Ajker Patrika

পদক নিয়ে আর ঘরে ফেরা হলো না মাশরাফির 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ০৮
পদক নিয়ে আর ঘরে ফেরা হলো না মাশরাফির 

শেখ কামাল যুব গেমসে সাইক্লিংয়ে জিতেছিলেন তিন পদক। পদক জিতে বাড়ি ফিরছিলেন ট্রেনে করে। কে জানত গলায় পদক নিয়ে আর বাড়ি ফেরা হবে না সাইক্লিস্ট মাশরাফি হোসেন মারুফের!

গতকাল সাইক্লিংয়ে রংপুর বিভাগের হয়ে তিনটি পদক জিতেছিলেন ১৬ বছরের মাশরাফি। একক এলিমিনেশন রেসে রুপা ও ২০০০ মিটার স্ক্যাচ রেসে জিতেছেন ব্রোঞ্জ। ২০০০ মিটার টিম টাইম ট্রায়ালে দলগত ইভেন্টে জিতেছিলেন রুপা।

জানা গেছে পদক নিয়ে আজ ট্রেনে করে দিনাজপুরের চিরিরবন্দরের সাইতাড়া গ্রামে বাড়ি ফিরছিলেন মাশরাফি। ট্রেনের দরজায় দাঁড়িয়ে সাইক্লিস্ট বন্ধুদের দেখাচ্ছিলেন নিজের স্কুল। সে সময় দুর্ঘটনাবশত দরজার হাতল ফসকে রেলিংয়ে ধাক্কা খেয়ে তখনই মারা যান মাশরাফি।

মাশরাফির মৃত্যু শোকে বয়ে এনেছে যুব গেমসের অ্যাথলেটদের মাঝেও। মাশরাফির মৃত্যুতে শোক প্রকাশ করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহের উল আলম বলেছেন, ‘মাশরাফি খুবই প্রতিভাবান সাইক্লিস্ট ছিল। খুবই গরিব পরিবারের সন্তান। ওর পরিবারের জন্য আর্থিক সহায়তার চেষ্টা করছি আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত