নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিতলেই মিলবে এশিয়া কাপের টিকিট। বাংলাদেশের জন্য সমীকরণ অতটা কঠিন ছিল না বলা যায়। কারণ, এএইচএফ কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবার শিরোপা ধরে রাখতে পারল না মামুন উর রশিদের দল। ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। তাই বাংলাদেশকে ছাড়া প্রথমবারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ হকি।
পুল পর্বে টানা চার ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। সেমিফাইনালে পা রাখে পুল চ্যাম্পিয়ন হয়ে। ওমান ছিল অপর পুলের রানার্সআপ। বাংলাদেশকে হারিয়ে যেন গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিল তারা।
জাকার্তার জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকে জমে ওঠে খেলা। প্রথম কোয়ার্টারের অষ্টম মিনিটে গোল করে ওমানকে এগিয়ে দেন আলিয়াস আল নৌফালি। তবে খুব বেশি সময় ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে সমতায় ফেরান সোহানুর রহমান সবুজ।
দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এবার ওমানের জাল কাঁপান আশরাফুল ইসলাম। পিছিয়ে পড়ার পর আরও তেতে ওঠে ওমান। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাশাদ আল ফাজারির গোলে সমতায় ফেরে তারা। এর ঠিক তিন মিনিট পর তাদের এগিয়ে দেন ফাহাদ আল লাওয়াতি।
তৃতীয় কোয়ার্টারে হয়েছে আরও তিনটি গোল। কিন্তু বাংলাদেশ করতে পেরেছে মাত্র একটি। ৩১ মিনিটে ওমানের হয়ে আবারও ব্যবধান বাড়ান আলিয়াস। ৩৮ মিনিটে ওবায়দুল হকের ফিল্ড গোলে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। কিন্তু ৪৪ মিনিটে ওমানের পঞ্চম গোলটি করেন রাশাদ। শেষ কোয়ার্টারে চেষ্টা করেও একটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ। যদিও এই ১৫ মিনিটে বেশি দাপট দেখিয়েছে ওমানই। তবে ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান সবুজ।
পরে আর কোনো গোল করতে না পারায় এএইচএফ কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। আগামী আগস্টে এশিয়া কাপ আয়োজন করবে ভারত। ৪৩ বছরে এই প্রথম এশিয়া কাপের কোনো আসরে অংশ নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ; যা বেশ হতাশার!
এদিকে অপর সেমিফাইনালে কাজাখস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওমানের সঙ্গী চায়নিজ তাইপে।
জিতলেই মিলবে এশিয়া কাপের টিকিট। বাংলাদেশের জন্য সমীকরণ অতটা কঠিন ছিল না বলা যায়। কারণ, এএইচএফ কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবার শিরোপা ধরে রাখতে পারল না মামুন উর রশিদের দল। ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকে। তাই বাংলাদেশকে ছাড়া প্রথমবারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ হকি।
পুল পর্বে টানা চার ম্যাচ জিতে বেশ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। সেমিফাইনালে পা রাখে পুল চ্যাম্পিয়ন হয়ে। ওমান ছিল অপর পুলের রানার্সআপ। বাংলাদেশকে হারিয়ে যেন গত আসরের ফাইনাল হারের প্রতিশোধ নিল তারা।
জাকার্তার জিবিকে হকি মাঠে ম্যাচের শুরু থেকে জমে ওঠে খেলা। প্রথম কোয়ার্টারের অষ্টম মিনিটে গোল করে ওমানকে এগিয়ে দেন আলিয়াস আল নৌফালি। তবে খুব বেশি সময় ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে সমতায় ফেরান সোহানুর রহমান সবুজ।
দ্বিতীয় কোয়ার্টারের ২৪ মিনিটে আবার পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ। এবার ওমানের জাল কাঁপান আশরাফুল ইসলাম। পিছিয়ে পড়ার পর আরও তেতে ওঠে ওমান। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাশাদ আল ফাজারির গোলে সমতায় ফেরে তারা। এর ঠিক তিন মিনিট পর তাদের এগিয়ে দেন ফাহাদ আল লাওয়াতি।
তৃতীয় কোয়ার্টারে হয়েছে আরও তিনটি গোল। কিন্তু বাংলাদেশ করতে পেরেছে মাত্র একটি। ৩১ মিনিটে ওমানের হয়ে আবারও ব্যবধান বাড়ান আলিয়াস। ৩৮ মিনিটে ওবায়দুল হকের ফিল্ড গোলে তৃতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। কিন্তু ৪৪ মিনিটে ওমানের পঞ্চম গোলটি করেন রাশাদ। শেষ কোয়ার্টারে চেষ্টা করেও একটির বেশি গোল করতে পারেনি বাংলাদেশ। যদিও এই ১৫ মিনিটে বেশি দাপট দেখিয়েছে ওমানই। তবে ৫৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান সবুজ।
পরে আর কোনো গোল করতে না পারায় এএইচএফ কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। আগামী আগস্টে এশিয়া কাপ আয়োজন করবে ভারত। ৪৩ বছরে এই প্রথম এশিয়া কাপের কোনো আসরে অংশ নেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ; যা বেশ হতাশার!
এদিকে অপর সেমিফাইনালে কাজাখস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে ওমানের সঙ্গী চায়নিজ তাইপে।
বিদেশের মাটিতে এক মাসে তৃতীয় পদকের দেখা পেলেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। এবারের অর্জনটা অবশ্য বড়। মালয়েশিয়ায় উন্মুক্ত সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে সোনা জিতেছেন তিনি। বিদেশের মাটিতে এটাই তাঁর প্রথম সোনা।
১ ঘণ্টা আগেপ্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চার দিনের কাতার সফরে ছিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা এবং ফুটবলার আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা। সেখানে কাতারে বিভিন্ন ফুটবল স্টেডিয়াম, অলিম্পিক জাদুঘর ও ফরাসি ক্লাব পিএসজির একাডেমি ঘুরে দেখেছেন তাঁরা...
৩ ঘণ্টা আগেক্রিস্টাল প্যালেসের সঙ্গে আর্সেনালের ম্যাচ ড্র হওয়ায়, লিভারপুলের প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত করতে টটেনহামের বিপক্ষে প্রয়োজন শুধুমাত্র এক পয়েন্ট। রেডদের বাকি রয়েছে আরও চারটি ম্যাচ। পরের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের আগে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট বলেছেন, টটেনহাম
৪ ঘণ্টা আগেতাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে বিসিবিতে যেন চলছে এক মহানাটকীয়তা। ডিপিএলে আচরণবিধি ভঙ্গ করে প্রথমে নিষেধাজ্ঞা পেলেন হৃদয়, তারপর আবার শাস্তি কমানো হলো, সমালোচনার মুখে আবার শাস্তি বহাল। আজ আবারও বিসিবি-মোহামেডান বৈঠকের পর নতুন করে এল সিদ্ধান্ত। তামিম ইকবালদের আপত্তিতে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি...
৫ ঘণ্টা আগে