Ajker Patrika

টোকিও অলিম্পিক বাতিল চান ৬০ শতাংশ জাপানি

আপডেট : ১০ মে ২০২১, ১০: ২৩
টোকিও অলিম্পিক বাতিল চান ৬০ শতাংশ জাপানি

টোকিও: বৈশ্বিক করোনা মহামারি পরিস্থিতিতে টোকিও অলিম্পিক বাতিলের পক্ষে মত দিয়েছেন প্রায় ৬০ শতাংশ জাপানি। আজ সোমবার প্রকাশিত একটি জনমত জরিপের ফলে এমনটি দেখা গেছে।

অলিম্পিক শুরু হতে তিন মাসেরও কম সময় বাকি। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তাররোধে টোকিওতে চলতি মাসের শেষ পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। এমন পরিস্থিতিতে গেমস আয়োজন নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।

গতবছর করোনাভাইরাসের মহামারির কারণে অলিম্পিক বন্ধ রেখেছিল জাপান সরকার। ওই আয়োজনই এই বছরের ২৩ জুলাই শুরু হওয়ার কথা রয়েছে।
কিন্তু এবারেও তার প্রভাব থেকে মুক্ত হতে পারল না টোকিও।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জাপানের সংবাদমাধ্যম ইওমিউরি শিম্বুন গত ৭ মে থেকে ৯ মে পর্যন্ত জরিপটি চালায়। যেখানে দেখা দেখা যায় প্রায় ৬০ শতাংশ জাপানি অলিম্পিক গেম বাতিল চান। আর ৩৯ শতাংশ জাপানি চান এবারও স্থগিত করে রাখা হোক টোকিও অলিম্পিক। জরিপে ২৩ শতাংশ মানুষ মত দিয়েছেন যে দর্শক ছাড়া অলিম্পিকের আয়োজন করা যেতে পারে।

অলিম্পিকে ইতিমধ্যে বিদেশি দর্শক নিষিদ্ধ করা হয়েছে। তবে জাপানি দর্শকদের নিয়ে জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

এদিকে জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস নিউজ গত সপ্তাহের শেষের দিকে আরেকটি জরিপ চালিয়েছে। যেখানে দেখা যায়, ৬৫ শতাংশ মানুষ মনে করে আবারো অলিম্পিক বাতিল অথবা স্থগিত হোক। এদের মধ্যে ৩৭ শতাংশ মানুষের মত ছিল একেবারে বাতিল হোক অলিম্পিক আর ২৮ শতাংশ মানুষের মত ছিল আরেকবার স্থগিত হোক এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।

গত এপ্রিলে জাপানের বার্তা সংস্থা কিয়োডো নিউজের চালানো একটি জরিপে দেখা যায়, ৭০ শতাংশ জাপানি চায় অলিম্পিক বাতিল অথবা স্থগিত হোক।

এ নিয়ে অলিম্পিক গেমসের শীর্ষ কর্মকর্তা জন কোটেস গত শনিবার বলেন, আমি এমন কোনো পরিস্থিতি প্রত্যাশা করছি না যাতে এই বৈশ্বিক আয়োজন আগানো সম্ভব হবে না।

অলিম্পিক আয়োজন নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা একাধিকবার বলেছেন যে করোনার সংক্রমণের বাড়লেও আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত