অনেকবারই জানিয়েছেন ক্লে কোর্ট পছন্দ নয় দানিল মেদভেদেভের। এ জন্য হয়তো ফ্রেঞ্চ ওপেনের কোর্টও তাঁর সঙ্গে সখ্য তৈরি করতে রাজি নয়। তা না হলে রোল্যাঁ গারোয় ক্যারিয়ারের প্রথম চারবার টানা বিদায়ের পর আবার কেন প্রথম রাউন্ডে থেকেই রাশিয়ান টেনিস তারকাকে ছিটকে যেতে হবে?
এবার তো বাছাইয়ে সুযোগ পাওয়া উঠতি এক টেনিস তারকার কাছেই হারলেন মেদভেদেভ। র্যাঙ্কিংয়ের বিবেচনায় থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। টেনিসের ২ নম্বর তারকার বিপরীতে ব্রাজিলিয়ান থিয়েগোর র্যাঙ্কিং ১৭২।
বিশাল ব্যবধানের সেই থিয়াগোর কাছেই ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারলেন মেদভেদেভ। অথচ টুর্নামেন্ট শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। রোমে শিরোপা জিতে ফরাসি ওপেন শুরু করেছিলেন তিনি। তাঁর সেই সুখস্মৃতি মাটির কোর্টে দীর্ঘস্থায়ী হলো না।
মেদভেদেভকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করার কথা জানিয়েছেন থিয়াগো। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘জুনিয়র পর্যায়ে খেলার সময় থেকেই দানিলের খেলা দেখি এবং স্বপ্ন ছিল তাকে কোর্টে হারানোর। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।’
অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরও নিজের অপছন্দের জায়গা থেকে সরে আসেননি মেদভেদেভ। ম্যাচ শেষে বলেছেন, ‘জানি না মানুষ কেন মাটির কোর্ট পছন্দ করে। ব্যাগ, জুতা ও মোজায় মাটি লাগাতে পছন্দ করে। ক্লে সেশনের পর তাদের আবর্জনায় ফেলে দিতে পারেন। হয়তো কিছু লোক এই কোর্টকে পছন্দ করে। তবে আমি করি না।’
অনেকবারই জানিয়েছেন ক্লে কোর্ট পছন্দ নয় দানিল মেদভেদেভের। এ জন্য হয়তো ফ্রেঞ্চ ওপেনের কোর্টও তাঁর সঙ্গে সখ্য তৈরি করতে রাজি নয়। তা না হলে রোল্যাঁ গারোয় ক্যারিয়ারের প্রথম চারবার টানা বিদায়ের পর আবার কেন প্রথম রাউন্ডে থেকেই রাশিয়ান টেনিস তারকাকে ছিটকে যেতে হবে?
এবার তো বাছাইয়ে সুযোগ পাওয়া উঠতি এক টেনিস তারকার কাছেই হারলেন মেদভেদেভ। র্যাঙ্কিংয়ের বিবেচনায় থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। টেনিসের ২ নম্বর তারকার বিপরীতে ব্রাজিলিয়ান থিয়েগোর র্যাঙ্কিং ১৭২।
বিশাল ব্যবধানের সেই থিয়াগোর কাছেই ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারলেন মেদভেদেভ। অথচ টুর্নামেন্ট শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। রোমে শিরোপা জিতে ফরাসি ওপেন শুরু করেছিলেন তিনি। তাঁর সেই সুখস্মৃতি মাটির কোর্টে দীর্ঘস্থায়ী হলো না।
মেদভেদেভকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করার কথা জানিয়েছেন থিয়াগো। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘জুনিয়র পর্যায়ে খেলার সময় থেকেই দানিলের খেলা দেখি এবং স্বপ্ন ছিল তাকে কোর্টে হারানোর। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।’
অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরও নিজের অপছন্দের জায়গা থেকে সরে আসেননি মেদভেদেভ। ম্যাচ শেষে বলেছেন, ‘জানি না মানুষ কেন মাটির কোর্ট পছন্দ করে। ব্যাগ, জুতা ও মোজায় মাটি লাগাতে পছন্দ করে। ক্লে সেশনের পর তাদের আবর্জনায় ফেলে দিতে পারেন। হয়তো কিছু লোক এই কোর্টকে পছন্দ করে। তবে আমি করি না।’
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
৪ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
২৯ মিনিট আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
৪৩ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
১ ঘণ্টা আগে