টেলর ফ্রিটজ, ইয়ানিক সিনার—দুজনের কাছেই আর্থার অ্যাশের মঞ্চটা ছিল ইতিহাস গড়ার। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন সিনার। ঐতিহাসিক এই শিরোপা ইতালিয়ান টেনিস তারকা উৎসর্গ করলেন তাঁর অসুস্থ খালাকে।
ইউএস ওপেনের ইতিহাসে প্রথম ইতালিয়ান হিসেবে এবারই চ্যাম্পিয়ন হলেন সিনার। তবে তাঁর মন যে বারবার কাঁদছিল অসুস্থ খালার জন্য। এ কারণে শিরোপা জিতে তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। আবেগপ্রবণ ইতালির এই টেনিস তারকা আর্থার অ্যাশে গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘আমি এটা অসুস্থ খালাকে উৎসর্গ করতে চাই। যিনি এই মুহূর্তে ভালো নেই। ‘আমি জানি না তাঁকে আর কতদিন পাব। তাঁর সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে ভালো লাগছে। তিনি আমার জীবনে এখনো অনেক গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন, সেটাই আমার চাওয়া। তবে ভাগ্যের কী পরিহাস। এখন আর সেটা সম্ভব না।’
ফ্রিটজের এবারের ফাইনালে ওঠা ছিল গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের কোনো টেনিস তারকার ইউএস ওপেন ফাইনালে খেলা। শিরোপা জয়ের হিসেব করলে সেটা আরও পুরোনো। মার্কিনদের মধ্যে সবশেষ ইউএস ওপেন ২০০৩ সালে জিতেছিলেন অ্যান্ডি রডিক। সেই ২১ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে গত রাতে যখন নামেন ফ্রিটজ, তখন আর পাত্তাই পাননি। সরাসরি সেটে (৬-৩,৬-৪ ও ৭-৫ গেমে) ফ্রিটজকে হারিয়েছেন সিনার।
ক্যারিয়ারে এ নিয়ে দুইবার গ্র্যান্ড স্লাম জেতেন সিনার। দুটোই জিতেছেন ২০২৪ সালে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে সিনারকে পরীক্ষা দিতে হয়েছিল দানিল মেদভেদেভের কাছে। দুই সেট পিছিয়ে যাওয়ার পর সেখানে ঘুরে দাঁড়িয়েছিলেন সিনার। ইতালিয়ান টেনিস তারকা এবার তো ইতিহাস গড়লেন হেসেখেলে।
ইউএস ওপেনের শিরোপা জয় ছাপিয়ে অসুস্থ খালার কথা চিন্তা করেই অশ্রুসিক্ত হয়ে পড়েন সিনার।
টেলর ফ্রিটজ, ইয়ানিক সিনার—দুজনের কাছেই আর্থার অ্যাশের মঞ্চটা ছিল ইতিহাস গড়ার। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়লেন সিনার। ঐতিহাসিক এই শিরোপা ইতালিয়ান টেনিস তারকা উৎসর্গ করলেন তাঁর অসুস্থ খালাকে।
ইউএস ওপেনের ইতিহাসে প্রথম ইতালিয়ান হিসেবে এবারই চ্যাম্পিয়ন হলেন সিনার। তবে তাঁর মন যে বারবার কাঁদছিল অসুস্থ খালার জন্য। এ কারণে শিরোপা জিতে তাঁর চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল। আবেগপ্রবণ ইতালির এই টেনিস তারকা আর্থার অ্যাশে গত রাতে চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, ‘আমি এটা অসুস্থ খালাকে উৎসর্গ করতে চাই। যিনি এই মুহূর্তে ভালো নেই। ‘আমি জানি না তাঁকে আর কতদিন পাব। তাঁর সঙ্গে এই মুহূর্তটা শেয়ার করতে পেরে ভালো লাগছে। তিনি আমার জীবনে এখনো অনেক গুরুত্বপূর্ণ। যত তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন, সেটাই আমার চাওয়া। তবে ভাগ্যের কী পরিহাস। এখন আর সেটা সম্ভব না।’
ফ্রিটজের এবারের ফাইনালে ওঠা ছিল গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের কোনো টেনিস তারকার ইউএস ওপেন ফাইনালে খেলা। শিরোপা জয়ের হিসেব করলে সেটা আরও পুরোনো। মার্কিনদের মধ্যে সবশেষ ইউএস ওপেন ২০০৩ সালে জিতেছিলেন অ্যান্ডি রডিক। সেই ২১ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে গত রাতে যখন নামেন ফ্রিটজ, তখন আর পাত্তাই পাননি। সরাসরি সেটে (৬-৩,৬-৪ ও ৭-৫ গেমে) ফ্রিটজকে হারিয়েছেন সিনার।
ক্যারিয়ারে এ নিয়ে দুইবার গ্র্যান্ড স্লাম জেতেন সিনার। দুটোই জিতেছেন ২০২৪ সালে। এ বছর অস্ট্রেলিয়ান ওপেনে সিনারকে পরীক্ষা দিতে হয়েছিল দানিল মেদভেদেভের কাছে। দুই সেট পিছিয়ে যাওয়ার পর সেখানে ঘুরে দাঁড়িয়েছিলেন সিনার। ইতালিয়ান টেনিস তারকা এবার তো ইতিহাস গড়লেন হেসেখেলে।
ইউএস ওপেনের শিরোপা জয় ছাপিয়ে অসুস্থ খালার কথা চিন্তা করেই অশ্রুসিক্ত হয়ে পড়েন সিনার।
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
২ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে খেলবে বাংলাদেশ। অপর গ্রুপে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক বৈরিতায় যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের নিয়মিত দেখা হয় না, তখন কালেভদ্রে যা খেলা হয় ভক্ত-সমর্থকদের সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। এজবাস্টনের মঞ্চ আজ প্রস্তুত ছিল ভারত-পাকিস্তান লড়াই দেখতে। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু পণ্ড হয়ে যায়।
৩ ঘণ্টা আগে