ঢাকা: খুঁড়িয়ে খুঁড়িয়ে কোর্টে ঢুকলেন। দর্শক সারিতে যাঁরা বসেছিলেন, তাঁরা করতালি দিয়ে অভিবাদন জানালেন। দর্শকদের ভালোবাসা নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে যেই না সার্ভ করতে গেলেন, বুঝে গেলেন ‘নাহ, এবারও হচ্ছে না’! স্বপ্নের ২৪ তম গ্র্যান্ড স্লাম ছোঁয়ার অপেক্ষা আরও বাড়িয়ে চোখে অশ্রু নিয়ে কাল উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্রাস কোর্টে সাতবারের সেরা সেরেনা উইলিয়ামস।
নারীদের টেনিসে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে ভাগ বসানোর লক্ষ্যে কাল উইম্বলডনে প্রথম রাউন্ডে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিকাসান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় পঞ্চম গেমের মাথায় ঘটল অঘটন। সেন্টার কোর্টে আচমকাই খেলেন এক হোঁচট!
গুরুতর চোট যে পেয়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা, ১০ মিনিট ধরে চিকিৎসা নেওয়া থেকেই বোঝা গেল। চিকিৎসা নেওয়া শেষে দর্শকদের করতালির মধ্যে ফিরে এলেন কোর্টে। কিন্তু সার্ভ করতে গিয়েই বুঝে গেলেন, খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। অশ্রু চোখে নাম প্রত্যাহার করলেন এবারের উইম্বলডন থেকে।
একজন কিংবদন্তির চোখে অশ্রু দেখে খারাপ লেগেছে সেরেনার প্রতিপক্ষ সাসনোভিচেরও। এমন বিদায় মানতে পারছেন না বেলারুশের টেনিস তারকা, ‘আমি সেরেনার দুঃখে কষ্ট পাচ্ছি। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। টেনিসে এমনটা হয়। তাঁর জন্য শুভ কামনা।’
এমন ঘটনা ঘটেছে ছেলেদের ম্যাচেও। সেরেনার ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে অপ্রত্যাশিতভাবে ওয়াকওভার পেয়েছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার। খেলায় যখন ২-২ সেটে সমতা, তখনই কোর্টে হোঁচট খেয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন ফরাসি আদ্রিয়ান মানারিনো। এক হোঁচটে চোখের পানি ফেলেছেন সেরেনা, আবার এই হোঁচটই শাপে-বর হয়েছে সুইস কিংবদন্তির!
ঢাকা: খুঁড়িয়ে খুঁড়িয়ে কোর্টে ঢুকলেন। দর্শক সারিতে যাঁরা বসেছিলেন, তাঁরা করতালি দিয়ে অভিবাদন জানালেন। দর্শকদের ভালোবাসা নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে যেই না সার্ভ করতে গেলেন, বুঝে গেলেন ‘নাহ, এবারও হচ্ছে না’! স্বপ্নের ২৪ তম গ্র্যান্ড স্লাম ছোঁয়ার অপেক্ষা আরও বাড়িয়ে চোখে অশ্রু নিয়ে কাল উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্রাস কোর্টে সাতবারের সেরা সেরেনা উইলিয়ামস।
নারীদের টেনিসে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে ভাগ বসানোর লক্ষ্যে কাল উইম্বলডনে প্রথম রাউন্ডে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিকাসান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় পঞ্চম গেমের মাথায় ঘটল অঘটন। সেন্টার কোর্টে আচমকাই খেলেন এক হোঁচট!
গুরুতর চোট যে পেয়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা, ১০ মিনিট ধরে চিকিৎসা নেওয়া থেকেই বোঝা গেল। চিকিৎসা নেওয়া শেষে দর্শকদের করতালির মধ্যে ফিরে এলেন কোর্টে। কিন্তু সার্ভ করতে গিয়েই বুঝে গেলেন, খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। অশ্রু চোখে নাম প্রত্যাহার করলেন এবারের উইম্বলডন থেকে।
একজন কিংবদন্তির চোখে অশ্রু দেখে খারাপ লেগেছে সেরেনার প্রতিপক্ষ সাসনোভিচেরও। এমন বিদায় মানতে পারছেন না বেলারুশের টেনিস তারকা, ‘আমি সেরেনার দুঃখে কষ্ট পাচ্ছি। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। টেনিসে এমনটা হয়। তাঁর জন্য শুভ কামনা।’
এমন ঘটনা ঘটেছে ছেলেদের ম্যাচেও। সেরেনার ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে অপ্রত্যাশিতভাবে ওয়াকওভার পেয়েছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার। খেলায় যখন ২-২ সেটে সমতা, তখনই কোর্টে হোঁচট খেয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন ফরাসি আদ্রিয়ান মানারিনো। এক হোঁচটে চোখের পানি ফেলেছেন সেরেনা, আবার এই হোঁচটই শাপে-বর হয়েছে সুইস কিংবদন্তির!
টেস্ট আর টি-টোয়েন্টি সংস্করণ এখনো বাংলাদেশ দলের কাছে বিরাট এক ‘গোলকধাঁধা’। যে ওয়ানডে সংস্করণে লাল-সবুজের দল ২০১৫ বিশ্বকাপ থেকে নিজেদের অন্যভাবে চিনিয়েছিল, সেটিতেও বিরাট অধঃপতন ঘটেছে শান্তদের। কাল আইসিসির বার্ষিক হালনাগাদ র্যাঙ্কিংয়ের বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি সংস্করণে আগের মতো ৯ নম্বরে থাকলেও
৩ মিনিট আগেব্রাজিলের প্রধান কোচের পদ শূন্য হওয়ার পরই বারবার চলে আসছে কার্লো আনচেলত্তির নাম। একবার ব্রাজিলের কোচ হচ্ছেন না তো মুহূর্তে শোনা যায় উল্টো সংবাদ। এবার এই নাটকে এল নতুন এক মোড়।
৩৪ মিনিট আগে‘সমিত সোমের পাসপোর্ট হয়ে গেছে, বাকি আর একটি প্রক্রিয়া সারতে কাল (আজ) ফিফার কাছে আবেদন করব’—কাল গুলশানে নিজে বাসভবনে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে বলছিলেন ফাহাদ করিম চৌধুরী। প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ ফুটবলে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বাফুফের সহসভাপতি ও বিপণন বিভাগের প্রধান।
১ ঘণ্টা আগেড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১৪ ঘণ্টা আগে