Ajker Patrika

ইরাকে জ্বলে উঠলেন রোমান সানা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইরাকে জ্বলে উঠলেন রোমান সানা 

ঘরোয়া-আন্তর্জাতিক মিলিয়ে একের পর এক টুর্নামেন্টে পদক খরায় ভুগতে থাকা রোমান সানা অবশেষে পাচ্ছেন সোনা জয়ের সুযোগ। রোমান ছন্দে ফিরেছেন ইরাকের সুলাইমানিতে। উঠেছেন এশিয়া কাপ আর্চারির স্টেজ টুর রিকার্ভ এককের ফাইনালে। 

আজ ছেলেদের রিকার্ভ এককে স্বদেশি হাকিম আহমেদ রুবেলের মুখোমুখি হয়েছেন রোমান। রুবেলকে ৬-২ সেটে হারিয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন উজবেকিস্তানের আমিরখান সাদিকভ। 

ফাইনালে ওঠার লড়াইয়ে আমিরখানকে লড়াইয়ের কোনো সুযোগই দেননি রোমান। ফাইনালে উঠেছেন ৬-০ সেটে ম্যাচ জিতে। বুধবারের ফাইনালে ভারতের মৃণাল চৌহানের বিপক্ষে লড়বেন রোমান। একই দিনে ছেলেদের দলীয় ইভেন্টেও খেলবেন রোমানরা।

নারী কম্পাউন্ড ইভেন্টের ব্রোঞ্জ নিশ্চিত করেছে বাংলাদেশ।  শ্যামলী রায় ও সোমা বিশ্বাস দুজনেই হেরেছেন ভারতীয় প্রতিপক্ষের কাছে। সেমিফাইনালে ভারতের সাক্ষী চৌধুরীর কাছে ১৪৩-১৪০ পয়েন্টে হেরেছেন শ্যামলী রায়। পারনিত কাউলের কাছে ১৪৬-১৩৭ পয়েন্টে হেরেছেন সোমা বিশ্বাস। ব্রোঞ্জের লড়াইয়ে কাল মুখোমুখি হবেন শ্যামলী ও সোমা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...