে এসব উত্তর এবং মাঝে মাঝে কিছু সহায়ক লিংক দেখানো হবে। এই ফিচার কিছুটা ‘জেমিনি’ বা অন্য যেকোনো চ্যাটবটের মতো। তবে এটি একটি সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত। এর ফলে ফিচারটি রিয়েল টাইম তথ্য দেখাতে পারবে।
এ ছাড়া গুগল সার্চের এআই ওভারভিউ ফিচারটিরও নতুন সংস্করণ নিয়ে আসা হয়েছে। এমনকি যাঁরা গুগলে লগইন করেননি, এখন তাঁরাও এই ফিচার দেখতে পাবেন। তবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন সংস্করণটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
গুগলের এআই ওভারভিউ কোম্পানিটির সার্চ সিস্টেমে এআই-ভিত্তিক কনটেন্টের গুরুত্ব আরও বাড়াচ্ছে। এর আগে গুগলের এআই ‘পাথর খেতে’ এবং ‘পিৎজা আঠা লাগানোর’ মতো কিছু উদ্ভট পরামর্শ দিয়েছিল। তবে বর্তমানে নিজস্ব মডেলগুলোর ওপর আত্মবিশ্বাসী গুগল।
গুগল সার্চ দলের প্রোডাক্ট ভিপি রবি স্টেইন জানান, ‘আমরা যে তথ্য পেয়েছি, তা থেকে স্পষ্ট যে, এআই ওভারভিউ ব্যবহারকারীদের নতুন ধরনের প্রশ্ন করার দিকে উদ্বুদ্ধ করছে, যেগুলো আগে হয়তো একটু কঠিন ছিল। তিনি আরও জানান, গুগল বর্তমানে তাদের জেমিনি ২.০ মডেল ব্যবহার করছে, যা গাণিতিক প্রশ্ন, কোডিং এবং আরও জটিল যুক্তি প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্নগুলোর জন্য আরও কার্যকরী হবে।
এ ছাড়া, গুগল তাদের এআই সিস্টেমগুলো আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং ওয়েবসাইটে লিংক দেওয়ার জন্য এটি আগের মতো গুরুত্ব দিচ্ছে না।
তবে এসব অভিযোগের বিরোধিতা করে স্টেইন বলেন, ‘এআই ওভারভিউ ব্যবহারকারীদের কাছে প্রাসঙ্গিক তথ্য দেয় এবং যখন কেউ ওয়েবসাইটে ক্লিক করে, তখন তারা সেই ওয়েবসাইটে বেশি সময় কাটায়। ফলে, তারা সেগুলোর ভালো গ্রাহক হয়ে উঠবে। কারণ তাদের কাছে আগেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে।’
স্টেইন আরও বলেন, এআই মোড গুগল সার্চের সম্পূর্ণ রূপান্তর নয়। কারণ ব্যবহারকারীরা অনেক ধরনের কাজের জন্য গুগল সার্চ ব্যবহার করেন। তাই সবকিছুই চ্যাটবট দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। তবে এ কথা অস্বীকার করা যায় না যে, গুগলের এআই ফিচার এখন সার্চের পুরো পদ্ধতিকে ঘিরে নেবে এবং দ্রুততার সঙ্গে গুগলের সার্চ অভিজ্ঞতাকে পাল্টে ফেলবে।
তথসূত্র: দ্য ভার্জ ও ৩৬০ গ্যাজেটস
গুগল তাদের সার্চ ফিচারকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। গত বুধবার কোম্পানিটি ঘোষণা করেছে, তারা নতুন একটি অভিনব এআই টুল নিয়ে এসেছে। যার নাম ‘এআই মোড’। এটি ব্যবহারকারীদের জটিল ও বহুস্তরের প্রশ্নের জন্য উন্নত উত্তর দেবে, যেগুলোর জন্য সাধারণত একাধিক অনুসন্ধানের প্রয়োজন হয়।
এআই মোডে গুগল সার্চের মূল অভিজ্ঞতায় একটি চ্যাটবট যুক্ত হবে, যা বেশ কিছুটা ‘পারপ্লেক্সিটি’ বা ‘চ্যাটজিপিটি সার্চ’-এর মতো কাজ করবে। বর্তমানে এআই মোডটি শুধু ‘গুগল ওয়ান এআই প্রিমিয়াম’ গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে উপলব্ধ এবং এটি ব্যবহার করার জন্য তাদের গুগল সার্চের ‘ল্যাবস’ সেকশনে গিয়ে ফিচারটি চালু করতে হবে। এটি গুগলের জেমিনি ২.০ মডেলের ওপর ভিত্তি করে চলবে।
গুগলে অনুসন্ধান করার সময় আসলে এআই-ভিত্তিক ফলাফল দেখতে চান অনেক ব্যবহারকারী। তাই এআই মোড নিয়ে এসেছে গুগল। এই মোড চালু থাকলে (এটি সার্চ পেজে বা গুগল অ্যাপে একটি ট্যাব হিসেবে থাকবে, যেমন: ইমেজেস বা নিউজ ট্যাবের মতো) ব্যবহারকারীর প্রশ্নের উত্তর এআই দিয়ে তৈরি হবে। গুগলের সার্চ ইনডেক্সের ওপর ভিত্তি করে তৈরি হবে এসব উত্তর এবং মাঝে মাঝে কিছু সহায়ক লিংক দেখানো হবে। এই ফিচার কিছুটা ‘জেমিনি’ বা অন্য যেকোনো চ্যাটবটের মতো। তবে এটি একটি সার্চ ইঞ্জিনের সঙ্গে যুক্ত। এর ফলে ফিচারটি রিয়েল টাইম তথ্য দেখাতে পারবে।
