দুজনের পারফরম্যান্সের স্রোত বিপরীতমুখী হলেও একটি জায়গায় এক বিন্দুতে মিলে গেছেন। রাফায়েল নাদাল-নাওমি ওসাকা দুজনই চোটের সঙ্গে লড়াই করছেন।
পায়ের চোটকে সঙ্গী করেই কদিন আগে ‘প্রিয় প্রাঙ্গণে’ বাজিমাত করেছেন নাদাল। ৩৬ তম জন্মদিনের কেক কাটার একদিন পরেই জিতেছেন নিজের ১৪ তম ফ্রেঞ্চ ওপেন আর ২২ তম গ্র্যান্ড স্লাম শিরোপা। আর মাদ্রিদ ওপেনে পাওয়া চোট নিয়ে রোলাঁ গারোর লাল দুর্গ থেকে প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন ওসাকা।
পুরোপুরি সেরে উঠতে নাদালকে ব্যথানাশক ইনজেকশন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। সেটি করলে স্প্যানিশ মহাতারকার পা নাকি বেশ কিছুদিন অবশ হয়ে থাকত। তাতে করে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা উইম্বলডনে খেলা হতো না তাঁর।
তবে চোটের সর্বশেষ অবস্থা নিয়ে নাদাল নিজেই সুখবর দিয়েছেন। পায়ের ব্যথা অনেকটাই কমে যাওয়ায় বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে অংশ নিতে আশাবাদী তিনি। নাদাল বলেছেন, ‘আমি খুশি, এক সপ্তাহ ধরে হাঁটতে সমস্যা হয়নি। এবারের চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। আগে প্রচণ্ড ব্যথার কারণে শরীরের পুরো ভর দিয়ে দাঁড়াতে কষ্ট হতো। এখন হচ্ছে না।’
সবুজ গালিচায় নিজের উপস্থিতি জানান দিতে আজই লন্ডনে যাচ্ছেন নাদাল। সেখানে গিয়ে অনুশীলন ও প্রদর্শনী ম্যাচের পর নিজের শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন তিনি, ‘আমার লক্ষ্য উইম্বলডন খেলা। আগামী সপ্তাহে শরীরের অবস্থা কেমন থাকবে, তার ওপর সবকিছু নির্ভর করছে। বুঝতে পারছি টুর্নামেন্টে আমার খেলার সম্ভাবনা আছে।’
নাদালের উইম্বলডন খেলার সম্ভাবনা সৃষ্টি হলেও ঘাসের কোর্টে দেখা যাবে না নারী টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা ওসাকাকে। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পর থেকেই খুঁড়িয়ে চলছেন তিনি।
কবে কোর্টে ফিরবেন, সে ব্যাপারে কিছু না বললেও উইম্বলডন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ওসাকা। এক ভিডিও বার্তায় ২৪ বছর বয়সী জাপানি তারকা বলেছেন, ‘ঘাসের কোর্টে খেলার স্বপ্ন শেষ। আমার গোড়ালি এখনো ঠিক হয়নি। আশা করি আগামী বছর দেখা হবে।’
দুটি করে অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ওসাকা কখনো উইম্বলডনের তৃতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেনি। আগের চার বছরে চারটি গ্র্যান্ড স্লাম জেতা তারকার ‘পাঁচে পাঁচ’ করার একমাত্র সুযোগ যুক্তরাষ্ট্র ওপেন।
দুজনের পারফরম্যান্সের স্রোত বিপরীতমুখী হলেও একটি জায়গায় এক বিন্দুতে মিলে গেছেন। রাফায়েল নাদাল-নাওমি ওসাকা দুজনই চোটের সঙ্গে লড়াই করছেন।
পায়ের চোটকে সঙ্গী করেই কদিন আগে ‘প্রিয় প্রাঙ্গণে’ বাজিমাত করেছেন নাদাল। ৩৬ তম জন্মদিনের কেক কাটার একদিন পরেই জিতেছেন নিজের ১৪ তম ফ্রেঞ্চ ওপেন আর ২২ তম গ্র্যান্ড স্লাম শিরোপা। আর মাদ্রিদ ওপেনে পাওয়া চোট নিয়ে রোলাঁ গারোর লাল দুর্গ থেকে প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন ওসাকা।
পুরোপুরি সেরে উঠতে নাদালকে ব্যথানাশক ইনজেকশন নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। সেটি করলে স্প্যানিশ মহাতারকার পা নাকি বেশ কিছুদিন অবশ হয়ে থাকত। তাতে করে আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা উইম্বলডনে খেলা হতো না তাঁর।
তবে চোটের সর্বশেষ অবস্থা নিয়ে নাদাল নিজেই সুখবর দিয়েছেন। পায়ের ব্যথা অনেকটাই কমে যাওয়ায় বছরের তৃতীয় গ্র্যান্ড স্লামে অংশ নিতে আশাবাদী তিনি। নাদাল বলেছেন, ‘আমি খুশি, এক সপ্তাহ ধরে হাঁটতে সমস্যা হয়নি। এবারের চিকিৎসা পদ্ধতিতে কিছু পরিবর্তন লক্ষ্য করেছি। আগে প্রচণ্ড ব্যথার কারণে শরীরের পুরো ভর দিয়ে দাঁড়াতে কষ্ট হতো। এখন হচ্ছে না।’
সবুজ গালিচায় নিজের উপস্থিতি জানান দিতে আজই লন্ডনে যাচ্ছেন নাদাল। সেখানে গিয়ে অনুশীলন ও প্রদর্শনী ম্যাচের পর নিজের শারীরিক অবস্থা পর্যালোচনা করবেন তিনি, ‘আমার লক্ষ্য উইম্বলডন খেলা। আগামী সপ্তাহে শরীরের অবস্থা কেমন থাকবে, তার ওপর সবকিছু নির্ভর করছে। বুঝতে পারছি টুর্নামেন্টে আমার খেলার সম্ভাবনা আছে।’
নাদালের উইম্বলডন খেলার সম্ভাবনা সৃষ্টি হলেও ঘাসের কোর্টে দেখা যাবে না নারী টেনিস র্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা ওসাকাকে। বাঁ পায়ের গোড়ালিতে চোট পাওয়ার পর থেকেই খুঁড়িয়ে চলছেন তিনি।
কবে কোর্টে ফিরবেন, সে ব্যাপারে কিছু না বললেও উইম্বলডন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ওসাকা। এক ভিডিও বার্তায় ২৪ বছর বয়সী জাপানি তারকা বলেছেন, ‘ঘাসের কোর্টে খেলার স্বপ্ন শেষ। আমার গোড়ালি এখনো ঠিক হয়নি। আশা করি আগামী বছর দেখা হবে।’
দুটি করে অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ওসাকা কখনো উইম্বলডনের তৃতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেনি। আগের চার বছরে চারটি গ্র্যান্ড স্লাম জেতা তারকার ‘পাঁচে পাঁচ’ করার একমাত্র সুযোগ যুক্তরাষ্ট্র ওপেন।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে