Ajker Patrika

ম্যারাডোনার পাশে বসবেন, নাকি ছাড়িয়ে যাবেন মেসি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৫: ৪০
Thumbnail image

সৌদি আরবের বিপক্ষে অঘটনের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পথে আর্জেন্টিনা। পরের পর্বে যেতে হলে ‘সি’ গ্রুপের দুটি ম্যাচই জিততে হবে। বাঁচা-মরার প্রথমটি আজ মেক্সিকোর বিপক্ষে। এই ম্যাচ জিতে রাউন্ড ১৬-এর পথ বাঁচিয়ে রাখতে নিশ্চয়ই চাইবেন কোচ লিওনেল স্কালোনির শিষ্যরা।

গতকাল সংবাদ সম্মেলনে এসে এমনটি জানিয়েছেন ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ। আজকের ম্যাচে জিততে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে অধিনায়ক লিওনেল মেসিকেও। আর্জেন্টাইন সুপারস্টারের সামনে আজ একটি রেকর্ড গড়ারও সুযোগ আছে। রেকর্ডটি হচ্ছে, বিশ্বকাপে দলটির হয়ে যৌথভাবে গোলের তালিকায় দুই নম্বরে ওঠার।

এই তালিকায় আগে থেকেই আছেন প্রয়াত ডিয়েগো ম্যারাডোনা ও গিলের্মো স্টেবিলে। মেক্সিকোর বিপক্ষে একটি গোল করতে পারলেই তাঁদের পাশে বসবেন খুদে জাদুকর। আর একের অধিক গোল করতে পারলে ছাড়িয়ে যাবেন গিলের্মো ও কিংবদন্তি ম্যারাডোনাকে। বর্তমানে ৮ গোল নিয়ে দুইয়ে আছেন আর্জেন্টিনার সাবেক এ দুই ফুটবলার। আর ৭ গোল নিয়ে মেসি আছেন তিনে।

আর্জেন্টিনা ফুটবল সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

তবে সবার ওপরে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। বিশ্বকাপে ১০ গোল করেছেন এই কিংবদন্তি। ‘বাতিগোল’ নামে খ্যাত সাবেক এই ফরোয়ার্ডের পাশে বসতে ৩ গোল করতে হবে মেসির। আর ছাড়িয়ে যেতে হলে ৪ গোল লাগবে বর্তমান অধিনায়কের। এর জন্য অবশ্য এখন পর্যন্ত ২ ম্যাচ আছে পিএসজির তারকার হাতে। কেননা, মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে জিততে পারলেই ম্যাচের সংখ্যা বাড়বে তাঁর। আর যেকোনো একটি ম্যাচে হারলেই বিশ্বকাপের মিশন শেষ হবে। ড্র হলে অবশ্য গ্রুপের বাকি দলগুলোর ওপর নির্ভর করতে হবে।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত