ক্রীড়া ডেস্ক
ইউরোপা লিগের রাজা তারা। রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন। লা লিগার চলতি মৌসুমে ধুঁকলেও ঠিকই ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। গত রাতে নিজেদের মাঠে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আন্দালুসিয়ান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে সেভিয়া।
প্রথম লেগে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড শুরুতে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র করেছিল সেভিয়ার সঙ্গে। তবে দ্বিতীয় লেগে বোতলবন্দী হয়েই ছিলেন মার্কাশ রাশফোর্ডরা। ৮ মিনিটে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের শিশুতোষ ভুলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রেড ডেভিলরা। সেভিয়াকে এগিয়ে দেন ইউসুফ এন-নেসেরি। দলের শেষ গোলটিও তাঁর। এবার গোলরক্ষক দাভিদ দে হেয়ার আরেক শিশুতোষ ভুল। ৮১ মিনিটে বল গোলপোস্ট ছেড়ে তো বটে, ডি-বক্সের বাইরে চলে আসা ইউনাইটেড গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এন-নেসেরি।
প্রথম লেগে এরিক টেন হাগের দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আত্মঘাতী গোলের কারণে। সেই ম্যাচের শেষ মুহূর্তে দুটি আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তার মধ্যে একটি ছিল ম্যাগুয়ারের। আর এবার সেভিয়ার বিপক্ষে এমন হারের পর ইংলিশ গণমাধ্যম টেন হাগকে উপদেশ দিয়েছে, আগামী মৌসুমে দলের স্কোয়াড নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে।
ওল্ড ট্রাফোর্ডের ডাচ কোচও অবশ্য ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পেছনে নিজেদেরই দোষারূপ করছেন। না করে যে উপায় নেই। প্রথম লেগে দুই আত্মঘাতী গোলের পাশাপাশি দ্বিতীয় লেগে দুটি শিশুতোষ ভুল তো করেছে তাঁর শিষ্যরাই। আর সেই ফায়দাটা উঠিয়েছে সেভিয়া। ম্যাচ শেষ সাক্ষাৎকারে ক্ষিপ্ত টেন হাগ যে দোষটা নিজেদের ঘাড়েই নেবেন, সেটিই যেন স্বাভাবিক। বিটি স্পোর্টকে তিনি বলেছেন, ‘এটা খুব ভালো সুযোগ ছিল, কিছু জেতার জন্য চমৎকার উপলক্ষ ছিল। কিন্তু আমরাই সেই সুযোগ ছেড়ে দিয়েছি। আমাদের নিজেদরকে দোষ নিতে হবে।’
ইউরোপা লিগ থেকে বাদ পড়ার দুঃখ ভুলে এখন সামনের দিকে তাকাতে চান টেন হাগ। আগামী রোববার ব্রাইটনের বিপক্ষে তাদের এফএ কাপের সেমিফাইনাল। এছাড়া লিগে সেরা চারে থাকার লড়াইও আছে। এখন সেসবের দিকে মনোযোগ ইউনাইটেড কোচের, ‘যা গেছে, গেছে। আমরা সেটা পাল্টাতে পারব না। আমাদের রোববারের ম্যাচের দিকে তাকাতে হচ্ছে। এটাই পরেরা সুযোগ।’
তবে সেভিযার বিপক্ষে হারটা মেনে নিতে পারছেন টেন হাগ। সেটিও বেশ ক্ষিপ্ততার সঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি, ‘এটা অগ্রহণযোগ্য। আমরা লড়াইয়ে হেরেছি। আরও আবেগ, আরও কামনা, ইচ্ছা দরকার ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের কাছে সবাই অনেক বেশি আশা করে।’
সেভিয়া ছাড়াও ইউরোপা লিগের শেষ চার নিশ্চিত করেছে জুভেন্টাস, বেয়ার লেভারকুজেন ও রোমা। শেষ মুহূর্তের নাটকীয়তায় ফিরতি লেগে নিজেদের মাঠে ফেইনুর্দকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রোমান গ্লাডিয়েটররা। এর আগে প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ফেইনুর্দের কাছে ১-০ গোলে হেরেছিল হোসে মরিনহোর দল। ফিরতি লেগও ১-১ গোলে শেষ হতে বসেছিল তাদের। কিন্তু শেষ মুহূর্তে তিন গোল করে নাটকীয় জয়ে শেষ চার নিশ্চিত করে রোমা।
ইউরোপা লিগের রাজা তারা। রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন। লা লিগার চলতি মৌসুমে ধুঁকলেও ঠিকই ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। গত রাতে নিজেদের মাঠে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আন্দালুসিয়ান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে সেভিয়া।
প্রথম লেগে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড শুরুতে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র করেছিল সেভিয়ার সঙ্গে। তবে দ্বিতীয় লেগে বোতলবন্দী হয়েই ছিলেন মার্কাশ রাশফোর্ডরা। ৮ মিনিটে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের শিশুতোষ ভুলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রেড ডেভিলরা। সেভিয়াকে এগিয়ে দেন ইউসুফ এন-নেসেরি। দলের শেষ গোলটিও তাঁর। এবার গোলরক্ষক দাভিদ দে হেয়ার আরেক শিশুতোষ ভুল। ৮১ মিনিটে বল গোলপোস্ট ছেড়ে তো বটে, ডি-বক্সের বাইরে চলে আসা ইউনাইটেড গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এন-নেসেরি।
প্রথম লেগে এরিক টেন হাগের দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আত্মঘাতী গোলের কারণে। সেই ম্যাচের শেষ মুহূর্তে দুটি আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তার মধ্যে একটি ছিল ম্যাগুয়ারের। আর এবার সেভিয়ার বিপক্ষে এমন হারের পর ইংলিশ গণমাধ্যম টেন হাগকে উপদেশ দিয়েছে, আগামী মৌসুমে দলের স্কোয়াড নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে।
ওল্ড ট্রাফোর্ডের ডাচ কোচও অবশ্য ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পেছনে নিজেদেরই দোষারূপ করছেন। না করে যে উপায় নেই। প্রথম লেগে দুই আত্মঘাতী গোলের পাশাপাশি দ্বিতীয় লেগে দুটি শিশুতোষ ভুল তো করেছে তাঁর শিষ্যরাই। আর সেই ফায়দাটা উঠিয়েছে সেভিয়া। ম্যাচ শেষ সাক্ষাৎকারে ক্ষিপ্ত টেন হাগ যে দোষটা নিজেদের ঘাড়েই নেবেন, সেটিই যেন স্বাভাবিক। বিটি স্পোর্টকে তিনি বলেছেন, ‘এটা খুব ভালো সুযোগ ছিল, কিছু জেতার জন্য চমৎকার উপলক্ষ ছিল। কিন্তু আমরাই সেই সুযোগ ছেড়ে দিয়েছি। আমাদের নিজেদরকে দোষ নিতে হবে।’
ইউরোপা লিগ থেকে বাদ পড়ার দুঃখ ভুলে এখন সামনের দিকে তাকাতে চান টেন হাগ। আগামী রোববার ব্রাইটনের বিপক্ষে তাদের এফএ কাপের সেমিফাইনাল। এছাড়া লিগে সেরা চারে থাকার লড়াইও আছে। এখন সেসবের দিকে মনোযোগ ইউনাইটেড কোচের, ‘যা গেছে, গেছে। আমরা সেটা পাল্টাতে পারব না। আমাদের রোববারের ম্যাচের দিকে তাকাতে হচ্ছে। এটাই পরেরা সুযোগ।’
তবে সেভিযার বিপক্ষে হারটা মেনে নিতে পারছেন টেন হাগ। সেটিও বেশ ক্ষিপ্ততার সঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি, ‘এটা অগ্রহণযোগ্য। আমরা লড়াইয়ে হেরেছি। আরও আবেগ, আরও কামনা, ইচ্ছা দরকার ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের কাছে সবাই অনেক বেশি আশা করে।’
সেভিয়া ছাড়াও ইউরোপা লিগের শেষ চার নিশ্চিত করেছে জুভেন্টাস, বেয়ার লেভারকুজেন ও রোমা। শেষ মুহূর্তের নাটকীয়তায় ফিরতি লেগে নিজেদের মাঠে ফেইনুর্দকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রোমান গ্লাডিয়েটররা। এর আগে প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ফেইনুর্দের কাছে ১-০ গোলে হেরেছিল হোসে মরিনহোর দল। ফিরতি লেগও ১-১ গোলে শেষ হতে বসেছিল তাদের। কিন্তু শেষ মুহূর্তে তিন গোল করে নাটকীয় জয়ে শেষ চার নিশ্চিত করে রোমা।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১২ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে