এবারের ইউএস ওপেন শেষে সেরেনা উইলিয়ামস বিদায় জানাবেন টেনিসকে, ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তবে বড় বোন ভেনাস উইলিয়ামস নিজের ভবিষ্যৎ সম্পর্কে এখনো কিছু জানায়নি। সে হিসেবে ভেনাস খেলা চালিয়ে গেলেও আর দেখা যাবে না দুই বোনকে নারী দ্বৈতে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন তাঁরা।
২০১৮ সালের পর এবারেই প্রথম দ্বৈতে খেলতে নেমেছিলেন সেরেনা-ভেনাস জুটি। কিন্তু শেষের শুরুটা একদমই ভালো হয়নি দুই বোনের। প্রথম রাউন্ডে বিদায় নিতে হয়েছে তাঁদের। উইলিয়ামস জুটি ৭-৬ (৭-৫),৬-৪ সেটে ম্যাচ হেরেছেন চেক প্রজাতন্ত্রের লুসি হারাডেকা ও লিন্ডা নসকোভা জুটির কাছে।
টেনিস কিংবদন্তিদের হারানোর পর দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন এই চেক জুটি। ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত লুসি ও লিন্ডা নিজেদেরকে বিশ্বাসই করাতে পারছিলেন না তাঁরা জিতেছেন। লুসি বলেছেন, ‘উইলিয়ামসদের হারানোর জন্য আপনাদের (দর্শক) কাছে ক্ষমা চাচ্ছি। একই সঙ্গে এমন জয়ে আমরা ভীষণ খুশিও।’
সেরেনা-ভেনাস জুটি দ্বৈতে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। আর এককে তাঁদের মোট ৩০টি গ্র্যান্ড স্লাম শিরোপা আছে। এর মধ্যে টেনিস কিংবদন্তি সেরেনার ২৩টি আর বাকি ৭টি বড় বোন ভেনাসের।
দ্বৈতে হারলেও এককে জয়রথ ছুটছে সেরেনার। আজ তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচের বিপক্ষে খেলতে নামবেন আর্থার অ্যাশ স্টেডিয়ামে। আর ভেনাস দ্বৈতের মতো বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডে এককে।
এবারের ইউএস ওপেন শেষে সেরেনা উইলিয়ামস বিদায় জানাবেন টেনিসকে, ইঙ্গিত দিয়েছিলেন আগেই। তবে বড় বোন ভেনাস উইলিয়ামস নিজের ভবিষ্যৎ সম্পর্কে এখনো কিছু জানায়নি। সে হিসেবে ভেনাস খেলা চালিয়ে গেলেও আর দেখা যাবে না দুই বোনকে নারী দ্বৈতে। ইউএস ওপেনের প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন তাঁরা।
২০১৮ সালের পর এবারেই প্রথম দ্বৈতে খেলতে নেমেছিলেন সেরেনা-ভেনাস জুটি। কিন্তু শেষের শুরুটা একদমই ভালো হয়নি দুই বোনের। প্রথম রাউন্ডে বিদায় নিতে হয়েছে তাঁদের। উইলিয়ামস জুটি ৭-৬ (৭-৫),৬-৪ সেটে ম্যাচ হেরেছেন চেক প্রজাতন্ত্রের লুসি হারাডেকা ও লিন্ডা নসকোভা জুটির কাছে।
টেনিস কিংবদন্তিদের হারানোর পর দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন এই চেক জুটি। ম্যাচ জয়ের পর উচ্ছ্বসিত লুসি ও লিন্ডা নিজেদেরকে বিশ্বাসই করাতে পারছিলেন না তাঁরা জিতেছেন। লুসি বলেছেন, ‘উইলিয়ামসদের হারানোর জন্য আপনাদের (দর্শক) কাছে ক্ষমা চাচ্ছি। একই সঙ্গে এমন জয়ে আমরা ভীষণ খুশিও।’
সেরেনা-ভেনাস জুটি দ্বৈতে ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। আর এককে তাঁদের মোট ৩০টি গ্র্যান্ড স্লাম শিরোপা আছে। এর মধ্যে টেনিস কিংবদন্তি সেরেনার ২৩টি আর বাকি ৭টি বড় বোন ভেনাসের।
দ্বৈতে হারলেও এককে জয়রথ ছুটছে সেরেনার। আজ তৃতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার আজলা টমলজানোভিচের বিপক্ষে খেলতে নামবেন আর্থার অ্যাশ স্টেডিয়ামে। আর ভেনাস দ্বৈতের মতো বিদায় নিয়েছেন প্রথম রাউন্ডে এককে।
মিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
১৫ মিনিট আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
১ ঘণ্টা আগেশূন্যে কয়েন ছুড়লেন স্বাগতিক অধিনায়ক লিটন দাস। সফরকারী দল পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা ‘কল’ দিলেন। এবার ভাগ্য লিটনের পক্ষে কথা বলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টসে জিতেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। টানা ৯ ম্যাচে টস হারের পর অবশেষে এবার জিতলেন লিটন। দলের একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলেছিলেন তিনি। সিরিজ জয়ের পরের দুই ম্যাচে ছিলেন না একাদশে।
২ ঘণ্টা আগে