Ajker Patrika

৪৩ বছর পর এশিয়া কাপে নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ২০: ৩০
এএইচএফ কাপের শিরোপা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফাইল ছবি
এএইচএফ কাপের শিরোপা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ফাইল ছবি

জিতলেই মিলবে এশিয়া কাপের টিকিট। বাংলাদেশের জন্য সমীকরণ অতটা কঠিন ছিল না বলা যায়। কারণ, এএইচএফ কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবার শিরোপা ধরে রাখতে পারল না মামুন উর রশিদের দল। ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। তাই বাংলাদেশকে ছাড়া প্রথমবারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ হকি।

পুল পর্বে টানা চার ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। সেমিফাইনালে পা রাখে পুল চ্যাম্পিয়ন হয়ে। ওমান ছিল অপর পুলের রানার্সআপ। বাংলাদেশকে হারিয়ে যেন গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিল তারা।

জাকার্তার জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকে জমে ওঠে খেলা। প্রথম কোয়ার্টারের অষ্টম মিনিটে গোল করে ওমানকে এগিয়ে দেন আলিয়াস আল নৌফালি। তবে খুব বেশি সময় ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে সমতায় ফেরান সোহানুর রহমান সবুজ।

দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এবার ওমানের জাল কাঁপান আশরাফুল ইসলাম। পিছিয়ে পড়ার পর আরও তেতে ওঠে ওমান। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাশাদ আল ফাজারির গোলে সমতায় ফেরে তারা। এর ঠিক তিন মিনিট পর তাদের এগিয়ে দেন ফাহাদ আল লাওয়াতি।

তৃতীয় কোয়ার্টারে হয়েছে আরও তিনটি গোল। কিন্তু বাংলাদেশ করতে পেরেছে মাত্র একটি। ৩১ মিনিটে ওমানের হয়ে আবারও ব্যবধান বাড়ান আলিয়াস। ৩৮ মিনিটে ওবায়দুল হকের ফিল্ড গোলে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। কিন্তু ৪৪ মিনিটে ওমানের পঞ্চম গোলটি করেন রাশাদ। শেষ কোয়ার্টারে চেষ্টা করেও একটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ। যদিও এই ১৫ মিনিটে বেশি দাপট দেখিয়েছে ওমানই। তবে ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান সবুজ।

পরে আর কোনো গোল করতে না পারায় এএইচএফ কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। আগামী আগস্টে এশিয়া কাপ আয়োজন করবে ভারত। ৪৩ বছরে এই প্রথম এশিয়া কাপের কোনো আসরে অংশ নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ; যা বেশ হতাশার!

এদিকে অপর সেমিফাইনালে কাজাখস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওমানের সঙ্গী চায়নিজ তাইপে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত