ইউরোপা লিগের রাজা তারা। রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন। লা লিগার চলতি মৌসুমে ধুঁকলেও ঠিকই ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। গত রাতে নিজেদের মাঠে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আন্দালুসিয়ান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে সেভিয়া।
প্রথম লেগে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড শুরুতে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র করেছিল সেভিয়ার সঙ্গে। তবে দ্বিতীয় লেগে বোতলবন্দী হয়েই ছিলেন মার্কাশ রাশফোর্ডরা। ৮ মিনিটে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের শিশুতোষ ভুলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রেড ডেভিলরা। সেভিয়াকে এগিয়ে দেন ইউসুফ এন-নেসেরি। দলের শেষ গোলটিও তাঁর। এবার গোলরক্ষক দাভিদ দে হেয়ার আরেক শিশুতোষ ভুল। ৮১ মিনিটে বল গোলপোস্ট ছেড়ে তো বটে, ডি-বক্সের বাইরে চলে আসা ইউনাইটেড গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এন-নেসেরি।
প্রথম লেগে এরিক টেন হাগের দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আত্মঘাতী গোলের কারণে। সেই ম্যাচের শেষ মুহূর্তে দুটি আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তার মধ্যে একটি ছিল ম্যাগুয়ারের। আর এবার সেভিয়ার বিপক্ষে এমন হারের পর ইংলিশ গণমাধ্যম টেন হাগকে উপদেশ দিয়েছে, আগামী মৌসুমে দলের স্কোয়াড নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে।
ওল্ড ট্রাফোর্ডের ডাচ কোচও অবশ্য ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পেছনে নিজেদেরই দোষারূপ করছেন। না করে যে উপায় নেই। প্রথম লেগে দুই আত্মঘাতী গোলের পাশাপাশি দ্বিতীয় লেগে দুটি শিশুতোষ ভুল তো করেছে তাঁর শিষ্যরাই। আর সেই ফায়দাটা উঠিয়েছে সেভিয়া। ম্যাচ শেষ সাক্ষাৎকারে ক্ষিপ্ত টেন হাগ যে দোষটা নিজেদের ঘাড়েই নেবেন, সেটিই যেন স্বাভাবিক। বিটি স্পোর্টকে তিনি বলেছেন, ‘এটা খুব ভালো সুযোগ ছিল, কিছু জেতার জন্য চমৎকার উপলক্ষ ছিল। কিন্তু আমরাই সেই সুযোগ ছেড়ে দিয়েছি। আমাদের নিজেদরকে দোষ নিতে হবে।’
ইউরোপা লিগ থেকে বাদ পড়ার দুঃখ ভুলে এখন সামনের দিকে তাকাতে চান টেন হাগ। আগামী রোববার ব্রাইটনের বিপক্ষে তাদের এফএ কাপের সেমিফাইনাল। এছাড়া লিগে সেরা চারে থাকার লড়াইও আছে। এখন সেসবের দিকে মনোযোগ ইউনাইটেড কোচের, ‘যা গেছে, গেছে। আমরা সেটা পাল্টাতে পারব না। আমাদের রোববারের ম্যাচের দিকে তাকাতে হচ্ছে। এটাই পরেরা সুযোগ।’
তবে সেভিযার বিপক্ষে হারটা মেনে নিতে পারছেন টেন হাগ। সেটিও বেশ ক্ষিপ্ততার সঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি, ‘এটা অগ্রহণযোগ্য। আমরা লড়াইয়ে হেরেছি। আরও আবেগ, আরও কামনা, ইচ্ছা দরকার ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের কাছে সবাই অনেক বেশি আশা করে।’
সেভিয়া ছাড়াও ইউরোপা লিগের শেষ চার নিশ্চিত করেছে জুভেন্টাস, বেয়ার লেভারকুজেন ও রোমা। শেষ মুহূর্তের নাটকীয়তায় ফিরতি লেগে নিজেদের মাঠে ফেইনুর্দকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রোমান গ্লাডিয়েটররা। এর আগে প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ফেইনুর্দের কাছে ১-০ গোলে হেরেছিল হোসে মরিনহোর দল। ফিরতি লেগও ১-১ গোলে শেষ হতে বসেছিল তাদের। কিন্তু শেষ মুহূর্তে তিন গোল করে নাটকীয় জয়ে শেষ চার নিশ্চিত করে রোমা।
