Ajker Patrika

এশিয়া কাপে সোনা জয়ের স্বপ্ন দেখাচ্ছেন বাংলাদেশের তীরন্দাজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়া কাপে সোনা জয়ের লড়াইয়ে আছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। ফাইল ছবি
এশিয়া কাপে সোনা জয়ের লড়াইয়ে আছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। ফাইল ছবি

সিঙ্গাপুরে এশিয়া কাপের দ্বিতীয় লেগ থেকে অন্তত দুটি পদক জয়ের আশা করেছিলেন বাংলাদেশ কোচ মার্টিন ফ্রেডরিখ। দলীয় ইভেন্টে নিয়েই প্রত্যাশা বেশি ছিল তাঁর। পুরুষ রিকার্ভের ব্যক্তিগত ইভেন্টে অবশ্য চমক দেখিয়েছেন আব্দুর রহমান আলিফ। ফাইনালে উঠে তিনি দেখাচ্ছেন সোনা জয়ের স্বপ্ন।

গতকাল বাছাইপর্বে সাতে থেকে শেষ করেন আলিফ। যার ফলে তাঁর নকআউট ম্যাচ শুরু হয় দ্বিতীয় রাউন্ড থেকে। চীনের আলিনকে ৬-২ সেট পয়েন্টে উড়িয়ে দেন তিনি। পঞ্চম রাউন্ডে অবশ্য পাঁচ সেটের লড়াই হয় মালয়েশিয়ার শিয়াফিক বুসথামিনের সঙ্গে। কিন্তু হাল ছাড়েননি আলিফ। ৬-৪ সেট পয়েন্টে ম্যাচ জিতে নিয়ে পা রাখেন কোয়ার্টার ফাইনালে।

সামনে পড়েছিল কঠিন প্রতিপক্ষ তাই-ইয়েন লিউ। চাইনিজ তাইপের এই তীরন্দাজ বাছাইপর্ব শেষ করেন দুইয়ে থেকে। তবে আলিফের কাছে বিধ্বস্ত হন ৭-৩ ব্যবধানে। সেমিফাইনালে চাইনিজ তাইপের আরেক তীরন্দাজ পিন-আন চেনকে ৬-৪ ব্যবধানে হারিয়ে পদক নিশ্চিত করেন আলিফ। ২০ জুন ফাইনালে জাপানের গাকুতো মিয়াতার বিপক্ষে সোনার লড়াইয়ে নামবেন তিনি।

এই ইভেন্টে প্রথম রাউন্ডে ছিটকে যান সাগর ইসলাম ও রামকৃষ্ণ সাহা। রাকিব মিয়া দ্বিতীয় রাউন্ডে গেলেও হেরে যান মালয়েশিয়ার বুসথামিনের কাছে।

রিকার্ভের নারী ইভেন্টে প্রথম দুই রাউন্ডে জিতলেও তৃতীয় রাউন্ডে হেরে যান বাংলাদেশের মনিরা আক্তার। ভারতের বৈষ্ণভী বাবারাওয়ের কাছে ৭-৩ ব্যবধানে হারেন তিনি।

পুরুষ কম্পাউন্ডে আলিফের মতো সোনা জয়ের পথে হাঁটছিলেন হিমু বাছাড়। কিন্তু সেমিফাইনালে ভারতের আর্চার কুশল দালালের কাছে ১৪৭-১৪৩ স্কোরে হেরে পা হড়কান তিনি। তবে রয়েছে ব্রোঞ্জ জয়ের সম্ভাবনা। ২০ জুন যেখানে হিমু মুখোমুখি হবেন ভারতের শচীন চেচির। এর আগে কোয়ার্টারে ভারতের মনি রত্নম থিরুমুরু, তৃতীয় রাউন্ডে কাজাখস্তানের বুনিয়োদ মির্জামেতভ ও দ্বিতীয় রাউন্ডে সৌদি আরবের আব্দুল্লাহ ইব্রাহিমকে হারান হিমু। একই ইভেন্টে বাংলাদেশের বাকি দুই আর্চার অবশ্য হতাশ করেছে। নেওয়াজ আহমেদ রাকিব প্রথম ও সোহেল রানা দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন।

নারী কম্পাউন্ডে বাংলাদেশের পুষ্পিতা জামান তৃতীয়, বন্যা আক্তার দ্বিতীয় ও কুলসুম আক্তার মনি প্রথম রাউন্ডের বেশি এগোতে পারেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত