ক্রীড়া ডেস্ক
ঢাকা: খুঁড়িয়ে খুঁড়িয়ে কোর্টে ঢুকলেন। দর্শক সারিতে যাঁরা বসেছিলেন, তাঁরা করতালি দিয়ে অভিবাদন জানালেন। দর্শকদের ভালোবাসা নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে যেই না সার্ভ করতে গেলেন, বুঝে গেলেন ‘নাহ, এবারও হচ্ছে না’! স্বপ্নের ২৪ তম গ্র্যান্ড স্লাম ছোঁয়ার অপেক্ষা আরও বাড়িয়ে চোখে অশ্রু নিয়ে কাল উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্রাস কোর্টে সাতবারের সেরা সেরেনা উইলিয়ামস।
নারীদের টেনিসে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে ভাগ বসানোর লক্ষ্যে কাল উইম্বলডনে প্রথম রাউন্ডে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিকাসান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় পঞ্চম গেমের মাথায় ঘটল অঘটন। সেন্টার কোর্টে আচমকাই খেলেন এক হোঁচট!
গুরুতর চোট যে পেয়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা, ১০ মিনিট ধরে চিকিৎসা নেওয়া থেকেই বোঝা গেল। চিকিৎসা নেওয়া শেষে দর্শকদের করতালির মধ্যে ফিরে এলেন কোর্টে। কিন্তু সার্ভ করতে গিয়েই বুঝে গেলেন, খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। অশ্রু চোখে নাম প্রত্যাহার করলেন এবারের উইম্বলডন থেকে।
একজন কিংবদন্তির চোখে অশ্রু দেখে খারাপ লেগেছে সেরেনার প্রতিপক্ষ সাসনোভিচেরও। এমন বিদায় মানতে পারছেন না বেলারুশের টেনিস তারকা, ‘আমি সেরেনার দুঃখে কষ্ট পাচ্ছি। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। টেনিসে এমনটা হয়। তাঁর জন্য শুভ কামনা।’
এমন ঘটনা ঘটেছে ছেলেদের ম্যাচেও। সেরেনার ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে অপ্রত্যাশিতভাবে ওয়াকওভার পেয়েছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার। খেলায় যখন ২-২ সেটে সমতা, তখনই কোর্টে হোঁচট খেয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন ফরাসি আদ্রিয়ান মানারিনো। এক হোঁচটে চোখের পানি ফেলেছেন সেরেনা, আবার এই হোঁচটই শাপে-বর হয়েছে সুইস কিংবদন্তির!
ঢাকা: খুঁড়িয়ে খুঁড়িয়ে কোর্টে ঢুকলেন। দর্শক সারিতে যাঁরা বসেছিলেন, তাঁরা করতালি দিয়ে অভিবাদন জানালেন। দর্শকদের ভালোবাসা নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে যেই না সার্ভ করতে গেলেন, বুঝে গেলেন ‘নাহ, এবারও হচ্ছে না’! স্বপ্নের ২৪ তম গ্র্যান্ড স্লাম ছোঁয়ার অপেক্ষা আরও বাড়িয়ে চোখে অশ্রু নিয়ে কাল উইম্বলডন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন গ্রাস কোর্টে সাতবারের সেরা সেরেনা উইলিয়ামস।
নারীদের টেনিসে মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তিতে ভাগ বসানোর লক্ষ্যে কাল উইম্বলডনে প্রথম রাউন্ডে কোর্টে নেমেছিলেন সেরেনা। প্রতিপক্ষ ছিলেন বেলারুশের আলিকাসান্দ্রা সাসনোভিচ। প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে থাকা অবস্থায় পঞ্চম গেমের মাথায় ঘটল অঘটন। সেন্টার কোর্টে আচমকাই খেলেন এক হোঁচট!
গুরুতর চোট যে পেয়েছেন ৩৯ বছর বয়সী সেরেনা, ১০ মিনিট ধরে চিকিৎসা নেওয়া থেকেই বোঝা গেল। চিকিৎসা নেওয়া শেষে দর্শকদের করতালির মধ্যে ফিরে এলেন কোর্টে। কিন্তু সার্ভ করতে গিয়েই বুঝে গেলেন, খেলা চালিয়ে যাওয়াটা কঠিন। অশ্রু চোখে নাম প্রত্যাহার করলেন এবারের উইম্বলডন থেকে।
একজন কিংবদন্তির চোখে অশ্রু দেখে খারাপ লেগেছে সেরেনার প্রতিপক্ষ সাসনোভিচেরও। এমন বিদায় মানতে পারছেন না বেলারুশের টেনিস তারকা, ‘আমি সেরেনার দুঃখে কষ্ট পাচ্ছি। তিনি একজন সত্যিকারের চ্যাম্পিয়ন। টেনিসে এমনটা হয়। তাঁর জন্য শুভ কামনা।’
এমন ঘটনা ঘটেছে ছেলেদের ম্যাচেও। সেরেনার ম্যাচের ঠিক এক ঘণ্টা আগে অপ্রত্যাশিতভাবে ওয়াকওভার পেয়েছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেদেরার। খেলায় যখন ২-২ সেটে সমতা, তখনই কোর্টে হোঁচট খেয়ে নিজের নাম প্রত্যাহার করে নেন ফরাসি আদ্রিয়ান মানারিনো। এক হোঁচটে চোখের পানি ফেলেছেন সেরেনা, আবার এই হোঁচটই শাপে-বর হয়েছে সুইস কিংবদন্তির!
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১০ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৪ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৫ ঘণ্টা আগে