ইউরোপা লিগের রাজা তারা। রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন। লা লিগার চলতি মৌসুমে ধুঁকলেও ঠিকই ইউরোপা লিগের সেমিফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া। গত রাতে নিজেদের মাঠে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আন্দালুসিয়ান ক্লাবটি। দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করেছে সেভিয়া।
প্রথম লেগে নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড শুরুতে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ড্র করেছিল সেভিয়ার সঙ্গে। তবে দ্বিতীয় লেগে বোতলবন্দী হয়েই ছিলেন মার্কাশ রাশফোর্ডরা। ৮ মিনিটে ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ারের শিশুতোষ ভুলে পিছিয়ে পড়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি রেড ডেভিলরা। সেভিয়াকে এগিয়ে দেন ইউসুফ এন-নেসেরি। দলের শেষ গোলটিও তাঁর। এবার গোলরক্ষক দাভিদ দে হেয়ার আরেক শিশুতোষ ভুল। ৮১ মিনিটে বল গোলপোস্ট ছেড়ে তো বটে, ডি-বক্সের বাইরে চলে আসা ইউনাইটেড গোলরক্ষককে বোকা বানিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এন-নেসেরি।
প্রথম লেগে এরিক টেন হাগের দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আত্মঘাতী গোলের কারণে। সেই ম্যাচের শেষ মুহূর্তে দুটি আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তার মধ্যে একটি ছিল ম্যাগুয়ারের। আর এবার সেভিয়ার বিপক্ষে এমন হারের পর ইংলিশ গণমাধ্যম টেন হাগকে উপদেশ দিয়েছে, আগামী মৌসুমে দলের স্কোয়াড নিয়ে নতুন করে চিন্তাভাবনা করতে।
ওল্ড ট্রাফোর্ডের ডাচ কোচও অবশ্য ইউরোপা লিগ থেকে ছিটকে যাওয়ার পেছনে নিজেদেরই দোষারূপ করছেন। না করে যে উপায় নেই। প্রথম লেগে দুই আত্মঘাতী গোলের পাশাপাশি দ্বিতীয় লেগে দুটি শিশুতোষ ভুল তো করেছে তাঁর শিষ্যরাই। আর সেই ফায়দাটা উঠিয়েছে সেভিয়া। ম্যাচ শেষ সাক্ষাৎকারে ক্ষিপ্ত টেন হাগ যে দোষটা নিজেদের ঘাড়েই নেবেন, সেটিই যেন স্বাভাবিক। বিটি স্পোর্টকে তিনি বলেছেন, ‘এটা খুব ভালো সুযোগ ছিল, কিছু জেতার জন্য চমৎকার উপলক্ষ ছিল। কিন্তু আমরাই সেই সুযোগ ছেড়ে দিয়েছি। আমাদের নিজেদরকে দোষ নিতে হবে।’
ইউরোপা লিগ থেকে বাদ পড়ার দুঃখ ভুলে এখন সামনের দিকে তাকাতে চান টেন হাগ। আগামী রোববার ব্রাইটনের বিপক্ষে তাদের এফএ কাপের সেমিফাইনাল। এছাড়া লিগে সেরা চারে থাকার লড়াইও আছে। এখন সেসবের দিকে মনোযোগ ইউনাইটেড কোচের, ‘যা গেছে, গেছে। আমরা সেটা পাল্টাতে পারব না। আমাদের রোববারের ম্যাচের দিকে তাকাতে হচ্ছে। এটাই পরেরা সুযোগ।’
তবে সেভিযার বিপক্ষে হারটা মেনে নিতে পারছেন টেন হাগ। সেটিও বেশ ক্ষিপ্ততার সঙ্গে জানিয়ে দিয়েছেন তিনি, ‘এটা অগ্রহণযোগ্য। আমরা লড়াইয়ে হেরেছি। আরও আবেগ, আরও কামনা, ইচ্ছা দরকার ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের কাছে সবাই অনেক বেশি আশা করে।’
সেভিয়া ছাড়াও ইউরোপা লিগের শেষ চার নিশ্চিত করেছে জুভেন্টাস, বেয়ার লেভারকুজেন ও রোমা। শেষ মুহূর্তের নাটকীয়তায় ফিরতি লেগে নিজেদের মাঠে ফেইনুর্দকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রোমান গ্লাডিয়েটররা। এর আগে প্রথম লেগে নেদারল্যান্ডস সফরে ফেইনুর্দের কাছে ১-০ গোলে হেরেছিল হোসে মরিনহোর দল। ফিরতি লেগও ১-১ গোলে শেষ হতে বসেছিল তাদের। কিন্তু শেষ মুহূর্তে তিন গোল করে নাটকীয় জয়ে শেষ চার নিশ্চিত করে রোমা।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে