Ajker Patrika

হ্যারি কেনকে জ্বলতে দেয়নি স্কটল্যান্ড

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ জুন ২০২১, ১৬: ৪০
Thumbnail image

ঢাকা: জয় দিয়ে ইউরো শুরু করেছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারানোর পর কাল স্কটল্যান্ডের বিপক্ষে ফেবারিট হিসেবেই নেমেছিল থ্রি লায়নসরা। তবে সাউথগেটের শিষ্যদের দারুণভাবে রুখে দিয়ে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে স্কটল্যান্ড। নিজেদের প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি ইংলিশরা। ম্যাচে আলো ছড়াতে পারেননি ইংলিশ অধিনায়ক হ্যারি কেনও।

ম্যাচের প্রথমার্ধে কেন সফলভাবে পাস দিতে পেরেছেন দুটি । এই সময়ে একবার গোলমুখে শট নিয়েছেন কেন। সেটিও পোস্টে রাখতে পারেননি। ম্যাচে ইংলিশ অধিনায়ক এতটাই নিষ্প্রভ ছিলেন যে প্রথমার্ধে বলে পা ছোঁয়াতে পেরেছেন ১০ বার। অন্যদিকে দারুণ খেলেছে স্কটিশদের রক্ষণভাগ। সেটি অবশ্য স্বীকার করেছেন কেন। ম্যাচ শেষে কেন বলেছেন, ‘ম্যাচটা সহজ ছিল না। তাদের রক্ষণ দারুণভাবে আমাদের প্রতিহত করেছে। সঠিক সময়ে দারুণ কিছু ব্লক করেছে—এটাই তো ফুটবল। তাছাড়া ইউরোতে কোনো ম্যাচই সহজ নয়। তারা নিজেদের সেরা ফুটবলটাই খেলেছে।’

ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেটও স্কটিশদের কৃতিত্ব দিয়েছেন। মাঠে নিজেদের পরিকল্পনা ঠিকভাবে বাস্তবায়ন করতে না পারাকেই ড্রয়ের কারণ হিসেবে দেখছেন সাউথগেট। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমরা পাসিং নিয়ে এখনো কাজ করছি। মাঠে জায়গা বের করে নিতে আমরা উঁচু স্তরের ফুটবল খেলি, কিন্তু এই কাজটা স্কটল্যান্ডের বিপক্ষে ঠিকমতো করতে পারিনি। তারাও দুর্দান্ত খেলেছে, তাই আমরা গোলমুখ খুলতে পারিনি।’

গ্রুপ পর্বে ইংল্যান্ড নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। ২৩ জুন ওয়েম্বলির সেই ম্যাচেই ইংলিশদের নকআউট পর্বের ভাগ্য নির্ধারিত হবে। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে কেনের দল এখন টেবিলের দুইয়ে আছে। সমান পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে চেক প্রজাতন্ত্র।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত