Ajker Patrika

জুনিয়র হকি বিশ্বকাপে কঠিন পুলে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ জুন ২০২৫, ১৯: ০৫
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ফাইল ছবি
বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। ফাইল ছবি

বয়সভিত্তিক হলেও প্রথমবারের মতো হকির কোনো বিশ্ব আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ। ২৮ নভেম্বর থেকে ভারতের তামিলনাড়ুতে শুরু হবে জুনিয়র (অনূর্ধ্ব-২১) হকি বিশ্বকাপ। অভিষেক আসরে কঠিন পুলেই পড়েছে বাংলাদেশ। ‘এফ’ পুলে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়া।

প্রথমবারের বিশ্বকাপ হচ্ছে ২৪ দল নিয়ে। সুইজারল্যান্ডের লসান শহরে আজ হয়েছে টুর্নামেন্টের ড্র। ২৪ দলকে ভাগ করে হয়েছে ৬ পুলে।

জুনিয়র হকি বিশ্বকাপে একবার চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে অস্ট্রেলিয়ার। রানার্সআপ হয়েছে তিনবার। ফ্রান্স কখনো চ্যাম্পিয়ন না হলেও ফাইনাল খেলেছে দুবার। গত আসরে রানার্সআপ হয়েছে তারা। কোরিয়ার সর্বোচ্চ ১৯৮৯ সালে চতুর্থ হওয়া।

সেই তুলনায় বাংলাদেশ শক্তিতে অনেকটা পিছিয়ে আছে। গত বছর ওমানে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে বিশ্বকাপের টিকিট কাটে বাংলাদেশ। ফাইনালে যেতে না পারলেও ৫ম স্থান নির্ধারণী লড়াইয়ে চীনকে হারায় ৬-৩ ব্যবধানে। তবে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিশ্চিত হয় এর আগে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারানোর ফলে।

এশিয়া থেকে স্বাগতিক ভারতসহ সাতটি দল অংশ নিচ্ছে বিশ্বকাপে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত