স্বপ্নের মতো ব্রাজিল অভিযান শুরু করলেন লুইস সুয়ারেজ। গ্রেমিওর হয়ে অভিষেকেই হ্যাটট্রিক পেয়েছেন তিনি। তাঁর হ্যাটট্রিকে রেকোপা গাউচা সুপার কাপে সাও লুইজের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে গ্রেমিও।
ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও পায়ের জাদু যে শেষ হয়নি তা প্রমাণ করলেন সুয়ারেজ আবারও। ম্যাচের ৩৮ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি। প্রতিটি গোলের ফিনিশিংটা ছিল চোখে লেগে থাকার মতো।
ম্যাচের পঞ্চম মিনিটেই নিজের জাত চেনানো শুরু করেন সুরারেজ। প্রতিপক্ষের ডি বক্সে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান তিনি। ৩২ মিনিটে পান নিজের দ্বিতীয় গোল। আর হ্যাটট্রিক পূরণ করেন ৩৮ মিনিটের দুর্দান্ত এক ভলিতে।
এর আগে ক্যারিয়ারে ২৯টি হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ। তবে গতকালকের হ্যাটট্রিকটি ছিল তাঁর জন্য বিশেষ কিছু। এর আগে কখনো অভিষেকে হ্যাটট্রিক করেননি তিনি।
অভিষেক ম্যাচে তাঁর সর্বোচ্চ গোল ছিল দুটি ২০২০ সালে অ্যাতলেতিকোর মাদ্রিদের হয়ে।
ব্রাজিলের ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টটির ফাইনালে ক্যাম্পেনেতো গাউচার লিগজয়ী দল এবং কোপা এফজিএফজয়ী দল মুখোমুখি হয়। সেই হিসেবে গতকাল ফাইনালে মুখোমুখি হয়েছিল সাও লুইজ ও গ্রেমিও। ৪-১ গোলের জয়ে শিরোপা দিয়েও ব্রাজিলের অভিষেকটা রাঙালেন সুয়ারেজ।
স্বপ্নের মতো ব্রাজিল অভিযান শুরু করলেন লুইস সুয়ারেজ। গ্রেমিওর হয়ে অভিষেকেই হ্যাটট্রিক পেয়েছেন তিনি। তাঁর হ্যাটট্রিকে রেকোপা গাউচা সুপার কাপে সাও লুইজের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে গ্রেমিও।
ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও পায়ের জাদু যে শেষ হয়নি তা প্রমাণ করলেন সুয়ারেজ আবারও। ম্যাচের ৩৮ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি। প্রতিটি গোলের ফিনিশিংটা ছিল চোখে লেগে থাকার মতো।
ম্যাচের পঞ্চম মিনিটেই নিজের জাত চেনানো শুরু করেন সুরারেজ। প্রতিপক্ষের ডি বক্সে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান তিনি। ৩২ মিনিটে পান নিজের দ্বিতীয় গোল। আর হ্যাটট্রিক পূরণ করেন ৩৮ মিনিটের দুর্দান্ত এক ভলিতে।
এর আগে ক্যারিয়ারে ২৯টি হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ। তবে গতকালকের হ্যাটট্রিকটি ছিল তাঁর জন্য বিশেষ কিছু। এর আগে কখনো অভিষেকে হ্যাটট্রিক করেননি তিনি।
অভিষেক ম্যাচে তাঁর সর্বোচ্চ গোল ছিল দুটি ২০২০ সালে অ্যাতলেতিকোর মাদ্রিদের হয়ে।
ব্রাজিলের ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টটির ফাইনালে ক্যাম্পেনেতো গাউচার লিগজয়ী দল এবং কোপা এফজিএফজয়ী দল মুখোমুখি হয়। সেই হিসেবে গতকাল ফাইনালে মুখোমুখি হয়েছিল সাও লুইজ ও গ্রেমিও। ৪-১ গোলের জয়ে শিরোপা দিয়েও ব্রাজিলের অভিষেকটা রাঙালেন সুয়ারেজ।
বয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ মিনিট আগেলিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৪৩ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগে