Ajker Patrika

ইতালিয়ানদের ৪৮ বছরের আক্ষেপ ঘোচালেন সিনার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১৯: ০৪
ইতালিয়ানদের ৪৮ বছরের আক্ষেপ ঘোচালেন সিনার

মঞ্চটা প্রস্তুতই ছিল। যিনি জিতবেন, হবেন অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা। অনায়াসে প্রথম দুই সেট জিতে দানিল মেদভেদেভ যেন তখনই স্বপ্ন দেখে ফেলেছিলেন শিরোপা উঁচিয়ে ধরার। ২০২১ ও ২০২২ সালে মেলবোর্নে ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি। সেই দুঃখ এবার যেন ঘুচেই যাচ্ছিল রুশ তারকার। 

কিন্তু ‘টেনিস ঈশ্বর’ যেন অন্যকিছু ভেবে রেখেছিলেন। পরের দুই সেট জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো ইয়ানিক সিনার শেষ গেম পয়েন্টটি জিতেই শুয়ে পড়লেন কোর্টে। লিখলেন নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ান ওপেন তো বটে, প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জিতলেন ২২ বছর বয়সী চতুর্থ বাছাই। পুরুষ সিঙ্গেলে অস্ট্রেলিয়ান ওপেন জেতা প্রথম ইতালিয়ান তিনি। 

আজ ফাইনালে রড লেভার অ্যারেনায় সিনার ৩-৬,৩-৬, ৬-৪,৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন মেদভেদেভকে। প্রথম দুই সেট হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ তিন সেট জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি। 

সেই সঙ্গে একটি কীর্তিও গড়লেন সিনার। ২০০০ সালের পর ২৩ বছর হওয়ার আগেই চতুর্থ খেলোয়াড় হিসেবে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। এই কীর্তি আগে ছিল রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের।

সবশেষ কোনো ইতালিয়ান গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ১৯৭৬ সালে। পুরুষ সিঙ্গেলে আদ্রিয়ানো পানাত্তার সেই ফ্রেঞ্চ ওপেন জয়ের ৪৮ বছর পর সিনার ইতালিয়ানদের এনে দিলেন আরেকটি গ্র্যান্ড স্ল্যাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা করে লাশ ফ্রিজে রাখেন নজরুল: পুলিশ

পায়ে নূপুর দেখে মেয়ের লাশ শনাক্ত করলেন বাবা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত