পোল্যান্ডের প্রথম নারী হিসেবে ইউএস ওপেন জেতার রেকর্ড গড়লেন ইগা সিয়াতেক। বছরের শেষ গ্র্যান্ড স্লামে ওনস জাবিরকে সরাসরি ৬-২, ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন তিনি।
সিয়াতেক আর্থার অ্যাশ স্টেডিয়ামে শিরোপার লক্ষ্যে নেমে প্রথম সেটে লড়াইয়ের কোনো সুযোগই দেননি জাবিরকে। তিনি ৬-২ গেমে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুই ফাইনালিস্টের মধ্যে। তবে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেননি জাবির। তিউনিসিয়ার নারী টেনিস তারকা টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমে হেরে যান সিয়াতেকের কাছে। সরাসরি সেটে জিতে ইউএস ওপেনের নতুন রানি হলেন সিয়াতেক।
ফ্ল্যাশিং মিডোতে জেতার পর ২১ বছর বয়সী সিয়াতেক বলেছেন, ‘এটি এমন কিছু, যা আশা করিনি। আমি গর্বিত, একটু অবাকও। তবে এটি জিততে পেরে খুশি। কারণ টুর্নামেন্ট শুরুর আগে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।’
দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন জাবির। কিন্তু দুবারেই হতাশা সঙ্গী হয়েছে তাঁর। বছরের শেষ গ্র্যান্ড স্লামে হেরে তিনি বলেছেন, ‘সিয়াতেক সত্যি নিজের মানকে অনেক উঁচুতে নিয়েছে। এটা আমাদের খেলার জন্য ভালো। আমার কাজ চালিয়ে যাব এবং আশা করি তাকে ধরতে পারব। নতুন মৌসুমের জন্য নিজেকে তৈরি করব। আর মনে হচ্ছে, নতুন মৌসুমে ভালো কিছু করতে পারব।’
পোল্যান্ডের নারী টেনিস ইতিহাসের অনেক প্রথমের সঙ্গেই সিয়াতেকের নাম জড়িয়ে রয়েছে। ২০২০ সালে দেশটির প্রথম নারী হিসেবে জিতেছিলেন টেনিস গ্র্যান্ড স্লাম। ক্যারিয়ারের প্রথম অ্যালবামটি জিতেছিলেন ফরাসি ওপেনে। এরপর এ বছর দ্বিতীয়বারের মতো জেতেন লাল দুর্গে। পোল্যান্ডের প্রথম নারী হিসেবে এবার ইউএস ওপেনের ফাইনালে খেলার রেকর্ড গড়েছিলেন। তবে সেখানেই থেমে থাকেননি সিয়াতেক। ফাইনালে জাবিরকে হারিয়ে জিতলেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামও।
পোল্যান্ডের প্রথম নারী হিসেবে ইউএস ওপেন জেতার রেকর্ড গড়লেন ইগা সিয়াতেক। বছরের শেষ গ্র্যান্ড স্লামে ওনস জাবিরকে সরাসরি ৬-২, ৭-৬ (৭-৫) গেমে হারিয়েছেন তিনি।
সিয়াতেক আর্থার অ্যাশ স্টেডিয়ামে শিরোপার লক্ষ্যে নেমে প্রথম সেটে লড়াইয়ের কোনো সুযোগই দেননি জাবিরকে। তিনি ৬-২ গেমে জিতে নেন প্রথম সেট। দ্বিতীয় সেটে বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুই ফাইনালিস্টের মধ্যে। তবে ম্যাচে ঘুরে দাঁড়াতে পারেননি জাবির। তিউনিসিয়ার নারী টেনিস তারকা টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমে হেরে যান সিয়াতেকের কাছে। সরাসরি সেটে জিতে ইউএস ওপেনের নতুন রানি হলেন সিয়াতেক।
ফ্ল্যাশিং মিডোতে জেতার পর ২১ বছর বয়সী সিয়াতেক বলেছেন, ‘এটি এমন কিছু, যা আশা করিনি। আমি গর্বিত, একটু অবাকও। তবে এটি জিততে পেরে খুশি। কারণ টুর্নামেন্ট শুরুর আগে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম।’
দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছিলেন জাবির। কিন্তু দুবারেই হতাশা সঙ্গী হয়েছে তাঁর। বছরের শেষ গ্র্যান্ড স্লামে হেরে তিনি বলেছেন, ‘সিয়াতেক সত্যি নিজের মানকে অনেক উঁচুতে নিয়েছে। এটা আমাদের খেলার জন্য ভালো। আমার কাজ চালিয়ে যাব এবং আশা করি তাকে ধরতে পারব। নতুন মৌসুমের জন্য নিজেকে তৈরি করব। আর মনে হচ্ছে, নতুন মৌসুমে ভালো কিছু করতে পারব।’
পোল্যান্ডের নারী টেনিস ইতিহাসের অনেক প্রথমের সঙ্গেই সিয়াতেকের নাম জড়িয়ে রয়েছে। ২০২০ সালে দেশটির প্রথম নারী হিসেবে জিতেছিলেন টেনিস গ্র্যান্ড স্লাম। ক্যারিয়ারের প্রথম অ্যালবামটি জিতেছিলেন ফরাসি ওপেনে। এরপর এ বছর দ্বিতীয়বারের মতো জেতেন লাল দুর্গে। পোল্যান্ডের প্রথম নারী হিসেবে এবার ইউএস ওপেনের ফাইনালে খেলার রেকর্ড গড়েছিলেন। তবে সেখানেই থেমে থাকেননি সিয়াতেক। ফাইনালে জাবিরকে হারিয়ে জিতলেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লামও।
বছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৩ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৩ ঘণ্টা আগেনারী ওয়ানডে বিশ্বকাপের চলমান আসরে সবচেয়ে বাজে দিনটা বোধহয় পার করে ফেলল বাংলাদেশ। নিজেদের পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার সামনে রীতিমতো খুড়কুটোর মতো উড়ে গেল নিগার সুলতানা জ্যোতিরা। তাদের বিপক্ষে ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তাসমান পাড়ের দেশটি।
৪ ঘণ্টা আগে