অনেকবারই জানিয়েছেন ক্লে কোর্ট পছন্দ নয় দানিল মেদভেদেভের। এ জন্য হয়তো ফ্রেঞ্চ ওপেনের কোর্টও তাঁর সঙ্গে সখ্য তৈরি করতে রাজি নয়। তা না হলে রোল্যাঁ গারোয় ক্যারিয়ারের প্রথম চারবার টানা বিদায়ের পর আবার কেন প্রথম রাউন্ডে থেকেই রাশিয়ান টেনিস তারকাকে ছিটকে যেতে হবে?
এবার তো বাছাইয়ে সুযোগ পাওয়া উঠতি এক টেনিস তারকার কাছেই হারলেন মেদভেদেভ। র্যাঙ্কিংয়ের বিবেচনায় থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। টেনিসের ২ নম্বর তারকার বিপরীতে ব্রাজিলিয়ান থিয়েগোর র্যাঙ্কিং ১৭২।
বিশাল ব্যবধানের সেই থিয়াগোর কাছেই ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারলেন মেদভেদেভ। অথচ টুর্নামেন্ট শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। রোমে শিরোপা জিতে ফরাসি ওপেন শুরু করেছিলেন তিনি। তাঁর সেই সুখস্মৃতি মাটির কোর্টে দীর্ঘস্থায়ী হলো না।
মেদভেদেভকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করার কথা জানিয়েছেন থিয়াগো। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘জুনিয়র পর্যায়ে খেলার সময় থেকেই দানিলের খেলা দেখি এবং স্বপ্ন ছিল তাকে কোর্টে হারানোর। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।’
অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরও নিজের অপছন্দের জায়গা থেকে সরে আসেননি মেদভেদেভ। ম্যাচ শেষে বলেছেন, ‘জানি না মানুষ কেন মাটির কোর্ট পছন্দ করে। ব্যাগ, জুতা ও মোজায় মাটি লাগাতে পছন্দ করে। ক্লে সেশনের পর তাদের আবর্জনায় ফেলে দিতে পারেন। হয়তো কিছু লোক এই কোর্টকে পছন্দ করে। তবে আমি করি না।’
অনেকবারই জানিয়েছেন ক্লে কোর্ট পছন্দ নয় দানিল মেদভেদেভের। এ জন্য হয়তো ফ্রেঞ্চ ওপেনের কোর্টও তাঁর সঙ্গে সখ্য তৈরি করতে রাজি নয়। তা না হলে রোল্যাঁ গারোয় ক্যারিয়ারের প্রথম চারবার টানা বিদায়ের পর আবার কেন প্রথম রাউন্ডে থেকেই রাশিয়ান টেনিস তারকাকে ছিটকে যেতে হবে?
এবার তো বাছাইয়ে সুযোগ পাওয়া উঠতি এক টেনিস তারকার কাছেই হারলেন মেদভেদেভ। র্যাঙ্কিংয়ের বিবেচনায় থিয়াগো সেইবোথ ওয়াইল্ডের সঙ্গে তাঁর ব্যবধান অনেক। টেনিসের ২ নম্বর তারকার বিপরীতে ব্রাজিলিয়ান থিয়েগোর র্যাঙ্কিং ১৭২।
বিশাল ব্যবধানের সেই থিয়াগোর কাছেই ৭-৬ (৭-৫), ৬-৭ (৬-৮), ২-৬, ৬-৩, ৬-৪ গেমে হারলেন মেদভেদেভ। অথচ টুর্নামেন্ট শুরু করেছিলেন দুর্দান্ত ছন্দে। রোমে শিরোপা জিতে ফরাসি ওপেন শুরু করেছিলেন তিনি। তাঁর সেই সুখস্মৃতি মাটির কোর্টে দীর্ঘস্থায়ী হলো না।
মেদভেদেভকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণ করার কথা জানিয়েছেন থিয়াগো। ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘জুনিয়র পর্যায়ে খেলার সময় থেকেই দানিলের খেলা দেখি এবং স্বপ্ন ছিল তাকে কোর্টে হারানোর। সেই স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে।’
অন্যদিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পরও নিজের অপছন্দের জায়গা থেকে সরে আসেননি মেদভেদেভ। ম্যাচ শেষে বলেছেন, ‘জানি না মানুষ কেন মাটির কোর্ট পছন্দ করে। ব্যাগ, জুতা ও মোজায় মাটি লাগাতে পছন্দ করে। ক্লে সেশনের পর তাদের আবর্জনায় ফেলে দিতে পারেন। হয়তো কিছু লোক এই কোর্টকে পছন্দ করে। তবে আমি করি না।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১০ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১০ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১১ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১২ ঘণ্টা আগে