এ ছাড়া গুগল সার্চের এআই ওভারভিউ ফিচারটিরও নতুন সংস্করণ নিয়ে আসা হয়েছে। এমনকি যাঁরা গুগলে লগইন করেননি, এখন তাঁরাও এই ফিচার দেখতে পাবেন। তবে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন সংস্করণটি পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে।
গুগলের এআই ওভারভিউ কোম্পানিটির সার্চ সিস্টেমে এআই-ভিত্তিক কনটেন্টের গুরুত্ব আরও বাড়াচ্ছে। এর আগে গুগলের এআই ‘পাথর খেতে’ এবং ‘পিৎজা আঠা লাগানোর’ মতো কিছু উদ্ভট পরামর্শ দিয়েছিল। তবে বর্তমানে নিজস্ব মডেলগুলোর ওপর আত্মবিশ্বাসী গুগল।
গুগল সার্চ দলের প্রোডাক্ট ভিপি রবি স্টেইন জানান, ‘আমরা যে তথ্য পেয়েছি, তা থেকে স্পষ্ট যে, এআই ওভারভিউ ব্যবহারকারীদের নতুন ধরনের প্রশ্ন করার দিকে উদ্বুদ্ধ করছে, যেগুলো আগে হয়তো একটু কঠিন ছিল। তিনি আরও জানান, গুগল বর্তমানে তাদের জেমিনি ২.০ মডেল ব্যবহার করছে, যা গাণিতিক প্রশ্ন, কোডিং এবং আরও জটিল যুক্তি প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্নগুলোর জন্য আরও কার্যকরী হবে।
এ ছাড়া, গুগল তাদের এআই সিস্টেমগুলো আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে এবং ওয়েবসাইটে লিংক দেওয়ার জন্য এটি আগের মতো গুরুত্ব দিচ্ছে না।
তবে এসব অভিযোগের বিরোধিতা করে স্টেইন বলেন, ‘এআই ওভারভিউ ব্যবহারকারীদের কাছে প্রাসঙ্গিক তথ্য দেয় এবং যখন কেউ ওয়েবসাইটে ক্লিক করে, তখন তারা সেই ওয়েবসাইটে বেশি সময় কাটায়। ফলে, তারা সেগুলোর ভালো গ্রাহক হয়ে উঠবে। কারণ তাদের কাছে আগেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য চলে এসেছে।’
স্টেইন আরও বলেন, এআই মোড গুগল সার্চের সম্পূর্ণ রূপান্তর নয়। কারণ ব্যবহারকারীরা অনেক ধরনের কাজের জন্য গুগল সার্চ ব্যবহার করেন। তাই সবকিছুই চ্যাটবট দিয়ে প্রতিস্থাপন করা সম্ভব নয়। তবে এ কথা অস্বীকার করা যায় না যে, গুগলের এআই ফিচার এখন সার্চের পুরো পদ্ধতিকে ঘিরে নেবে এবং দ্রুততার সঙ্গে গুগলের সার্চ অভিজ্ঞতাকে পাল্টে ফেলবে।
তথসূত্র: দ্য ভার্জ ও ৩৬০ গ্যাজেটস
মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল শুক্রবার ঢাকায় আসছে।
১৪ ঘণ্টা আগেতবে সমঝোতার নির্দিষ্ট শর্তাবলি আদালতে প্রকাশ করা হয়নি। বিচারকের সামনে বিবাদীপক্ষের আইনজীবীরাও কোনো বক্তব্য দেননি। বিচারক ম্যাককরমিক যখন মামলার দ্বিতীয় দিনের শুনানির প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই হঠাৎ তিনি মামলাটি মুলতবি ঘোষণা করেন এবং উভয় পক্ষকে অভিনন্দন জানান।
১৫ ঘণ্টা আগেবিশ্বজুড়ে ভাষা ও সংস্কৃতির ওপর বড় ধরনের প্রভাব ফেলছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। বিশেষ করে চ্যাটজিপিটির মতো বড় ভাষা মডেল (এলএলএম) মানুষের দৈনন্দিন কথাবার্তার ধরন বদলে দিচ্ছে এবং একঘেয়ে করে তুলছে বলে সতর্ক করেছে জার্মানির এক গবেষক দল।
২ দিন আগেবিশ্বের ইন্টারনেট গতির নতুন রেকর্ড গড়েছে জাপান। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজির (এনআইসিটি) গবেষকেরা দাবি করেছে, তাঁরা প্রতি সেকেন্ডে ১ লাখ ২৫ হাজার গিগাবাইট ডেটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন, যা প্রায় ১ হাজার ১২০ মাইল (১ হাজার ৮০২ কিলোমিটার) দূরত্ব অতিক্রম...
২ দিন আগে