খেলা ডেস্ক
বক্সিং, ফর্মুলা ওয়ান, ফুটবল কিংবা টেনিসে বিপুল বিনিয়োগ সৌদি আরবের। এই সব খেলার মর্যাদাপূর্ণ অনেক টুর্নামেন্টই হয়ে থাকে সৌদি আরবে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজন স্বত্বও পেয়েছে তারা। এবার কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে রাগবি বিশ্বকাপও আয়োজন করতে চায় সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের এই তিন দেশ মিলে রাগবি বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা দেওয়ারর সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৫ অথবা ২০৩৯ রাগবি বিশ্বকাপের জন্য বিড করবে তারা। কাতার ও আমিরাতের সঙ্গে সৌদির এই রাগবি বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছেন এশিয়া রাগবি ফেডারেশনের প্রধান কাইস আর ধালাই। প্রতিযোগিতার আয়োজন স্বত্ব পেলে এই তিন দেশ ‘রাগবি ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ’ করে দেখাবে বলেও মনে করেন ধালাই।
তবে শুধু মরুর এই তিন দেশই নয়, ২০৩৫ কিংবা ২০৩৯ সালের রাগবি বিশ্বকাপ আয়োজন করতে চায় জাপানও। যে আগ্রহের কথা আগেই জানিয়ে রেখেছে জাপান। তা ছাড়া ২০১৯ বিশ্বকাপের রাগবি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতাও আছে জাপানের।
আগামী দুই বছরের মধ্যে ২০৩৫ রাগবি বিশ্বকাপের বিডিং প্রক্রিয়া শুরু হবে। সেই আসরের আয়োজক হতে আগ্রহের কথা এরই মধ্যে জাপান ছাড়াও জানিয়েছে ইতালি ও স্পেন। এই দুই দেশের কেউ ২০৩৫ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পেয়ে গেলে ২০৩৯ বিশ্বকাপের জন্য বিড করবে সৌদি, কাতার ও আরব আমিরাত এবং জাপান। সে ক্ষেত্রে এশিয়া রাগবির সমর্থন থাকবে তিন দেশের মিলিত প্রার্থিতার ওপর। ধালাই তো বলেন বসলেন, ‘আমাদের উপসাগরীয় অঞ্চলের নেতাদের বিশ্বাস, কোনো কিছুই অসম্ভব নয়। আমি এখনই দেখতে পাচ্ছি, ২০৩৫ সালেই এটা (মধ্যপ্রাচ্যের তিন দেশে) ঘটতে পারে।’
কাতার রাগবি ফেডারেশন ও আরব আমিরাত রাগবি ফেডারেশন এশিয়া রাগবি ও ওয়ার্ল্ড রাগবির পূর্ণ সদস্য। কিন্তু সৌদি আরব ওয়ার্ল্ড রাগবির সদস্য নয়, এশিয়া রাগবিরও সহযোগী সদস্য।
বক্সিং, ফর্মুলা ওয়ান, ফুটবল কিংবা টেনিসে বিপুল বিনিয়োগ সৌদি আরবের। এই সব খেলার মর্যাদাপূর্ণ অনেক টুর্নামেন্টই হয়ে থাকে সৌদি আরবে। ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপের আয়োজন স্বত্বও পেয়েছে তারা। এবার কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে রাগবি বিশ্বকাপও আয়োজন করতে চায় সৌদি আরব।
মধ্যপ্রাচ্যের এই তিন দেশ মিলে রাগবি বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতা দেওয়ারর সিদ্ধান্ত নিয়েছে। ২০৩৫ অথবা ২০৩৯ রাগবি বিশ্বকাপের জন্য বিড করবে তারা। কাতার ও আমিরাতের সঙ্গে সৌদির এই রাগবি বিশ্বকাপ আয়োজনের কথা জানিয়েছেন এশিয়া রাগবি ফেডারেশনের প্রধান কাইস আর ধালাই। প্রতিযোগিতার আয়োজন স্বত্ব পেলে এই তিন দেশ ‘রাগবি ইতিহাসের সবচেয়ে সফল বিশ্বকাপ’ করে দেখাবে বলেও মনে করেন ধালাই।
তবে শুধু মরুর এই তিন দেশই নয়, ২০৩৫ কিংবা ২০৩৯ সালের রাগবি বিশ্বকাপ আয়োজন করতে চায় জাপানও। যে আগ্রহের কথা আগেই জানিয়ে রেখেছে জাপান। তা ছাড়া ২০১৯ বিশ্বকাপের রাগবি বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতাও আছে জাপানের।
আগামী দুই বছরের মধ্যে ২০৩৫ রাগবি বিশ্বকাপের বিডিং প্রক্রিয়া শুরু হবে। সেই আসরের আয়োজক হতে আগ্রহের কথা এরই মধ্যে জাপান ছাড়াও জানিয়েছে ইতালি ও স্পেন। এই দুই দেশের কেউ ২০৩৫ বিশ্বকাপের আয়োজন স্বত্ব পেয়ে গেলে ২০৩৯ বিশ্বকাপের জন্য বিড করবে সৌদি, কাতার ও আরব আমিরাত এবং জাপান। সে ক্ষেত্রে এশিয়া রাগবির সমর্থন থাকবে তিন দেশের মিলিত প্রার্থিতার ওপর। ধালাই তো বলেন বসলেন, ‘আমাদের উপসাগরীয় অঞ্চলের নেতাদের বিশ্বাস, কোনো কিছুই অসম্ভব নয়। আমি এখনই দেখতে পাচ্ছি, ২০৩৫ সালেই এটা (মধ্যপ্রাচ্যের তিন দেশে) ঘটতে পারে।’
কাতার রাগবি ফেডারেশন ও আরব আমিরাত রাগবি ফেডারেশন এশিয়া রাগবি ও ওয়ার্ল্ড রাগবির পূর্ণ সদস্য। কিন্তু সৌদি আরব ওয়ার্ল্ড রাগবির সদস্য নয়, এশিয়া রাগবিরও সহযোগী সদস্য।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
৪ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
৬ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
৭ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহো
৮ ঘণ্টা আগে