ক্রীড়া ডেস্ক
বোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
আগের দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলায় দুটি সেট ড্রপ করেছিলেন। আর আজ তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ২৬তম বাছাই টমাস মাচাখ। কিন্তু এদিনই নিজের সেরা ফর্ম নিয়ে হাজির হলেন জোকোভিচ। ইনহেলার নিয়েও দেখিয়ে দিলেন কেন তিনি জোকোভিচ। একটি সেট ড্রপ করেননি জোকোভিচ। জিতেছেন ৬-১,৬-৪, ৬-৪ গেমে। শেষ ষোলোয় ওঠার লড়াই জিততে জোকোর সময় লাগে ২ ঘণ্টা ২২ মিনিট। এ নিয়ে ১৭ বার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন জোকোভিচ।
দ্বিতীয় সেট শুরুর আগে শ্বাসকষ্ট নিয়ে বেশ অস্বস্তিতে পড়েন জোকোভিচ। নিতে হয় ইনহেলার। কিন্তু কোনো কিছুই তাঁর জয়যাত্রা আটকে রাখতে পারেনি। উল্টো কোর্টে দেখা দেখালেন কৈশোরীয় চাঞ্চল্য। তৃতীয় রাউন্ডে জয়ের পর বলেই দিলেন, ‘আমি ভালো খেলেছি। এই ফলাফল দেখে একটু অবাকই হয়েছি। ভাবতে পারিনি সরাসরি সেটে জিততে পারব।’ এরপর বললেন নিজের অস্বস্তির কথাও, ‘শারীরিকভাবে আমি ভালো অবস্থায় ছিলাম না। শ্বাসকষ্ট হচ্ছিল। এখন তো আমি আর ১৯ বছর বয়সী নই, প্রায় উনিশের দ্বিগুণের মতো।’
জোকোভিচের জয়ের দিনে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক নারী চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে বেলিন্ডা বেনচিচের বিপক্ষে পেটের পীড়ার কারণে প্রথম সেটের পর কোর্ট ছেড়ে যান জাপানের এই তারকা।
বোঝাই যাচ্ছিল, একটা অস্বস্তিতে আছেন। শ্বাসকষ্ট হচ্ছিল তাঁর। চিকিৎসা বিরতি নিয়ে ইনহেলার সেবন করতেও দেখা গেল। তারপরও তৃতীয় রাউন্ডে সরাসরি সেটে হারিয়ে দিলেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাচাককে।
আগের দুই ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের সঙ্গে খেলায় দুটি সেট ড্রপ করেছিলেন। আর আজ তৃতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ২৬তম বাছাই টমাস মাচাখ। কিন্তু এদিনই নিজের সেরা ফর্ম নিয়ে হাজির হলেন জোকোভিচ। ইনহেলার নিয়েও দেখিয়ে দিলেন কেন তিনি জোকোভিচ। একটি সেট ড্রপ করেননি জোকোভিচ। জিতেছেন ৬-১,৬-৪, ৬-৪ গেমে। শেষ ষোলোয় ওঠার লড়াই জিততে জোকোর সময় লাগে ২ ঘণ্টা ২২ মিনিট। এ নিয়ে ১৭ বার অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন জোকোভিচ।
দ্বিতীয় সেট শুরুর আগে শ্বাসকষ্ট নিয়ে বেশ অস্বস্তিতে পড়েন জোকোভিচ। নিতে হয় ইনহেলার। কিন্তু কোনো কিছুই তাঁর জয়যাত্রা আটকে রাখতে পারেনি। উল্টো কোর্টে দেখা দেখালেন কৈশোরীয় চাঞ্চল্য। তৃতীয় রাউন্ডে জয়ের পর বলেই দিলেন, ‘আমি ভালো খেলেছি। এই ফলাফল দেখে একটু অবাকই হয়েছি। ভাবতে পারিনি সরাসরি সেটে জিততে পারব।’ এরপর বললেন নিজের অস্বস্তির কথাও, ‘শারীরিকভাবে আমি ভালো অবস্থায় ছিলাম না। শ্বাসকষ্ট হচ্ছিল। এখন তো আমি আর ১৯ বছর বয়সী নই, প্রায় উনিশের দ্বিগুণের মতো।’
জোকোভিচের জয়ের দিনে বিদায় নিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের সাবেক নারী চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। তৃতীয় রাউন্ডে বেলিন্ডা বেনচিচের বিপক্ষে পেটের পীড়ার কারণে প্রথম সেটের পর কোর্ট ছেড়ে যান জাপানের এই তারকা।
প্রথম দুই ম্যাচ হেরে ধবলধোলাই হওয়ার খুব কাছাকাছি এসে পড়েছিল বাংলাদেশ। এই অবস্থায় করণীয় ছিল একটাই—নিজেদের নিংড়ে দিয়ে খেলা। কিন্তু বাংলাদেশ দলের বাজে এই সিরিজের শেষটাও হলো বাজেভাবে। কাল ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে হেরেছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেহংকংয়ের বিপক্ষে আজ একমাত্র গোলটি এসেছে রাকিব হোসেনের পা থেকে। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। দুটো ম্যাচই রাকিবকে শেষ করতে হয়েছে আক্ষেপ নিয়ে। কারণ বাংলাদেশ যে জয়ের স্বাদ পায়নি।
৮ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।
৯ ঘণ্টা আগেরাকিব হোসেন গোল পেয়েই যাবেন, এমন আভাস মিলছিল। হংকং তখন ১০ জন নিয়ে খেলছে। বাংলাদেশের আক্রমণের সামনে কোনোভাবে দাঁড়াতে পারছিল না হংকং। একের পর এক চাপে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের রক্ষণ। ৮৫ মিনিটে ফাহামিদুল ইসলামের অ্যাসিস্ট থেকে বল জালে ফেলতে আর কোনো ভুল করেননি রাকিব। বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে ফাহামিদুলক
৯ ঘণ্টা আগে