Ajker Patrika

নিস্তরঙ্গ গেমসে রেকর্ডের ঢেউ তুললেন তাঁরা

নিজস্ব প্রতিবেদক
নিস্তরঙ্গ গেমসে রেকর্ডের ঢেউ তুললেন তাঁরা

ঢাকা: লকডাউনের প্রথমদিনে যারা রাস্তায় বের হয়েছিলেন জীবনের তাগিদে, কাল তাদের নাভিশ্বাস উঠেছে কাঠফাটা গরম। সব কিছু যেন থমকে ছিলো করোনাভীতিতে। সব থামলেও স্বাভাবিক গতিতে এগিয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পঞ্চম দিন। সুইমিংপুলে ঢেউ তুলে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় মেতে ছিলেন দুই সাঁতারু কাজল মিয়া ও ফয়সাল আহমেদ।

মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে পুলে নেমেছিলেন সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ। পুলে নামার আগে ২০১৯ সালে এই ইভেন্টে গড়া রেকর্ড তখন পর্যন্ত তাঁরই দখলে। কিন্তু সোমবারে সাঁতারে নেমেই নিজের রেকর্ড হারিয়েছেন জুয়েল, তাঁকে দর্শক বানিয়ে ২০০ মিটারের রেকর্ড ভেঙে নিজের করেছেন জুয়েলের সতীর্থ কাজল মিয়া।

তিন দিন আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন জুয়েল। আজ সোমবার বাটারফ্লাই ইভেন্টও শেষ করলেন নিজের সেরা টাইমিং ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে। অন্য সময় হলে এটাই হতো রেকর্ড, তবে তাঁকে ছাড়িয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ডে রেকর্ড নিয়ে যান কাজল। শেষ পর্যন্ত রুপাতেই খুশি থাকতে হয়েছে জুয়েলকে। নৌবাহিনীর জাহিদুল ইসলাম এই ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।

জুয়েল না পারলেও নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু ফয়সাল আহমেদ। ৪০০ মিটার ফ্রি–স্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে তাঁর আগের রেকর্ডটি ছিল ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ডের। ৪ মিনিট ২০.০৮ সেকেন্ডে রুপা জিতেছেন নৌবাহিনীর রবিউল আউয়াল।

২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙেছেন ফয়সাল আহমেদ। রুপা জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড। নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত