মঞ্চটা প্রস্তুতই ছিল। যিনি জিতবেন, হবেন অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা। অনায়াসে প্রথম দুই সেট জিতে দানিল মেদভেদেভ যেন তখনই স্বপ্ন দেখে ফেলেছিলেন শিরোপা উঁচিয়ে ধরার। ২০২১ ও ২০২২ সালে মেলবোর্নে ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি। সেই দুঃখ এবার যেন ঘুচেই যাচ্ছিল রুশ তারকার।
কিন্তু ‘টেনিস ঈশ্বর’ যেন অন্যকিছু ভেবে রেখেছিলেন। পরের দুই সেট জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো ইয়ানিক সিনার শেষ গেম পয়েন্টটি জিতেই শুয়ে পড়লেন কোর্টে। লিখলেন নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ান ওপেন তো বটে, প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জিতলেন ২২ বছর বয়সী চতুর্থ বাছাই। পুরুষ সিঙ্গেলে অস্ট্রেলিয়ান ওপেন জেতা প্রথম ইতালিয়ান তিনি।
আজ ফাইনালে রড লেভার অ্যারেনায় সিনার ৩-৬,৩-৬, ৬-৪,৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন মেদভেদেভকে। প্রথম দুই সেট হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ তিন সেট জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি।
সেই সঙ্গে একটি কীর্তিও গড়লেন সিনার। ২০০০ সালের পর ২৩ বছর হওয়ার আগেই চতুর্থ খেলোয়াড় হিসেবে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। এই কীর্তি আগে ছিল রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের।
সবশেষ কোনো ইতালিয়ান গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ১৯৭৬ সালে। পুরুষ সিঙ্গেলে আদ্রিয়ানো পানাত্তার সেই ফ্রেঞ্চ ওপেন জয়ের ৪৮ বছর পর সিনার ইতালিয়ানদের এনে দিলেন আরেকটি গ্র্যান্ড স্ল্যাম।
মঞ্চটা প্রস্তুতই ছিল। যিনি জিতবেন, হবেন অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা। অনায়াসে প্রথম দুই সেট জিতে দানিল মেদভেদেভ যেন তখনই স্বপ্ন দেখে ফেলেছিলেন শিরোপা উঁচিয়ে ধরার। ২০২১ ও ২০২২ সালে মেলবোর্নে ফাইনাল খেলেও শিরোপা জেতা হয়নি। সেই দুঃখ এবার যেন ঘুচেই যাচ্ছিল রুশ তারকার।
কিন্তু ‘টেনিস ঈশ্বর’ যেন অন্যকিছু ভেবে রেখেছিলেন। পরের দুই সেট জিতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো ইয়ানিক সিনার শেষ গেম পয়েন্টটি জিতেই শুয়ে পড়লেন কোর্টে। লিখলেন নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ান ওপেন তো বটে, প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেই শিরোপা জিতলেন ২২ বছর বয়সী চতুর্থ বাছাই। পুরুষ সিঙ্গেলে অস্ট্রেলিয়ান ওপেন জেতা প্রথম ইতালিয়ান তিনি।
আজ ফাইনালে রড লেভার অ্যারেনায় সিনার ৩-৬,৩-৬, ৬-৪,৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন মেদভেদেভকে। প্রথম দুই সেট হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ তিন সেট জিতে শিরোপা নিশ্চিত করেন তিনি।
সেই সঙ্গে একটি কীর্তিও গড়লেন সিনার। ২০০০ সালের পর ২৩ বছর হওয়ার আগেই চতুর্থ খেলোয়াড় হিসেবে জিতলেন অস্ট্রেলিয়ান ওপেন। এই কীর্তি আগে ছিল রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের।
সবশেষ কোনো ইতালিয়ান গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন ১৯৭৬ সালে। পুরুষ সিঙ্গেলে আদ্রিয়ানো পানাত্তার সেই ফ্রেঞ্চ ওপেন জয়ের ৪৮ বছর পর সিনার ইতালিয়ানদের এনে দিলেন আরেকটি গ্র্যান্ড স্ল্যাম।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
২ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৩ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৪ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৬ ঘণ্টা আগে