এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ। প্রথম রাউন্ডে সহজে জিতলেও দ্বিতীয় রাউন্ডে আর হার এড়াতে পারলেন না রোমান সানা। রুদ্ধশ্বাস লড়াই শেষে কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে ৪-৬ সেটে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশি তিরন্দাজ।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে রোমানের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম সেটে ২৬ স্কোর করে সেটটা জিতে নেন রোমান। পরের দুই সেটে বাংলাদেশি তিরন্দাজের স্কোর ছিল ২৫ ও ২৭। ২৮ ও ২৯ স্কোরে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নেন ক্রিসপিন। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান ৪-৪ করেন রোমান। এই সেটে তাঁর পয়েন্ট ছিল ২৭, ক্রিসপিনের ২৬।
পঞ্চম সেটে খেই হারিয়েছেন রোমান-ক্রিসপিন দুজনই। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান। শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। ৪-৬ ব্যবধানে হারেন রোমান।
একই দিনে গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আর্চারির দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন রোমান।
এক ঘণ্টার ব্যবধানে দুই ম্যাচ। প্রথম রাউন্ডে সহজে জিতলেও দ্বিতীয় রাউন্ডে আর হার এড়াতে পারলেন না রোমান সানা। রুদ্ধশ্বাস লড়াই শেষে কানাডার ডুয়েনাস ক্রিসপিনের কাছে ৪-৬ সেটে হেরে অলিম্পিক থেকে বিদায় নিলেন বাংলাদেশি তিরন্দাজ।
বাছাইপর্বে এক ধাপ এগিয়ে থাকা ডুয়েনাস ক্রিসপিনের বিপক্ষে রোমানের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম সেটে ২৬ স্কোর করে সেটটা জিতে নেন রোমান। পরের দুই সেটে বাংলাদেশি তিরন্দাজের স্কোর ছিল ২৫ ও ২৭। ২৮ ও ২৯ স্কোরে দ্বিতীয় ও তৃতীয় সেট জিতে নেন ক্রিসপিন। চতুর্থ সেটে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান ৪-৪ করেন রোমান। এই সেটে তাঁর পয়েন্ট ছিল ২৭, ক্রিসপিনের ২৬।
পঞ্চম সেটে খেই হারিয়েছেন রোমান-ক্রিসপিন দুজনই। এই সেটে রোমানের স্কোর ছিল ৯, ৮, ৮। সব মিলিয়ে ২৫। কানাডিয়ান ক্রিসপিনের প্রথম শট ৭-এর ঘরে পড়লেও পরের দুই শটে ১০ ও ৯ স্কোর হওয়ায় ম্যাচ হেরে যান রোমান। শেষ সেটে ক্রিসপিনের স্কোর দাঁড়ায় ২৬। ৪-৬ ব্যবধানে হারেন রোমান।
একই দিনে গ্রেট ব্রিটেনের টম হলকে ৭-৩ সেটে হারিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে আর্চারির দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন রোমান।
তৃণমুল ফুটবলে উন্নতি দেখিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ব্রোঞ্জ ক্যাটাগরিতে ভিয়েতনাম ফুটবল ফেডারেশন ও নর্দার্ন মারিয়ানা ফুটবল অ্যাসোসিয়েশনকে টপকে সেরা হয়েছে তারা।
২ ঘণ্টা আগেবছরখানেক আগে টেস্ট অভিষেক হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনের। এবার ওয়ানডে দলের জার্সি গায়ে তোলার অপেক্ষায় এই উইকেটরক্ষক ব্যাটার। তাঁকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল।
৫ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। নিয়মরক্ষার ম্যাচে আগামী ১৮ নভেম্বের ভারতকে আতিথেয়তা দেবে হ্যাভিয়ের কাবরেরার দল। প্রতিবেশী দেশের বিপক্ষে সে ম্যাচের অপেক্ষায় আছেন দলের সেরা তারকা ফুটবলার হামজা চৌধুরী।
৫ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২০ দল চূড়ান্ত হয়েছে আজ। সবশেষ দল হিসেবে বিশ্বকাপের টিকিট কেটেছে সংযুক্ত আরব আমিরাত। আজ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বাছাইয়ে জাপানকে ৮ উইকেটে হারিয়ে আমিরাত বিশ্বকাপ খেলা নিশ্চিত করে। টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে।
৬ ঘণ্টা আগে