কথায় আছে, ‘পাপ বাপকেও ছাড়ে না’। ‘পাপ’ যদি ইয়ানিক সিনার করেই থাকেন শাস্তি পেতে হবে তাঁকেও। ডোপ কেলেঙ্কারি থেকে বেঁচে গত ইউএস ওপেন জিতলেও ইতালির এই টেনিস তারকার ডোপ কেলেঙ্কারি নতুন করে সামনে এনেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।
গত মার্চে দুই দফায় পজিটিভ হওয়ার পরও টেনিসের আন্তর্জাতিক ফেডারেশন সিনারের নির্দোষিতা বিশ্বাস করে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল তাঁকে। সেই অনুমতির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গতকাল আপিল করেছে ওয়াডা।
গত মার্চে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ঘোষিত ক্লোস্টেবলের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তারপরও ইতালিয়ান টেনিস তারকাকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক টেনিস ইন্টেগরিটি এজেন্সি। সংস্থার যুক্তি ছিল, সিনারের অজান্তেই ক্লোস্টেবল ঢুকেছিল সিনারের শরীরে। তাঁর ফিজিওথেরাপিস্টের ভুলেই এটা ঘটেছে ধরে নিয়েই খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় সিনারকে।
এ নিয়ে অবশ্য কেউ কেউ সোচ্চার ছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার নিক কিরিওস এবং কানার ডেনিস শাপোভালভ সিনারকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এমন প্রতিকূল পরিস্থিতি মাড়িয়েই গত ইউএস ওপেনে শিরোপা জিতেছেন সিনার।
তবে যখন মনে করা হয়েছিল, ডোপ কেলেঙ্কারি অধ্যায় সিনারের জীবনে অতীত, ঠিক তখনই ব্যাপারটিকে সামনে নিয়ে এসেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। গতকাল সংস্থাটি জানিয়েছে, ডোপ কেলেঙ্কারি থেকে সিনারের অব্যাহতি পাওয়ার বিরুদ্ধে আপিল করেছে তারা। আপিল হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।
ওয়াডার এই পদক্ষেপের এক প্রতিক্রিয়ায় সিনার জানিয়েছেন, তিনি হতাশ এবং বিস্মিত।
কথায় আছে, ‘পাপ বাপকেও ছাড়ে না’। ‘পাপ’ যদি ইয়ানিক সিনার করেই থাকেন শাস্তি পেতে হবে তাঁকেও। ডোপ কেলেঙ্কারি থেকে বেঁচে গত ইউএস ওপেন জিতলেও ইতালির এই টেনিস তারকার ডোপ কেলেঙ্কারি নতুন করে সামনে এনেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)।
গত মার্চে দুই দফায় পজিটিভ হওয়ার পরও টেনিসের আন্তর্জাতিক ফেডারেশন সিনারের নির্দোষিতা বিশ্বাস করে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল তাঁকে। সেই অনুমতির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গতকাল আপিল করেছে ওয়াডা।
গত মার্চে নমুনা পরীক্ষায় তাঁর শরীরে নিষিদ্ধ ঘোষিত ক্লোস্টেবলের উপস্থিতি পাওয়া গিয়েছিল। তারপরও ইতালিয়ান টেনিস তারকাকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল আন্তর্জাতিক টেনিস ইন্টেগরিটি এজেন্সি। সংস্থার যুক্তি ছিল, সিনারের অজান্তেই ক্লোস্টেবল ঢুকেছিল সিনারের শরীরে। তাঁর ফিজিওথেরাপিস্টের ভুলেই এটা ঘটেছে ধরে নিয়েই খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় সিনারকে।
এ নিয়ে অবশ্য কেউ কেউ সোচ্চার ছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার নিক কিরিওস এবং কানার ডেনিস শাপোভালভ সিনারকে খেলা চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া নিয়ে প্রশ্নও তুলেছিলেন। এমন প্রতিকূল পরিস্থিতি মাড়িয়েই গত ইউএস ওপেনে শিরোপা জিতেছেন সিনার।
তবে যখন মনে করা হয়েছিল, ডোপ কেলেঙ্কারি অধ্যায় সিনারের জীবনে অতীত, ঠিক তখনই ব্যাপারটিকে সামনে নিয়ে এসেছে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা)। গতকাল সংস্থাটি জানিয়েছে, ডোপ কেলেঙ্কারি থেকে সিনারের অব্যাহতি পাওয়ার বিরুদ্ধে আপিল করেছে তারা। আপিল হয়েছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে।
ওয়াডার এই পদক্ষেপের এক প্রতিক্রিয়ায় সিনার জানিয়েছেন, তিনি হতাশ এবং বিস্মিত।
ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২৬ মিনিট আগেরেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
১ ঘণ্টা আগেএবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি। আজ তারা নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
১ ঘণ্টা আগেবেশি দিন আগের ঘটনা নয়। ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আফগানিস্তানের পেসার বিলাল সামি লিখেছিলেন, ‘গট ম্যারিড’। কিন্তু সামি কি তখনো জানতেন, বিয়ের দুই সপ্তাহের মধ্যেই এমন কিছু করে ফেলবেন, যা নিয়ে আলাপ-আলোচনা হবে।
২ ঘণ্টা আগে