চোটের কারণে লিওনেল মেসি খেলবেন না এটা আগেই জানা ছিল। দলের অধিনায়ককে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে, সেটাই দেখার বিষয় ছিল। মেসিকে ছাড়া যুক্তরাষ্ট্রে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমে একক আধিপত্যই দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এল সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো। গোলের সংখ্যায় অবশ্য ম্যাচে আলবিসেলেস্তাদের প্রকৃত আধিপত্য ফুটে ওঠে। তবে সকালে প্রতিপক্ষের ২০ শতাংশের বিপরীতে ৮০ ভাগ বল ছিল আনহেল ডি মারিয়া-লাওতারো মার্তিনেজদের কাছে। শটেও যোজন যোজন পার্থক্য ছিল। মোট ২৪ শটের বিপরীতে এল সালভাদরের মাত্র ২টি। এর মধ্যে আর্জেন্টিনার ১৪ শটই গোলবারে ছিল।
শুরু থেকেই আক্রমণ করা আর্জেন্টিনা প্রথম সাফল্য পায় ১৬ মিনিটে। কর্নার কিক থেকে হেডে গোল করেন রক্ষণভাগের কর্তা রোমেরো। আর বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো। এর মাঝে অবশ্য গোল পেতে পারতেন দি মারিয়া। তবে ২৬ মিনিটে তাঁকে হতাশ করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্তিনেজ।
বিরতি পর অবশ্য লো সেলসোকে রুখতে পারেননি গোলরক্ষক মার্তিনেজ। ৫২ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস থেকে ৩-০ লিড এনে দেন লো সেলসো। গোলের আগে আক্রমণটি ছিল দারুণ এক দলীয় প্রদর্শনীর। ম্যাচের আগে-পরে আরও বেশ কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়েরা। এতে ৩-০ ব্যবধানের জয়েই মাঠ ছাড়তে হয় কোচ লিওনেল স্কালোনির দলকে।
আগামী ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এদিন লস অ্যাঞ্জেলেসে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা। সেদিনও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আকাশি-নীলদের।
চোটের কারণে লিওনেল মেসি খেলবেন না এটা আগেই জানা ছিল। দলের অধিনায়ককে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে, সেটাই দেখার বিষয় ছিল। মেসিকে ছাড়া যুক্তরাষ্ট্রে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমে একক আধিপত্যই দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এল সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো। গোলের সংখ্যায় অবশ্য ম্যাচে আলবিসেলেস্তাদের প্রকৃত আধিপত্য ফুটে ওঠে। তবে সকালে প্রতিপক্ষের ২০ শতাংশের বিপরীতে ৮০ ভাগ বল ছিল আনহেল ডি মারিয়া-লাওতারো মার্তিনেজদের কাছে। শটেও যোজন যোজন পার্থক্য ছিল। মোট ২৪ শটের বিপরীতে এল সালভাদরের মাত্র ২টি। এর মধ্যে আর্জেন্টিনার ১৪ শটই গোলবারে ছিল।
শুরু থেকেই আক্রমণ করা আর্জেন্টিনা প্রথম সাফল্য পায় ১৬ মিনিটে। কর্নার কিক থেকে হেডে গোল করেন রক্ষণভাগের কর্তা রোমেরো। আর বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো। এর মাঝে অবশ্য গোল পেতে পারতেন দি মারিয়া। তবে ২৬ মিনিটে তাঁকে হতাশ করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্তিনেজ।
বিরতি পর অবশ্য লো সেলসোকে রুখতে পারেননি গোলরক্ষক মার্তিনেজ। ৫২ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস থেকে ৩-০ লিড এনে দেন লো সেলসো। গোলের আগে আক্রমণটি ছিল দারুণ এক দলীয় প্রদর্শনীর। ম্যাচের আগে-পরে আরও বেশ কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়েরা। এতে ৩-০ ব্যবধানের জয়েই মাঠ ছাড়তে হয় কোচ লিওনেল স্কালোনির দলকে।
আগামী ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এদিন লস অ্যাঞ্জেলেসে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা। সেদিনও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আকাশি-নীলদের।
লঙ্কা জয়ী বাংলাদেশ দল আজ খেলতে নামছে মিরপুরে। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবীয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৯ মিনিট আগেছেলেদের মতো নারীদের ভারত-ইংল্যান্ড ম্যাচ ছড়াচ্ছে রোমাঞ্চ। মাঠের লড়াই তো রয়েছেই। এর পাশাপাশি এমন কিছু ঘটনা ঘটছে, যেগুলো নিয়ে চলছে আলাপ-আলোচনা। লর্ডসে এবার ভারত-ইংল্যান্ড নারী ক্রিকেটে একটা আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
৪৪ মিনিট আগেযেকোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান থাকলে তাদের নিয়ে আলোচিত ঘটনা তো ঘটবেই। রাজনৈতিক বৈরিতার কারণে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ ১২ বছর ধরে। বিভিন্ন টুর্নামেন্টে যা একটু মুখোমুখি হওয়ার সুযোগ পায় দলটি। তবে ভারতের আপত্তিতে এবার কিংবদন্তিদের একটি টুর্নামেন্টে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দেখাদেখি বন্ধ।
১ ঘণ্টা আগেহোটেল সোনারগাঁয়ে গতকাল সকালে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এসে লিটন দাস হাতের আঙুলগুলো এমনভাবে ফোটালেন, যেন প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে উঁচু শিরে নেমে পড়েছেন রিংয়ে! পাকিস্তানের সঙ্গে টি-টোয়েন্টির লড়াইয়ে বাংলাদেশের পরিসংখ্যান একেবারেই একপেশে।
২ ঘণ্টা আগে