ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। দুটি অলিম্পিক সোনাজয়ী ৪১ বছর বয়সী সাবেক এই সাঁতারু আইওসিতে জার্মানির থমাস বাখের স্থলাভিষিক্ত হলেন। ২০১৩ সাল থেকে এই পদে ছিলেন বাখ। কভেন্ট্রি শুধু আইওসির প্রথম নারী সভাপতিই নন, তিনি প্রথম আফ্রিকান এবং সর্বকনিষ্ঠ সভাপতিও।
গ্রিসের কস্তা নাভারিনোয় আজ আইওসির ১৪৪তম সভায় লর্ড কো এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নির্বাচিত হন কভেন্ট্রি। নির্বাচনে ছয়জন জয়ী হওয়ার পর তিনি আইওসির সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আইওসি নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশের বেশি কেউ না পেলে দ্বিতীয় রাউন্ডে ভোট হয়। সে ক্ষেত্রে কম ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন। এভাবে কেউ অর্ধেকের বেশি সমর্থন না পাওয়া পর্যন্ত ভোটাভুটি চলতে থাকে। গতকালের নির্বাচনে কভেন্ট্রি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে যান প্রথম রাউন্ডেই। ৯৭ ভোটের মধ্যে ৪৯টিই পড়ে কভেন্ট্রির পক্ষে।
২৩ জুন অলিম্পিক দিবসে বর্তমান আইওসি প্রধান টমাস বাখের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন কভেন্ট্রি। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকের পর সাঁতার ছেড়ে রাজনীতিতে আসেন কভেন্ট্রি। ২০১৮ সাল থেকে তিনি জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীও।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। দুটি অলিম্পিক সোনাজয়ী ৪১ বছর বয়সী সাবেক এই সাঁতারু আইওসিতে জার্মানির থমাস বাখের স্থলাভিষিক্ত হলেন। ২০১৩ সাল থেকে এই পদে ছিলেন বাখ। কভেন্ট্রি শুধু আইওসির প্রথম নারী সভাপতিই নন, তিনি প্রথম আফ্রিকান এবং সর্বকনিষ্ঠ সভাপতিও।
গ্রিসের কস্তা নাভারিনোয় আজ আইওসির ১৪৪তম সভায় লর্ড কো এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে নির্বাচিত হন কভেন্ট্রি। নির্বাচনে ছয়জন জয়ী হওয়ার পর তিনি আইওসির সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
আইওসি নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশের বেশি কেউ না পেলে দ্বিতীয় রাউন্ডে ভোট হয়। সে ক্ষেত্রে কম ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন। এভাবে কেউ অর্ধেকের বেশি সমর্থন না পাওয়া পর্যন্ত ভোটাভুটি চলতে থাকে। গতকালের নির্বাচনে কভেন্ট্রি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে যান প্রথম রাউন্ডেই। ৯৭ ভোটের মধ্যে ৪৯টিই পড়ে কভেন্ট্রির পক্ষে।
২৩ জুন অলিম্পিক দিবসে বর্তমান আইওসি প্রধান টমাস বাখের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন কভেন্ট্রি। ২০১৬ সালের রিও ডি জেনিরো অলিম্পিকের পর সাঁতার ছেড়ে রাজনীতিতে আসেন কভেন্ট্রি। ২০১৮ সাল থেকে তিনি জিম্বাবুয়ের ক্রীড়ামন্ত্রীও।
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
৭ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
৮ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
৯ ঘণ্টা আগে