ঢাকা: টোকিও অলিম্পিকে না থাকার ইঙ্গিত দিয়েছেন সেরেনা উইলিয়ামস। তবে এই সপ্তাহের ইতালিয়ান ওপেনে খেলবেন নারী টেনিসের এই তারকা। সেরেনার না খেলায় রং হারাতে পারে টোকিও অলিম্পিকের নারীদের টেনিস।
করোনায় এক বছর পিছিয়ে টোকিও অলিম্পিক হতে যাচ্ছে এই বছর। করোনা পিছু ছাড়েনি এখনো। মহামারির প্রাদুর্ভাব না কমায় অলিম্পিক থেকে নাম গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন সেরেনা, ‘সত্যি কথা বলতে করোনার ব্যাপারটা খুব ভাবাচ্ছে। টোকিও অলিম্পিকে খেলার ব্যাপারে এখনো সে অর্থে কিছু ভাবিনি।’
করোনার কঠিন সময়ে মেয়ে অলিম্পিয়াকে ছেড়ে লম্বা সময় বাইরে থাকা কঠিন সেরেনার জন্য। টোকিও অলিম্পিকে না থাকার পেছনে এটাকেই বড় করে দেখছেন তিনি, ‘ওকে ছাড়া একদিনও বাইরে থাকার কল্পনা করতে পারি না। অলিম্পিয়াকে ছাড়া যেহেতু একদিনও কোথাও থাকিনি। টোকিও অলিম্পিকে আমার থাকা না থাকার উত্তরটাও তাহলে বুঝতে পারছেন!’
টোকিও অলিম্পিকে না খেললেও সেরেনার ভাবনায় আছে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনের আগে নিজেকে একবার ঝালিয়ে নিতে চেয়েছেন। ইতালিয়ান ওপেন সেই সুযোগ করে দিয়েছে। ইতালিয়ান ওপেন খেলতে এখন রোমে থাকা সেরেনা বলেছেন, ‘মাঝে অনেক দিন খেলিনি। পুরোপুরি নতুনভাবে শুরু করতে হচ্ছে। কয়েকটা ভালো ম্যাচ খেলতে চাই। এর পর তো ফ্রেঞ্চ ওপেন আছেই। গ্র্যান্ড স্লামে খেলতে আমি উন্মুখ আছি।’
ঢাকা: টোকিও অলিম্পিকে না থাকার ইঙ্গিত দিয়েছেন সেরেনা উইলিয়ামস। তবে এই সপ্তাহের ইতালিয়ান ওপেনে খেলবেন নারী টেনিসের এই তারকা। সেরেনার না খেলায় রং হারাতে পারে টোকিও অলিম্পিকের নারীদের টেনিস।
করোনায় এক বছর পিছিয়ে টোকিও অলিম্পিক হতে যাচ্ছে এই বছর। করোনা পিছু ছাড়েনি এখনো। মহামারির প্রাদুর্ভাব না কমায় অলিম্পিক থেকে নাম গুটিয়ে নেওয়ার কথা ভাবছেন সেরেনা, ‘সত্যি কথা বলতে করোনার ব্যাপারটা খুব ভাবাচ্ছে। টোকিও অলিম্পিকে খেলার ব্যাপারে এখনো সে অর্থে কিছু ভাবিনি।’
করোনার কঠিন সময়ে মেয়ে অলিম্পিয়াকে ছেড়ে লম্বা সময় বাইরে থাকা কঠিন সেরেনার জন্য। টোকিও অলিম্পিকে না থাকার পেছনে এটাকেই বড় করে দেখছেন তিনি, ‘ওকে ছাড়া একদিনও বাইরে থাকার কল্পনা করতে পারি না। অলিম্পিয়াকে ছাড়া যেহেতু একদিনও কোথাও থাকিনি। টোকিও অলিম্পিকে আমার থাকা না থাকার উত্তরটাও তাহলে বুঝতে পারছেন!’
টোকিও অলিম্পিকে না খেললেও সেরেনার ভাবনায় আছে ফ্রেঞ্চ ওপেন। ফ্রেঞ্চ ওপেনের আগে নিজেকে একবার ঝালিয়ে নিতে চেয়েছেন। ইতালিয়ান ওপেন সেই সুযোগ করে দিয়েছে। ইতালিয়ান ওপেন খেলতে এখন রোমে থাকা সেরেনা বলেছেন, ‘মাঝে অনেক দিন খেলিনি। পুরোপুরি নতুনভাবে শুরু করতে হচ্ছে। কয়েকটা ভালো ম্যাচ খেলতে চাই। এর পর তো ফ্রেঞ্চ ওপেন আছেই। গ্র্যান্ড স্লামে খেলতে আমি উন্মুখ আছি।’
বিরাট কোহলির বিদায়ের করুণ সুর কি তবে বাজতে শুরু করল? টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে তো আগেই বিদায় বলেছেন। ভারতের জার্সিতে খেলছেন শুধু ওয়ানডে। এই সংস্করণে কত দিন খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। তবে অস্ট্রেলিয়া সিরিজ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে কোহলির এক পোস্টে রহস্য ঘনীভূত হচ্ছে।
৯ মিনিট আগেলিওনেল মেসির কাছে ‘অপূর্ণতা’ নামে কোনো শব্দ হয়তো নেই। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল-সব জায়গাতেই তিনি জিতেছেন একের পর এক শিরোপা। যার মধ্যে ২০২২ কাতার বিশ্বকাপ জিতে নিজের আজন্মলালিত স্বপ্ন পূরণ করেছেন। অজস্র রেকর্ড গড়ে পেয়েছেন ‘রেকর্ডের বরপুত্র’ উপাধি।
১ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে সবশেষ সাকিব আল হাসান খেলেছেন গত বছরের অক্টোবরে। কিন্তু প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি, টি-টেন লিগে খেলেছেন তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার ভারতের লিগসহ একই দিনে নাম লিখিয়েছেন তিন লিগে।
১ ঘণ্টা আগে২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দুরন্ত গতিতে ছুটছে আর্জেন্টিনা। নকআউট পর্বের একের পর এক বাধা পেরিয়ে এবার তারা উঠল ফাইনালে। যেখানে সেমিফাইনালে আলবিসেলেস্তেরা জয় পেয়েছে কলম্বিয়ার বিপক্ষে।
২ ঘণ্টা আগে