নিউইয়র্কের মেয়ে জেসিকা পেগুলা। স্বভাবতই ক্যারোলিন মুচোভার বিপক্ষে ইউএস ওপেনের সেমিফাইনালে দর্শক সমর্থন ছিল তাঁর দিকে। কিন্তু দর্শকদের হতাশ করে মাত্র ২৮ মিনিটেই প্রথম সেট জিতলেন মুচোভা। আধিপত্য ধরে রেখেই দ্বিতীয় সেটে একক পর্যায়ে চেক প্রজাতন্দ্রের মুচোভা এগিয়ে গেলেন ৩-০ গেমে। গ্যালারিতে তখন পিনপতন নীরবতা!
তখন বিশ্বাস করার কেউই হয়তো ছিলেন না—ম্যাচটি জিতবেন পেগুলা। কিন্তু যা ভাবা যায়নি, ঘটল সেটাই, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ১-৬, ৬-৪, ৬-২ গেমে জিতলেন। ম্যাচ শেষে নিজেকে ভাগ্যবান বললেন পেগুলা, ‘আমি নিজেকে ভাগ্যবান ভাবি যে আমি ফাইনালে উঠেছি।’ কেন ভাগ্যবান, তাঁরও একটা ব্যাখ্যা দিলেন তিনি, ‘টেনিসে যেন আমার হাতেখড়ি—এমন পর্যায়ে আমাকে নামিয়ে এনেছিল সে। আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল এবং আমার কান্নার উপক্রম হয়েছিল। আমি জানি না, সেই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছি।’
এই জয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন পেগুলা। ফাইনালে তিনি লড়াই করবেন গতবারের সাবালেঙ্কার বিপক্ষে। বেলারুশের এই তারকা সেমিফাইনালে হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭/২) যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে। গতবারও ফাইনালে খেলেছিলেন সাবালেঙ্কা; কিন্তু পারেননি শিরোপা হাতে নিতে। এবার পারবেন? উত্তরটা সময়ের হাতেই। তবে এটা নিশ্চিত—ফ্ল্যাশিং মিডো পাচ্ছে নতুন এক রানিকে।
নিউইয়র্কের মেয়ে জেসিকা পেগুলা। স্বভাবতই ক্যারোলিন মুচোভার বিপক্ষে ইউএস ওপেনের সেমিফাইনালে দর্শক সমর্থন ছিল তাঁর দিকে। কিন্তু দর্শকদের হতাশ করে মাত্র ২৮ মিনিটেই প্রথম সেট জিতলেন মুচোভা। আধিপত্য ধরে রেখেই দ্বিতীয় সেটে একক পর্যায়ে চেক প্রজাতন্দ্রের মুচোভা এগিয়ে গেলেন ৩-০ গেমে। গ্যালারিতে তখন পিনপতন নীরবতা!
তখন বিশ্বাস করার কেউই হয়তো ছিলেন না—ম্যাচটি জিতবেন পেগুলা। কিন্তু যা ভাবা যায়নি, ঘটল সেটাই, খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ১-৬, ৬-৪, ৬-২ গেমে জিতলেন। ম্যাচ শেষে নিজেকে ভাগ্যবান বললেন পেগুলা, ‘আমি নিজেকে ভাগ্যবান ভাবি যে আমি ফাইনালে উঠেছি।’ কেন ভাগ্যবান, তাঁরও একটা ব্যাখ্যা দিলেন তিনি, ‘টেনিসে যেন আমার হাতেখড়ি—এমন পর্যায়ে আমাকে নামিয়ে এনেছিল সে। আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিল এবং আমার কান্নার উপক্রম হয়েছিল। আমি জানি না, সেই অবস্থা থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছি।’
এই জয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের ফাইনালে উঠলেন পেগুলা। ফাইনালে তিনি লড়াই করবেন গতবারের সাবালেঙ্কার বিপক্ষে। বেলারুশের এই তারকা সেমিফাইনালে হারিয়েছেন ৬-৩, ৭-৬ (৭/২) যুক্তরাষ্ট্রের এমা নাভারোকে। গতবারও ফাইনালে খেলেছিলেন সাবালেঙ্কা; কিন্তু পারেননি শিরোপা হাতে নিতে। এবার পারবেন? উত্তরটা সময়ের হাতেই। তবে এটা নিশ্চিত—ফ্ল্যাশিং মিডো পাচ্ছে নতুন এক রানিকে।
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
১০ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৩ ঘণ্টা আগে